বেঙ্গালুরু, 20 অক্টোবর: চলতি বিশ্বকাপে প্রথম তিন ম্যাচে হাফ-সেঞ্চুরি না-পেলেও শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠল ডেভিড ওয়ার্নারের ব্যাট ৷ দুই ওপেনারের জোড়া শতরানে রানের পাহাড়ে ক্যাঙারুবাহিনী ৷ ইনিংসের অন্তিমপর্বে শাহিন আফ্রিদির দুরন্ত বোলিংয়ে অস্ট্রেলায়কে চারশোর আগে বেঁধে রাখতে সক্ষম হয় 'মেন ইন গ্রিন' ৷
চিন্নাস্বামীতে এদিন টস জিতে অজিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাক অধিনায়ক বাবর আজম ৷ ইনিংসের শুরু থেকেই পাক বোলার তুলধোনা করে বড় রানের ইমারত গড়েন দুই অজি ওপেনার মিচেল মার্শ এবং ডেভিড ওয়ার্নার ৷ মুলত তাঁদের জোড়া শতরানেই পাকিস্তানের সামনে কঠিন টার্গেট রাখে অস্ট্রেলিয়া ৷
একাধিক রেকর্ড গড়েন এই দুই অজি ব্যাটার ৷ বিশ্বকাপের ইতিহাসে এর আগে মাত্র তিনবার দুই ওপেনারই শতরান করেছেন ৷ অর্থাৎ মার্শ-ওয়ার্নারের সেঞ্চুরির জেরে চতুর্থবার এই মাইলস্টোন ছুঁল কোনও ওপেনিং জুটি ৷ অজি ওপেনারদের ক্ষেত্রে এই রেকর্ড তৈরি হল এই প্রথমবার ৷ একইসঙ্গে এই শতরান করে রিকি পন্টিংকেও ছুঁয়ে ফেললেন ওয়ার্নার ৷ বিশ্বকাপে এর আগে পাঁচটি শতরান করার রেকর্ড ছিল পন্টিংয়ের ৷ এদিন সেই রেকর্ড ছুঁলেন ডেভিড ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
বেঙ্গালুরুতে মাত্র 124 বলে 163 রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি ৷ মার্শ করেন 108 বলে 121৷ তবে এই দুই ব্যাটার ছাড়া অস্ট্রেলিয়া দলের বাকিদের ব্যাটিং ছিল একেবারে সাধারণ ৷ তবে স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসরা এদিন ব্যর্থ হন সুন্দর ফিনিশিং টাচ দিতে ৷ ওয়ার্নার-মার্শ ছাড়া শাহিন আফ্রিদি ও হ্যারিস রাউফের বিরুদ্ধে অজি ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস দেখাতে পারেননি বাকিরা ৷ শেষপর্বে এই বোলারের কাঁধে ভর করে 'কামব্যাক' করে পাকিস্তান ৷ শেষ পর্যন্ত 9 উইকেট খুইয়ে এদিন 367 রান তুলেছে অস্ট্রেলিয়া ৷
আরও পড়ুন: ওয়ার্নার মার্শের জোড়া শতরান, ভাঙল অস্ট্রেলিয়ার এক যুগ পুরনো রেকর্ড
ওপেনিং পার্টনারশিপে 259 রান সংগ্রহ করার পর আর মাত্র 108 রান তুলতে গিয়েই 8টি উইকেট খোয়ায় অস্ট্রেলিয়া ৷ পাকিস্তানের হয়ে এদিন সর্বোচ্চ 5টি উইকেট শিকার করেন আফ্রিদি ৷ ব্যাটিং সহায়ক এই পিচেও 10 ওভারে তিনি খরচ করেন মাত্র 54 রান ৷ অন্য়দিকে 3টি উইকেট পান হ্যারিস রাউফ ৷