ETV Bharat / sports

'মিশন আমেদাবাদ' সফল করতে ছোট ছোট লড়াই জিততে হবে রোহিতদের, দেখুন এক নজরে

Match-Ups To Look For In World Cup Final: ভারতের তৃতীয়বার বিশ্বজয়ের পথে রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট লড়াই ৷ আসুুন দেখে নেওয়া যাক কোন কোন বাধার প্রাচীর টপকে ট্রফিজয়ের পথ প্রশস্ত করতে হবে রোহিত শর্মাদের ৷

Battles within the big battle
ছোট ছোট লড়াই জিততে হবে রোহিতদের
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 5:30 PM IST

Updated : Nov 18, 2023, 11:05 PM IST

আমেদাবাদ, 18 নভেম্বর: 'মিশন ওয়ার্ল্ডকাপ' এখন নাম বদলে 'মিশন আমেদাবাদ' ৷ রাত পোহালেই আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ভারত-অস্ট্রলিয়া ৷ তৃতীয়বার ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া ৷ তেমনই ষষ্ঠবার জয় তুলে নিতে মরিয়া অজিরাও ৷ বিশ্বকাপে এই মহারণে শেষ হাসি হাসবেন কারা? তার উত্তর লুকিয়ে আছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের 22 গজের গভীরে ৷ তবে বিগ ব্যাটেল জিততে হলে আরও কিছু ছোট ছোট লড়াইও জিততে হবে 'মেন ইন ব্লু'-কে ৷

টুর্নামেন্ট জুড়ে এখনও অজেয় ভারতীয় দল ৷ বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার থেকে বল হাতে মহম্মদ শামি, কুলদীপ যাদব সকলেই রয়েছেন অনবদ্য ফর্মে ৷ কিন্তু অস্ট্রেলিয়ার 'ম্যান মার্কিং' কৌশল ভাঙতে না পারলে তা বিপদের কারণ হয়ে উঠতে পারে টিম ইন্ডিয়ার জন্য় ৷ আসুন দেখে নেওয়া যাক এমনই কিছু 'ম্যাচআপ' ৷

মিচেল স্টার্ক, জস হেজেলউড বনাম রোহিত শর্মা:

ভারত অধিনায়ক রোহিত নিজেকে ব্যবহার করেছেন সুইসাইড বম্বার-এর মতোই ৷ চলতি বিশ্বকাপে পাওয়ার প্লে-র ফায়দা তুলতে নিজেকে নিংড়ে দিচ্ছেন তিনি ৷ হিটম্যানের ধ্বংসাত্মক ব্যাটের সামনে খেই হারাচ্ছে প্রতিপক্ষ ৷ যার জেরে বিরাট কোহলিরা বাইশ গজে স্বস্তিতে অনেক বেশি সময় কাটানোর সুযোগ পাচ্ছেন ৷ ইনিংস তৈরি করতে সময় নিচ্ছেন শুভমন গিলও ৷

রোহিত সেমিতেও এগিয়ে এসে ছয় মেরেছিলেন ট্রেন্ট বোল্টকে ৷ বোঝাই যায় স্টার্ক এবং হেজেলউডকেও আক্রমণের চেষ্টা করবেন তিনি ৷ এর আগে চেন্নাইতে হেজেলউডের ফাঁদেই পা দিয়েছিলেন হিটম্যান ৷ আর বাঁ-হাতি পেসারদের বিরুদ্ধে তাঁর দুর্বলতার কথাও কারও অজানা নয় ৷ স্টার্কও চেষ্টা করবেন ইন স্যুইংয়ের ফাঁদে ফেলে তাঁকে সাজঘরে ফেরানোর ৷ হিটম্যানকে মাথা ঠান্ডা রেখে বিষয়টার সঙ্গে সমঝোতা করতেই হবে ৷

ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড বনাম মহম্মদ শামি:

বাঁ-হাতি ব্যাটারদের বিরুদ্ধে এমনিতেই ভয়ংকর মহম্মদ শামি ৷ তার ওপর বিশ্বকাপে অসাধারণ ফর্মে রয়েছেন তিনি ৷ মাত্র 6 ম্যাচে তাঁর ঝুলিতে এসেছে 23 উইকেট ৷ সিম পজিশনের জন্য আরও আক্রমণাত্মক হয়ে উঠছেন এই পেসস্টার ৷ ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, বেন স্টোকসের মতো ব্যাটারদের চলতি বিশ্বকাপেই সমস্যায় ফেলেছেন ৷ এবার ওয়ার্নার, হেডদের জন্য়ও ভয়ংকর হয়ে উঠবেন তিনি এমনটাই আশা করবে ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক ৷ জসপ্রীত বুমরার সঙ্গে এই ম্যাচে তিনি বোলিং শুরু করেন কি না সেটাই এখন দেখার ৷

ওয়ার্নার বনাম বুমরা:

অন্যদিকে চলতি বিশ্বকাপে 528 রান পেলেও বুমরার বিরুদ্ধে ওয়ার্নারের রেকর্ড বেশ খারাপ ৷ শেষ 14 ম্যাচে ভারতীয় স্পিডস্টারের বিরুদ্ধে মাত্র 130 বলে মাত্র 117 রান করেছেন এই ব্যাটার ৷ যদিও বুমরার হাতে এই কয়েকটি ম্যাচে আউট হননি তিনি ৷ তবে ভারতের বোলিং আক্রমণের প্রধান তাস এখন তাঁর তুনে যোগ করেছেন আরেকটি নতুন অস্ত্র ৷ তাঁর হাতে এখন রয়েছে 'ডেডলি আউট স্যুইঙ্গার'ও ৷ 10 ম্যাচে ইতিমধ্যেই 18 উইকেট সংগ্রহ করেছেন বুমরা ৷

বিরাট বনাম অ্যাডাম জাম্পা:

ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড এখন বিরাট কোহলি ৷ চলতি বিশ্বকাপে জীবনের সেরা ফর্মে থাকা এই ব্যাটার ইতিমধ্যেই করেছেন 711 রান ৷ এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের নিরিখে তিনি পিছনে ফেলেছেন 'গড অফ ক্রিকেট' সচিন তেন্ডুলকরকেও ৷ মাস্টার ব্লাস্টারের সর্বাধিক ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দিয়েছেন রান মেশিন ৷ কিন্তু জাম্পার স্পিনের বিরুদ্ধে তাঁর সমস্য়ার কথা কারও অজানা নয় ৷ জাম্পাকে আক্রমণ করতে গিয়ে অতীতেও উইকেট হারিয়েছেন তিনি ৷ আর তাই সাবধানে থাকতেই হবে চেজমাস্টারকে ৷ কারণ আমেদাবাদে বল ঘুরবেই ৷ সেখানে ফ্লিপার এবং গুগলি দিয়ে আঘাত হানতে চাইবেন জাম্পাও ৷

গ্লেন ম্যাক্সওয়েল বনাম কুলদীপ যাদব:

কয়েক দিন আগেই আফগান স্পিনারদের বিরুদ্ধে অতিমানবিক ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ যদিও প্রোটিয়া স্পিনারদের সামনেই আবার উইকেট দিয়েছেন তিনি ৷ তাঁর স্পিন খেলার ধরন খুব সুবিধার নয় একথা সকলেরই জানা ৷ বিশেষত বাঁ-হাতি রিস্ট স্পিনারকে খেলা সবসময়ই কঠিন ৷ তবে ম্যাক্সি দাঁড়িয়ে গেলে ভারতের জন্য তা দুঃস্বপ্নের হয়ে উঠতেই পারে ৷ তখন কুলদীপকে বাঁচানোই সমস্যা হয়ে যাবে ৷ সেক্ষেত্রে প্রথমেই গ্লেনকে সাজঘরে ছক কষতে হবে 'মেন ইন ব্লু'-কে ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ ফাইনালের টিকিট অমিল! নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতাশ ক্রীড়াপ্রেমীদের ভিড়
  2. বিরাট-রোহিত-শামিদের উপস্থিতিতে ভারতই বিশ্বকাপ জয়ের সেরা দাবিদার, মত ভিশি'র

আমেদাবাদ, 18 নভেম্বর: 'মিশন ওয়ার্ল্ডকাপ' এখন নাম বদলে 'মিশন আমেদাবাদ' ৷ রাত পোহালেই আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ভারত-অস্ট্রলিয়া ৷ তৃতীয়বার ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া ৷ তেমনই ষষ্ঠবার জয় তুলে নিতে মরিয়া অজিরাও ৷ বিশ্বকাপে এই মহারণে শেষ হাসি হাসবেন কারা? তার উত্তর লুকিয়ে আছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের 22 গজের গভীরে ৷ তবে বিগ ব্যাটেল জিততে হলে আরও কিছু ছোট ছোট লড়াইও জিততে হবে 'মেন ইন ব্লু'-কে ৷

টুর্নামেন্ট জুড়ে এখনও অজেয় ভারতীয় দল ৷ বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার থেকে বল হাতে মহম্মদ শামি, কুলদীপ যাদব সকলেই রয়েছেন অনবদ্য ফর্মে ৷ কিন্তু অস্ট্রেলিয়ার 'ম্যান মার্কিং' কৌশল ভাঙতে না পারলে তা বিপদের কারণ হয়ে উঠতে পারে টিম ইন্ডিয়ার জন্য় ৷ আসুন দেখে নেওয়া যাক এমনই কিছু 'ম্যাচআপ' ৷

মিচেল স্টার্ক, জস হেজেলউড বনাম রোহিত শর্মা:

ভারত অধিনায়ক রোহিত নিজেকে ব্যবহার করেছেন সুইসাইড বম্বার-এর মতোই ৷ চলতি বিশ্বকাপে পাওয়ার প্লে-র ফায়দা তুলতে নিজেকে নিংড়ে দিচ্ছেন তিনি ৷ হিটম্যানের ধ্বংসাত্মক ব্যাটের সামনে খেই হারাচ্ছে প্রতিপক্ষ ৷ যার জেরে বিরাট কোহলিরা বাইশ গজে স্বস্তিতে অনেক বেশি সময় কাটানোর সুযোগ পাচ্ছেন ৷ ইনিংস তৈরি করতে সময় নিচ্ছেন শুভমন গিলও ৷

রোহিত সেমিতেও এগিয়ে এসে ছয় মেরেছিলেন ট্রেন্ট বোল্টকে ৷ বোঝাই যায় স্টার্ক এবং হেজেলউডকেও আক্রমণের চেষ্টা করবেন তিনি ৷ এর আগে চেন্নাইতে হেজেলউডের ফাঁদেই পা দিয়েছিলেন হিটম্যান ৷ আর বাঁ-হাতি পেসারদের বিরুদ্ধে তাঁর দুর্বলতার কথাও কারও অজানা নয় ৷ স্টার্কও চেষ্টা করবেন ইন স্যুইংয়ের ফাঁদে ফেলে তাঁকে সাজঘরে ফেরানোর ৷ হিটম্যানকে মাথা ঠান্ডা রেখে বিষয়টার সঙ্গে সমঝোতা করতেই হবে ৷

ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড বনাম মহম্মদ শামি:

বাঁ-হাতি ব্যাটারদের বিরুদ্ধে এমনিতেই ভয়ংকর মহম্মদ শামি ৷ তার ওপর বিশ্বকাপে অসাধারণ ফর্মে রয়েছেন তিনি ৷ মাত্র 6 ম্যাচে তাঁর ঝুলিতে এসেছে 23 উইকেট ৷ সিম পজিশনের জন্য আরও আক্রমণাত্মক হয়ে উঠছেন এই পেসস্টার ৷ ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, বেন স্টোকসের মতো ব্যাটারদের চলতি বিশ্বকাপেই সমস্যায় ফেলেছেন ৷ এবার ওয়ার্নার, হেডদের জন্য়ও ভয়ংকর হয়ে উঠবেন তিনি এমনটাই আশা করবে ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক ৷ জসপ্রীত বুমরার সঙ্গে এই ম্যাচে তিনি বোলিং শুরু করেন কি না সেটাই এখন দেখার ৷

ওয়ার্নার বনাম বুমরা:

অন্যদিকে চলতি বিশ্বকাপে 528 রান পেলেও বুমরার বিরুদ্ধে ওয়ার্নারের রেকর্ড বেশ খারাপ ৷ শেষ 14 ম্যাচে ভারতীয় স্পিডস্টারের বিরুদ্ধে মাত্র 130 বলে মাত্র 117 রান করেছেন এই ব্যাটার ৷ যদিও বুমরার হাতে এই কয়েকটি ম্যাচে আউট হননি তিনি ৷ তবে ভারতের বোলিং আক্রমণের প্রধান তাস এখন তাঁর তুনে যোগ করেছেন আরেকটি নতুন অস্ত্র ৷ তাঁর হাতে এখন রয়েছে 'ডেডলি আউট স্যুইঙ্গার'ও ৷ 10 ম্যাচে ইতিমধ্যেই 18 উইকেট সংগ্রহ করেছেন বুমরা ৷

বিরাট বনাম অ্যাডাম জাম্পা:

ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড এখন বিরাট কোহলি ৷ চলতি বিশ্বকাপে জীবনের সেরা ফর্মে থাকা এই ব্যাটার ইতিমধ্যেই করেছেন 711 রান ৷ এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের নিরিখে তিনি পিছনে ফেলেছেন 'গড অফ ক্রিকেট' সচিন তেন্ডুলকরকেও ৷ মাস্টার ব্লাস্টারের সর্বাধিক ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দিয়েছেন রান মেশিন ৷ কিন্তু জাম্পার স্পিনের বিরুদ্ধে তাঁর সমস্য়ার কথা কারও অজানা নয় ৷ জাম্পাকে আক্রমণ করতে গিয়ে অতীতেও উইকেট হারিয়েছেন তিনি ৷ আর তাই সাবধানে থাকতেই হবে চেজমাস্টারকে ৷ কারণ আমেদাবাদে বল ঘুরবেই ৷ সেখানে ফ্লিপার এবং গুগলি দিয়ে আঘাত হানতে চাইবেন জাম্পাও ৷

গ্লেন ম্যাক্সওয়েল বনাম কুলদীপ যাদব:

কয়েক দিন আগেই আফগান স্পিনারদের বিরুদ্ধে অতিমানবিক ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ যদিও প্রোটিয়া স্পিনারদের সামনেই আবার উইকেট দিয়েছেন তিনি ৷ তাঁর স্পিন খেলার ধরন খুব সুবিধার নয় একথা সকলেরই জানা ৷ বিশেষত বাঁ-হাতি রিস্ট স্পিনারকে খেলা সবসময়ই কঠিন ৷ তবে ম্যাক্সি দাঁড়িয়ে গেলে ভারতের জন্য তা দুঃস্বপ্নের হয়ে উঠতেই পারে ৷ তখন কুলদীপকে বাঁচানোই সমস্যা হয়ে যাবে ৷ সেক্ষেত্রে প্রথমেই গ্লেনকে সাজঘরে ছক কষতে হবে 'মেন ইন ব্লু'-কে ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ ফাইনালের টিকিট অমিল! নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতাশ ক্রীড়াপ্রেমীদের ভিড়
  2. বিরাট-রোহিত-শামিদের উপস্থিতিতে ভারতই বিশ্বকাপ জয়ের সেরা দাবিদার, মত ভিশি'র
Last Updated : Nov 18, 2023, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.