ETV Bharat / sports

ICC World Cup 2023: আফগানদের বিরুদ্ধে পরীক্ষা ঈশানের! পারবেন কি নিজেকে প্রমাণ করতে ? - চিপকে অজি বধের পর মেন ইন ব্লু এখন প্রস্তুত

বুধবার ঘরের মাঠে ব্যাট হাতে আফগান বোলিংকে শাসন করতে নামবেন বিরাট কোহলি ৷ এই ম্যাচেও দলে নেই শুভমন ৷ তাই ম্যাচটা ঈশান কিষাণের জন্য় যে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য ৷

ICC World Cup 2023
আফগানদের বিরুদ্ধে পরীক্ষা ঈশানের
author img

By PTI

Published : Oct 11, 2023, 9:25 AM IST

নয়াদিল্লি, 11 অক্টোবর: চিপকে অজি বধের পর ‘মেন ইন ব্লু’ এখন প্রস্তুত নয়াদিল্লির বুকে আফগান বাহিনিকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় জয় তুলে নিতে ৷ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের আগের নাম ছিল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম ৷ আর এই মাঠের সঙ্গেই বহু স্মৃতি জড়িয়ে রয়েছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ৷ এই মাঠেই তিনি কাটিয়েছেন খেলোয়াড়ি জীবনের শুরুর দিনগুলো ৷ তাই অনুরাগীরা নিশ্চই চাইবেন ঘরের মাঠে আবার একবার দেখা যাক রান মেশিনের মাস্টারক্লাস ৷ সবচেয়ে বড় কথা হল এই মুহূর্তে বেশ ভালো ফর্মেও রয়েছেন তিনি ৷ অন্যদিকে ভারত আজও পাচ্ছে না শুভমন গিলকে ৷ তাই ঈশান কিষাণের কাছে আরও একটি সুযোগ রয়েছে ওপেনার হিসাবে নিজেকে প্রমাণ করার ৷

রোহিত শর্মা আগেই জানিয়েছিলেন, লিগ স্টেজে সবচেয়ে বড় বিষয় হল বিভিন্ন মাঠের পরিস্থিতির সঙ্গে অভিযোজন ৷ আলাদা আলাদা মাঠে মানিয়ে নিয়ে খেলার ধরনে বদল আনাটাই হল আসল বিষয় ৷ চিপকে পিচ ছিল স্পিন সহায়ক ৷ কিন্তু অরুণ জেটলি স্টেডিয়ামে উইকেট আবার অনেকটাই ব্যাটিং সহায়ক ৷ এই মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা ৷ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে 754 রান তুলেছিলেন ব্যাটাররা ৷ মেরেছিলেন 31টা ছয় ৷ ভারত-আফগানিস্তান ম্যাচেও কি এমনই পাটা উইকেট পাবেন হিটম্যানরা ? সেটাই দেখার ৷

এই মুহূর্তে ডেঙ্গির কারণে দলে ফেরার সম্ভাবনা নেই ভারতের স্টার ওপেনার শুভমন গিলের ৷ তাই আরও একবার হয়তো ডানহাতি বামহাতি কম্বিনেশন বজায় রেখে ঈশান কিষাণকে সঙ্গে নিয়েই মাঠে নামবেন অধিনায়ক রোহিত শর্মা ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেভাবে বাজে শট খেলে উইকেট ছুঁড়ে দিয়ে গিয়েছিলেন ঈশান তা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ তবে তাঁর কাছে আবারও সুযোগ থাকছে বুধবার ৷ যদিও টিম ম্যানেজমেন্টের দাবি ঈশান দলের যে কোনও পজিশানেই ব্যাট করতে পারেন ৷ এমনকী সূর্যকুমার যাদবের থেকেও তাঁকে এগিয়ে রাখছেন অনেকেই ৷ কারণ মূলত দু'টি ৷ প্রথমত, তিনি একজন কিপার-ব্য়াটার ৷ তাই দলে একজন অতিরিক্ত উইকেট রক্ষক পাচ্ছেন রোহিতরা ৷ আর দ্বিতীয়ত, তিনি বাঁ হাতি ৷ এই বিষয়টি ভারতীয় মিডল অর্ডারে বৈচিত্র তৈরিতেও সাহায্য় করবে ৷

আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমন; তবু পাক ম্যাচে ওপেনারের থাকা নিয়ে সংশয়?

যদিও একথা ঠিক মিচেল স্টার্ক বা জোশ হেজেলউডের থেকে আফগান পেস অ্যাটাকের সঙ্গে লড়াইটা সহজ হবে ভারতীয় ব্যাটারদের জন্য় ৷ আর বিশেষত কে এল রাহুল যেমন দারুণ ফর্মে রয়েছেন তাতে মিডিল অর্ডার নিয়ে যে ভারত বেশ স্বস্তিতে থাকবে তা বাহুল্য ৷ তবে এও ঠিক রাশিদ খানকে সামলে খেলাটা ভারতের জন্য় ভীষণ গুরুত্বপূর্ণ ৷ স্পিনের বিরুদ্ধে সাধারণভাবে ভারতীয় ব্য়াটাররা বরাবরই ভালো ৷ তবে লেগস্পিনের বিরুদ্ধে অনেক সময়ই উইকেট খোয়াতে হয়েছে কোহলিকেও ৷ তাই মুজিব-উর-রহমান-জাদরান এবং রশিদ খানের বিরুদ্ধে সতর্ক হয়ে না খেললে কিন্তু তা বিপদের সংকেত হতে পারে ৷

নয়াদিল্লি, 11 অক্টোবর: চিপকে অজি বধের পর ‘মেন ইন ব্লু’ এখন প্রস্তুত নয়াদিল্লির বুকে আফগান বাহিনিকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় জয় তুলে নিতে ৷ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের আগের নাম ছিল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম ৷ আর এই মাঠের সঙ্গেই বহু স্মৃতি জড়িয়ে রয়েছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ৷ এই মাঠেই তিনি কাটিয়েছেন খেলোয়াড়ি জীবনের শুরুর দিনগুলো ৷ তাই অনুরাগীরা নিশ্চই চাইবেন ঘরের মাঠে আবার একবার দেখা যাক রান মেশিনের মাস্টারক্লাস ৷ সবচেয়ে বড় কথা হল এই মুহূর্তে বেশ ভালো ফর্মেও রয়েছেন তিনি ৷ অন্যদিকে ভারত আজও পাচ্ছে না শুভমন গিলকে ৷ তাই ঈশান কিষাণের কাছে আরও একটি সুযোগ রয়েছে ওপেনার হিসাবে নিজেকে প্রমাণ করার ৷

রোহিত শর্মা আগেই জানিয়েছিলেন, লিগ স্টেজে সবচেয়ে বড় বিষয় হল বিভিন্ন মাঠের পরিস্থিতির সঙ্গে অভিযোজন ৷ আলাদা আলাদা মাঠে মানিয়ে নিয়ে খেলার ধরনে বদল আনাটাই হল আসল বিষয় ৷ চিপকে পিচ ছিল স্পিন সহায়ক ৷ কিন্তু অরুণ জেটলি স্টেডিয়ামে উইকেট আবার অনেকটাই ব্যাটিং সহায়ক ৷ এই মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা ৷ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে 754 রান তুলেছিলেন ব্যাটাররা ৷ মেরেছিলেন 31টা ছয় ৷ ভারত-আফগানিস্তান ম্যাচেও কি এমনই পাটা উইকেট পাবেন হিটম্যানরা ? সেটাই দেখার ৷

এই মুহূর্তে ডেঙ্গির কারণে দলে ফেরার সম্ভাবনা নেই ভারতের স্টার ওপেনার শুভমন গিলের ৷ তাই আরও একবার হয়তো ডানহাতি বামহাতি কম্বিনেশন বজায় রেখে ঈশান কিষাণকে সঙ্গে নিয়েই মাঠে নামবেন অধিনায়ক রোহিত শর্মা ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেভাবে বাজে শট খেলে উইকেট ছুঁড়ে দিয়ে গিয়েছিলেন ঈশান তা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ তবে তাঁর কাছে আবারও সুযোগ থাকছে বুধবার ৷ যদিও টিম ম্যানেজমেন্টের দাবি ঈশান দলের যে কোনও পজিশানেই ব্যাট করতে পারেন ৷ এমনকী সূর্যকুমার যাদবের থেকেও তাঁকে এগিয়ে রাখছেন অনেকেই ৷ কারণ মূলত দু'টি ৷ প্রথমত, তিনি একজন কিপার-ব্য়াটার ৷ তাই দলে একজন অতিরিক্ত উইকেট রক্ষক পাচ্ছেন রোহিতরা ৷ আর দ্বিতীয়ত, তিনি বাঁ হাতি ৷ এই বিষয়টি ভারতীয় মিডল অর্ডারে বৈচিত্র তৈরিতেও সাহায্য় করবে ৷

আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমন; তবু পাক ম্যাচে ওপেনারের থাকা নিয়ে সংশয়?

যদিও একথা ঠিক মিচেল স্টার্ক বা জোশ হেজেলউডের থেকে আফগান পেস অ্যাটাকের সঙ্গে লড়াইটা সহজ হবে ভারতীয় ব্যাটারদের জন্য় ৷ আর বিশেষত কে এল রাহুল যেমন দারুণ ফর্মে রয়েছেন তাতে মিডিল অর্ডার নিয়ে যে ভারত বেশ স্বস্তিতে থাকবে তা বাহুল্য ৷ তবে এও ঠিক রাশিদ খানকে সামলে খেলাটা ভারতের জন্য় ভীষণ গুরুত্বপূর্ণ ৷ স্পিনের বিরুদ্ধে সাধারণভাবে ভারতীয় ব্য়াটাররা বরাবরই ভালো ৷ তবে লেগস্পিনের বিরুদ্ধে অনেক সময়ই উইকেট খোয়াতে হয়েছে কোহলিকেও ৷ তাই মুজিব-উর-রহমান-জাদরান এবং রশিদ খানের বিরুদ্ধে সতর্ক হয়ে না খেললে কিন্তু তা বিপদের সংকেত হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.