ETV Bharat / sports

ফাইনালে অসহায় ভারতীয় ব্যাটিং, অজি বোলারদের সামনে আড়াইশোর আগেই শেষ টিম ইন্ডিয়া

World Cup Final 2023: রবিবাসরীয় মোতেরায় কাপযুদ্ধের দশমীতে অজি বোলারদের দাপটে 240 রান গুটিয়ে গেল ভারতীয় দল ৷ বিরাট কোহলি এবং কেএল রাহুলের ব্যাটে অর্ধশতরান এলেও সেই অর্থে বড় রান করতে ব্যর্থ রোহিত শর্মার দলের ব্যাটাররা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 6:05 PM IST

Updated : Nov 19, 2023, 6:37 PM IST

আমেদাবাদ, 19 নভেম্বর: প্রতিযোগিতাজুড়ে রানের পাহাড়ে চড়ার পর মেগা ফাইনালে অসহায় আত্মসমর্পণ ভারতীয় ব্যাটারদের ৷ রবিবাসরীয় মোতেরায় কাপযুদ্ধের দশমীতে অজি বোলারদের দাপটে 240 রান গুটিয়ে গেল ভারতীয় দল ৷ বিরাট কোহলি এবং কেএল রাহুলের ব্যাটে অর্ধশতরান এলেও সেই অর্থে বড় রান করতে ব্যর্থ রোহিত শর্মার দলের ব্যাটাররা ৷

টস জিতে মোতেরায় (অধুনা নরেন্দ্র মোদি স্টেডিয়াম) এদিন ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান অজি অধিনায়ক প্যাট কামিন্স ৷ চলতি টুর্নামেন্টের ধারা বজায় রেখে আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ তবে শুরু থেকেই ফিল্ডিংয়ে বাড়তি তৎপর ছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷ অজিদের শরীরী ভাষাই বলে দিচ্ছিল লড়াইটা সহজ হবে না ভারতের জন্য ৷ এরপরেও টি-20 ক্রিকেটের মেজাজে রোহিতের ব্যাটিং আশার সঞ্চার করেছিল ৷ যদিও ব্যক্তিগত 4 রানে ফিরে যান গিল ৷ তবে কোহলিকে সঙ্গে নিয়ে ভালোই এগোচ্ছিলেন 'হিটম্যান' ৷ কিন্তু ঝুঁকিপূর্ণ ব্যাটিংয়ে এদিনও হাফসেঞ্চুরির দোরগোড়া থেকে (47 রান) ফিরলেন তিনি ৷ দ্রুত ফিরলেন গত দু'ম্যাচে শতরানকারী শ্রেয়স (4) ৷

ভারতীয় ব্যাটারদের উপর তখন জাঁকিয়ে বসেছেন অজি বোলাররা ৷ তবুও পঞ্চম উইকেটে কোহলি-রাহুলের 67 রানের জুটি ভারতের জন্য সম্মানরক্ষার ৷ অর্ধশতরান পূর্ণ করে লম্বা হয়নি কোহলির ইনিংস ৷ 54 রানে ফিরে যান তিনি ৷ এরপর আর দানা বাঁধেনি ভারতের কোনও জুটি ৷ কোহলির পর অর্ধশতরান করে চেষ্টা করেছিলেন রাহুল ৷ কিন্তু উলটোদিকে সঙ্গীর অভাবে ভুগলেন তিনি ৷

শেষ স্পেশালিস্ট ব্যাটার হিসেবে ক্রিজে নামা সূর্যকুমার যাদব ৷ তবে 28 বল খরচ করে মাত্র 18 রান এল তাঁর ব্যাটে ৷ এমন কিছু হতাশাজনক শট খেললেন তিনি, যা ফাইনালের মঞ্চে কোনওভাবেই কাম্য নয় ৷ শেষ পর্যন্ত 50 ওভারে 240 রানে শেষ হয় ভারতের ইনিংস ৷ অজিদের হয়ে সর্বাধিক 3টি উইকেট নিলেন মিচেল স্টার্ক ৷ তবে রান খরচের নিরিখে সবচেয়ে সফল অধিনায়ক কামিন্স ৷ 34 রানে নিলেন 2টি উইকেট ৷ স্বল্প রানের পুঁজি নিয়ে ভারতের ভরসা এখন মহম্মদ শামি-জসপ্রীত বুমরারা ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 'ফ্রি প্যালেস্তাইন' বার্তা! মাঠে ঢুকে বিরাটের কাঁধে হাত প্রতিবাদী যুবকের
  2. অধিনায়কত্ব পেয়েই বিশ্বকাপে ইতিহাস হিটম্যানের, পিছনে ফেললেন উইলিয়ামসনকে

আমেদাবাদ, 19 নভেম্বর: প্রতিযোগিতাজুড়ে রানের পাহাড়ে চড়ার পর মেগা ফাইনালে অসহায় আত্মসমর্পণ ভারতীয় ব্যাটারদের ৷ রবিবাসরীয় মোতেরায় কাপযুদ্ধের দশমীতে অজি বোলারদের দাপটে 240 রান গুটিয়ে গেল ভারতীয় দল ৷ বিরাট কোহলি এবং কেএল রাহুলের ব্যাটে অর্ধশতরান এলেও সেই অর্থে বড় রান করতে ব্যর্থ রোহিত শর্মার দলের ব্যাটাররা ৷

টস জিতে মোতেরায় (অধুনা নরেন্দ্র মোদি স্টেডিয়াম) এদিন ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান অজি অধিনায়ক প্যাট কামিন্স ৷ চলতি টুর্নামেন্টের ধারা বজায় রেখে আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ তবে শুরু থেকেই ফিল্ডিংয়ে বাড়তি তৎপর ছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷ অজিদের শরীরী ভাষাই বলে দিচ্ছিল লড়াইটা সহজ হবে না ভারতের জন্য ৷ এরপরেও টি-20 ক্রিকেটের মেজাজে রোহিতের ব্যাটিং আশার সঞ্চার করেছিল ৷ যদিও ব্যক্তিগত 4 রানে ফিরে যান গিল ৷ তবে কোহলিকে সঙ্গে নিয়ে ভালোই এগোচ্ছিলেন 'হিটম্যান' ৷ কিন্তু ঝুঁকিপূর্ণ ব্যাটিংয়ে এদিনও হাফসেঞ্চুরির দোরগোড়া থেকে (47 রান) ফিরলেন তিনি ৷ দ্রুত ফিরলেন গত দু'ম্যাচে শতরানকারী শ্রেয়স (4) ৷

ভারতীয় ব্যাটারদের উপর তখন জাঁকিয়ে বসেছেন অজি বোলাররা ৷ তবুও পঞ্চম উইকেটে কোহলি-রাহুলের 67 রানের জুটি ভারতের জন্য সম্মানরক্ষার ৷ অর্ধশতরান পূর্ণ করে লম্বা হয়নি কোহলির ইনিংস ৷ 54 রানে ফিরে যান তিনি ৷ এরপর আর দানা বাঁধেনি ভারতের কোনও জুটি ৷ কোহলির পর অর্ধশতরান করে চেষ্টা করেছিলেন রাহুল ৷ কিন্তু উলটোদিকে সঙ্গীর অভাবে ভুগলেন তিনি ৷

শেষ স্পেশালিস্ট ব্যাটার হিসেবে ক্রিজে নামা সূর্যকুমার যাদব ৷ তবে 28 বল খরচ করে মাত্র 18 রান এল তাঁর ব্যাটে ৷ এমন কিছু হতাশাজনক শট খেললেন তিনি, যা ফাইনালের মঞ্চে কোনওভাবেই কাম্য নয় ৷ শেষ পর্যন্ত 50 ওভারে 240 রানে শেষ হয় ভারতের ইনিংস ৷ অজিদের হয়ে সর্বাধিক 3টি উইকেট নিলেন মিচেল স্টার্ক ৷ তবে রান খরচের নিরিখে সবচেয়ে সফল অধিনায়ক কামিন্স ৷ 34 রানে নিলেন 2টি উইকেট ৷ স্বল্প রানের পুঁজি নিয়ে ভারতের ভরসা এখন মহম্মদ শামি-জসপ্রীত বুমরারা ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 'ফ্রি প্যালেস্তাইন' বার্তা! মাঠে ঢুকে বিরাটের কাঁধে হাত প্রতিবাদী যুবকের
  2. অধিনায়কত্ব পেয়েই বিশ্বকাপে ইতিহাস হিটম্যানের, পিছনে ফেললেন উইলিয়ামসনকে
Last Updated : Nov 19, 2023, 6:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.