ETV Bharat / sports

ICC World Cup 2023: নয়ে নয়, ডাচদের হারিয়ে শেষ চারের মহড়া সারলেন রোহিতরা; শুভেচ্ছা প্রধানমন্ত্রীর - টিম ইন্ডিয়া

সেরা 'টিম ইন্ডিয়া' ৷ টিম ইন্ডিয়ার কামাল পারফরম্যান্সে আলোর উৎসবের মাত্রা কয়েক গুন বেড়ে গেল ৷ লিগের 9টি ম্যাচে সবক'টিতে জয় ভারতের ৷ বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসকে 160 রানে হারালেন রোহিত শর্মারা। আগামী বুধবার ওয়াংখেড়ে কিউইদের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবেন মেন ইন ব্লু ৷

নম্বর ওয়ান হয়ে সেরা ভারত
ICC World Cup 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 9:48 PM IST

Updated : Nov 12, 2023, 10:34 PM IST

বেঙ্গালুরু, 12 নভেম্বর: 'ইন্ডিয়া ইজ নাম্বার ওয়ান' ৷ চলতি বিশ্বকাপে সেরা হয়ে গ্রুপ পর্ব শেষ করল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ নেদারল্যান্ডসকে 160 রানে হারিয়ে ন'টি ম্যাচের সবক'টিতেই জিতল ভারত। এতে যেন দীপাবলির রোশনাই কয়েক গুণ বাড়িয়ে দিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আগামী বুধবার ওয়াংখেড়ে কিউইদের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবেন 'মেন ইন ব্লু' ৷ পাখির চোখ এখন কিউই বধ করে ফাইনালের টিকিট ৷

আজ, রবিবার বেঙ্গালুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন 'হিটম্যান' রোহিত ৷ ওপেন করতে নেমে রোহিত শর্মা এবং শুভমন গিল দু'জনেই হাফসেঞ্চুরি হাঁকান। 32 বলে 51 রান করেন শুভমন। রোহিত শর্মা আবার 54 বলে 61 রান করে নজির গড়েন দুটি বিশ্বরেকর্ডের। তিনে নেমে কোহলি রোহিতের সঙ্গে শুরুটা ধীরে-ধীরেই করেছিলেন। কিন্তু রোহিত আউট হয়ে সাজঘরে ফিরলে, দলের হাল ধরেন কোহলি। সেই সঙ্গে তিনিও করে ফেলেন হাফসেঞ্চুরি। 56 বলে 51 রান করেন কোহলি।

এরপর কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার মিলে ভারতের ইনিংসকে এক অন্যমাত্রা নিয়ে যান। 94 বলে 128 রান করেন অপরাজিত থাকেন শ্রেয়স ৷ তিনি বিশ্বকাপে এই প্রথম শতরান হাঁকান ৷ পাশাপাশি 64 বলে 102 করেন রাহুল। অ্যাডাম গিলক্রিস্টের পর দ্বিতীয় উইকেটরক্ষক-ব্য়াটার হিসেবে শতরান এল কেএল রাহুলের ব্যাটে ৷ তবে টপ থেকে মিডল অর্ডারের ব্যাটারদের এমন নজির ওডিআই ক্রিকেটে দ্বিতীয়টি আর নেই। এদিক থেকে নতুন ইতিহাস লিখল ভারতের পাঁচ ব্যাটার মিলে। অর্থাৎ এই প্রথম কোনও ম্যাচে প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে দু'জন শতরান ও তিন জন অর্ধশতরান করলেন। যাই হোক শেষ পর্যন্ত 50 ওভারে 4 উইকেটে 410 রান করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওয়েসলি বারেসির উইকেট নেন মহম্মদ সিরাজ। এরপর ম্যাক্স ও'ডয়েড ও কলিন আকারম্যান জুটি বাঁধার চেষ্টা করলেও স্পিনারদের ভেলকিতে ব্যাটারদের সাজঘরে ফিরতে হয় ৷ কুলদীপ ফেরান আকারম্যানকে। ও'ডয়েডের উইকেট নেন জাড্ডু। মাঝের ওভারে কোহলির হাতে বল তুলে দেন রোহিত। নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে ফেরান তিনি। শুধু বিরাট নয়, শুভমন, সূর্যকুমারের হাতেও বল তুলে দেন রোহিত। সবাই হাত ঘোরান।

  • Diwali becomes even more special thanks to our cricket team!

    Congratulations to Team India on their fantastic victory against the Netherlands! Such an impressive display of skill and teamwork.

    Best wishes for the Semis! India is elated.

    — Narendra Modi (@narendramodi) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরে সিরাজ, কুলদীপ ও জাদেজা আরও একটি করে উইকেট নেন ৷ দু'টি উইকেট নেন বুমরা ৷ শেষে রোহিত শর্মাও একটি উইকেট নেন ৷ শেষ পর্যন্ত 47.5 ওভারে 250 রানে অল আউট হয়ে যায় নেদারল্যান্ডস। 160 রানে ম্যাচ জেতে ভারত। এদিনের ম্যাচের পর সেমিফাইনালের আগে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানান, রোহিতদের জয়ে দিওয়ালি আরও স্পেশাল হয়ে গেল ৷

আরও পড়ুন:

  1. পিছিয়ে পড়লেন ডি'কক, লিগ পর্বের শেষে সর্বাধিক রান সংগ্রাহক বিরাট
  2. এবি'কে টপকে শিখরে রোহিত, সেমির আগে বিশ্বরেকর্ড ভারত অধিনায়কের
  3. জোড়া শতরানে অনুরাগীদের দীপাবলির উপহার শ্রেয়স-রাহুলের, ডাচদের বিরুদ্ধে চারশো পার করল ভারত

বেঙ্গালুরু, 12 নভেম্বর: 'ইন্ডিয়া ইজ নাম্বার ওয়ান' ৷ চলতি বিশ্বকাপে সেরা হয়ে গ্রুপ পর্ব শেষ করল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ নেদারল্যান্ডসকে 160 রানে হারিয়ে ন'টি ম্যাচের সবক'টিতেই জিতল ভারত। এতে যেন দীপাবলির রোশনাই কয়েক গুণ বাড়িয়ে দিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আগামী বুধবার ওয়াংখেড়ে কিউইদের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবেন 'মেন ইন ব্লু' ৷ পাখির চোখ এখন কিউই বধ করে ফাইনালের টিকিট ৷

আজ, রবিবার বেঙ্গালুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন 'হিটম্যান' রোহিত ৷ ওপেন করতে নেমে রোহিত শর্মা এবং শুভমন গিল দু'জনেই হাফসেঞ্চুরি হাঁকান। 32 বলে 51 রান করেন শুভমন। রোহিত শর্মা আবার 54 বলে 61 রান করে নজির গড়েন দুটি বিশ্বরেকর্ডের। তিনে নেমে কোহলি রোহিতের সঙ্গে শুরুটা ধীরে-ধীরেই করেছিলেন। কিন্তু রোহিত আউট হয়ে সাজঘরে ফিরলে, দলের হাল ধরেন কোহলি। সেই সঙ্গে তিনিও করে ফেলেন হাফসেঞ্চুরি। 56 বলে 51 রান করেন কোহলি।

এরপর কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার মিলে ভারতের ইনিংসকে এক অন্যমাত্রা নিয়ে যান। 94 বলে 128 রান করেন অপরাজিত থাকেন শ্রেয়স ৷ তিনি বিশ্বকাপে এই প্রথম শতরান হাঁকান ৷ পাশাপাশি 64 বলে 102 করেন রাহুল। অ্যাডাম গিলক্রিস্টের পর দ্বিতীয় উইকেটরক্ষক-ব্য়াটার হিসেবে শতরান এল কেএল রাহুলের ব্যাটে ৷ তবে টপ থেকে মিডল অর্ডারের ব্যাটারদের এমন নজির ওডিআই ক্রিকেটে দ্বিতীয়টি আর নেই। এদিক থেকে নতুন ইতিহাস লিখল ভারতের পাঁচ ব্যাটার মিলে। অর্থাৎ এই প্রথম কোনও ম্যাচে প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে দু'জন শতরান ও তিন জন অর্ধশতরান করলেন। যাই হোক শেষ পর্যন্ত 50 ওভারে 4 উইকেটে 410 রান করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওয়েসলি বারেসির উইকেট নেন মহম্মদ সিরাজ। এরপর ম্যাক্স ও'ডয়েড ও কলিন আকারম্যান জুটি বাঁধার চেষ্টা করলেও স্পিনারদের ভেলকিতে ব্যাটারদের সাজঘরে ফিরতে হয় ৷ কুলদীপ ফেরান আকারম্যানকে। ও'ডয়েডের উইকেট নেন জাড্ডু। মাঝের ওভারে কোহলির হাতে বল তুলে দেন রোহিত। নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে ফেরান তিনি। শুধু বিরাট নয়, শুভমন, সূর্যকুমারের হাতেও বল তুলে দেন রোহিত। সবাই হাত ঘোরান।

  • Diwali becomes even more special thanks to our cricket team!

    Congratulations to Team India on their fantastic victory against the Netherlands! Such an impressive display of skill and teamwork.

    Best wishes for the Semis! India is elated.

    — Narendra Modi (@narendramodi) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরে সিরাজ, কুলদীপ ও জাদেজা আরও একটি করে উইকেট নেন ৷ দু'টি উইকেট নেন বুমরা ৷ শেষে রোহিত শর্মাও একটি উইকেট নেন ৷ শেষ পর্যন্ত 47.5 ওভারে 250 রানে অল আউট হয়ে যায় নেদারল্যান্ডস। 160 রানে ম্যাচ জেতে ভারত। এদিনের ম্যাচের পর সেমিফাইনালের আগে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানান, রোহিতদের জয়ে দিওয়ালি আরও স্পেশাল হয়ে গেল ৷

আরও পড়ুন:

  1. পিছিয়ে পড়লেন ডি'কক, লিগ পর্বের শেষে সর্বাধিক রান সংগ্রাহক বিরাট
  2. এবি'কে টপকে শিখরে রোহিত, সেমির আগে বিশ্বরেকর্ড ভারত অধিনায়কের
  3. জোড়া শতরানে অনুরাগীদের দীপাবলির উপহার শ্রেয়স-রাহুলের, ডাচদের বিরুদ্ধে চারশো পার করল ভারত
Last Updated : Nov 12, 2023, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.