আমেদাবাদ, 1 নভেম্বর: বিশ্বকাপ চলাকালীন অস্ট্রেলিয়া দলের জন্য বড় ধাক্কা ৷ চোটের জেরে ইংল্যান্ড ম্যাচ থেকে বাদ পড়ে গেলেন বিধ্বংসী ফিনিশার গ্লেন ম্যাক্সওয়েল ৷ সম্প্রতি গলফ কোর্টে পড়ে গিয়ে মাথায় এবং মুখে চোট পান গ্লেন ৷ আর এই কনকাশন চোটের কারণেই 4 নভেম্বরের গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেলেন এই অজি তারকা ৷
ক্রিকেট.ডটকম এইউ-এর রিপোর্টে জানানো হয়েছে, সোমবার এই চোট পান ম্যাক্সি ৷ গলফ কার্টের পিছনে বসে সফর করার সময় আচমকা পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি ৷ অজি অলরাউন্ডার শুধু ব্যাটিংয়ের জন্যই দলের গুরুত্বপূর্ণ সদস্য নন ৷ বল হাতেও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ৷ অস্ট্রেলিয়ান স্পিন বিভাগে অ্যাডাম জাম্পা প্রধান অস্ত্র হলেও তাঁর সঙ্গী হিসাবে বড় ভূমিকা রয়েছে গ্লেনের ৷ ভারতের মাটিতে দ্বিতীয় স্পিনার হিসাবে রান আটকানো এবং উইকেট শিকার দুই ক্ষেত্রেই দায়িত্ব পালন করেন তিনি ৷
শুধু তাই নয়, ব্যাট হাতেও বেশ ভালো ফর্মে রয়েছেন ম্যাক্সি ৷ গত সপ্তাহেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে 40 বলে শতরান করে ইতিহাস তৈরি করেছিলেন ৷ বিশ্বকাপের ইতিহাসে এত দ্রুত আর কোনও ব্যাটার শতরান পাননি ৷ শুধু এই একটি শতরান নয়, লোয়ার অর্ডারে ফিনিশিং টাচ দেওয়ার ক্ষেত্রেও বেশ কার্যকরী ম্যাক্সওয়েল ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে 31 এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে গতিতে 41 রানের ইনিংস খেলেছেন তিনি তা দলকে বড় স্কোরে পৌঁছে দিতে যথেষ্ট সাহায্য করেছে ৷
আরও পড়ুন: বিশ্বকাপে থাকতে হবে ফিট! নিজস্ব শেফ নিয়ে ভারতে এসেছেন স্টয়নিস
তবে বাধা হয়ে দাঁড়াল চোট ৷ গত বছরও নভেম্বর মাসে চোট পেয়েছিলেন ম্যাক্সি ৷ সেবার মেলবোর্নে একটি জন্মদিনের পার্টি চলাকালীন পায়ে চোট পান তিনি ৷ পরে রিপোর্টে জানা যায়, পা ভেঙে গিয়েছিল এই অজি তারকার ৷ সেই চোট সারিয়ে মাঠে ফিরতে না ফিরতেই আবার চোটের কবলে পড়লেন গ্লেন ৷ নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ম্যাচের ফাঁকে প্রায় এক সপ্তাহের দীর্ঘ ছুটি ছিল অজি ক্রিকেটারদের ৷ সেই ছুটিতেই গলফ অনুশীলন করছিলেন ম্যাক্সওয়েল ৷ এর আগে গত বছর গলফ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন ইংরেজ ক্রিকেটার জনি বেয়ারস্টোও ৷