ETV Bharat / sports

ICC World Cup 2023: ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল টিকিটের দাম আড়াই লাখ ! কালোবাজারিতে পুলিশের জালে 1 - ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ

World Cup Semifinal: বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচে টিকিটের হাহাকার ৷ কালোবাজারে 2,500 হাজার থেকে 4,000 হাজার টাকা মূল্যের টিকিট বিক্রি হল 2 লক্ষ 50 হাজার টাকায় ৷ এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ

Etv Bharat
বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 12:31 PM IST

মুম্বই, 14 নভেম্বর: একযুগ আগে ওয়াংখেড়ের বাইশ গজে 'লঙ্কা বধ' করে দ্বিতীয়বার বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত ৷ আবার সেই ওয়াংখেড়ে ৷ এবার অবশ্য সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ৷ মায়ানগরীতে এই ম্যাচের টিকিটের দাম আকাশছোঁয়া ৷ ক্রিকেটপ্রেমকে হাতিয়ার করে কালোবাজারে 2,500 হাজার থেকে 4,000 হাজার টাকা মূল্যের টিকিট বিক্রি হল 2.5 লাখ টাকায় ৷ ঘটনায় মুম্বই পুলিশের জালে ধরা পড়েছে এক ব্যক্তি ৷ আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের টিকিট কালোবাজারে বিক্রি করার অপরাধে মালাড থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ টিকিটের যা দাম, তার থেকে 10 থেকে 100 গুণ বেশি চড়া দামে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচের টিকিট বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছে মুম্বই পুলিশ ৷

ওয়াংখেড়েয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ৷ বেড়েছে টিকিটের অত্যাধিক চাহিদা ৷ ফলে শুরু হয়ে যায় টিকিটের কালোবাজারি ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আকাশ কোঠারিকে তার বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে ৷ বেশ কিছুদিন ধরেই সোশাল মিডিয়ায় বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের টিকিটের অত্যাধিক দাম নিয়ে নানা মেসেজ ঘুরে বেড়াচ্ছিল ৷ পুলিশ তদন্তে নেমে জানতে পারে, আড়াই হাজার থেকে চার হাজার দামের টিকিট বিক্রি করা হচ্ছিল সাতাশ হাজার থেকে আড়াই লাখ টাকায় ৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি টিকিটের চাহিদাকে কাজে লাগিয়ে চড়া দামে কালোবাজারে টিকিট বিক্রি করছিল ৷ ভারতীয় দণ্ডবিধি অনুসারে অভিযুক্ত আকাশ কোঠারির বিরুদ্ধে 420 ও 511 ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ তবে তদন্ত এখন চলছে ৷ ওই ব্যক্তি কোথা থেকে টিকিট জোগাড় করে কালোবাজারি করতেন তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ পাশাপাশি, এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

এই বিষয়ে মুম্বইয়ের ডিসিপি (সার্কেল-1) প্রবীণ মুন্ডে বলেন, "ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের টিকিট, যার দাম প্রায় 2500 থেকে 4000 টাকা, বিক্রি হচ্ছে 25 থেকে 50 হাজার টাকায়। তথ্য পাওয়ার পর, আমাদের দল তদন্ত শুরু করে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিষয়ে আরও তদন্ত চলছে।"

ইতিমধ্যেই বিশ্বকাপের বাকি ম্যাচগুলির টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷ বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল। রবিবার আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ফাইনাল ৷

আরও পড়ুন:

1. সাজঘরে নিরাপদ পরিবেশ তৈরি করেছেন রোহিত, অধিনায়ক 'হিটম্যানে' মুগ্ধ গম্ভীর

2. 'হল অফ ফেমে' জায়গা পেয়ে আইসিসি'কে ধন্যবাদ নজফগড়ের নবাবের

3. স্টইনিসকে খেলানোর পক্ষপাতী নন, ইডেনের সেমিফাইনালে পান্টারের ভোট লাবুশানের দিকে

মুম্বই, 14 নভেম্বর: একযুগ আগে ওয়াংখেড়ের বাইশ গজে 'লঙ্কা বধ' করে দ্বিতীয়বার বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত ৷ আবার সেই ওয়াংখেড়ে ৷ এবার অবশ্য সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ৷ মায়ানগরীতে এই ম্যাচের টিকিটের দাম আকাশছোঁয়া ৷ ক্রিকেটপ্রেমকে হাতিয়ার করে কালোবাজারে 2,500 হাজার থেকে 4,000 হাজার টাকা মূল্যের টিকিট বিক্রি হল 2.5 লাখ টাকায় ৷ ঘটনায় মুম্বই পুলিশের জালে ধরা পড়েছে এক ব্যক্তি ৷ আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের টিকিট কালোবাজারে বিক্রি করার অপরাধে মালাড থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ টিকিটের যা দাম, তার থেকে 10 থেকে 100 গুণ বেশি চড়া দামে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচের টিকিট বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছে মুম্বই পুলিশ ৷

ওয়াংখেড়েয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ৷ বেড়েছে টিকিটের অত্যাধিক চাহিদা ৷ ফলে শুরু হয়ে যায় টিকিটের কালোবাজারি ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আকাশ কোঠারিকে তার বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে ৷ বেশ কিছুদিন ধরেই সোশাল মিডিয়ায় বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের টিকিটের অত্যাধিক দাম নিয়ে নানা মেসেজ ঘুরে বেড়াচ্ছিল ৷ পুলিশ তদন্তে নেমে জানতে পারে, আড়াই হাজার থেকে চার হাজার দামের টিকিট বিক্রি করা হচ্ছিল সাতাশ হাজার থেকে আড়াই লাখ টাকায় ৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি টিকিটের চাহিদাকে কাজে লাগিয়ে চড়া দামে কালোবাজারে টিকিট বিক্রি করছিল ৷ ভারতীয় দণ্ডবিধি অনুসারে অভিযুক্ত আকাশ কোঠারির বিরুদ্ধে 420 ও 511 ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ তবে তদন্ত এখন চলছে ৷ ওই ব্যক্তি কোথা থেকে টিকিট জোগাড় করে কালোবাজারি করতেন তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ পাশাপাশি, এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

এই বিষয়ে মুম্বইয়ের ডিসিপি (সার্কেল-1) প্রবীণ মুন্ডে বলেন, "ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের টিকিট, যার দাম প্রায় 2500 থেকে 4000 টাকা, বিক্রি হচ্ছে 25 থেকে 50 হাজার টাকায়। তথ্য পাওয়ার পর, আমাদের দল তদন্ত শুরু করে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিষয়ে আরও তদন্ত চলছে।"

ইতিমধ্যেই বিশ্বকাপের বাকি ম্যাচগুলির টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷ বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল। রবিবার আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ফাইনাল ৷

আরও পড়ুন:

1. সাজঘরে নিরাপদ পরিবেশ তৈরি করেছেন রোহিত, অধিনায়ক 'হিটম্যানে' মুগ্ধ গম্ভীর

2. 'হল অফ ফেমে' জায়গা পেয়ে আইসিসি'কে ধন্যবাদ নজফগড়ের নবাবের

3. স্টইনিসকে খেলানোর পক্ষপাতী নন, ইডেনের সেমিফাইনালে পান্টারের ভোট লাবুশানের দিকে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.