ETV Bharat / sports

ICC Womens WC 2022 : দুই বাঙালির ব্যাটে একশো পার, ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় মিতালিদের - ভারত-ইংল্যান্ড মহিলা বিশ্বকাপ ম্যাচ

মহিলা বিশ্বকাপের মঞ্চে ভারতের পুরনো শত্রু ইংল্যান্ড ৷ 2017 সালে মিতালিদের হাত থেকে কাপ ছিনিয়ে নিয়েছিল রানির দেশের মেয়েরা ৷ ফলে আজকের ম্যাচ ছিল বদলার লড়াই ৷

ICC Womens WC 2022
ICC Womens WC 2022
author img

By

Published : Mar 16, 2022, 9:47 AM IST

মাউন্ট মাউনগানুই, 16 মার্চ : বদলার মনোভাব নিয়ে মাঠে নেমেছিলেন ৷ কিন্তু হেদার নাইটের ইংল্যান্ডের বিরুদ্ধে কামড়ানো দূর, ফোঁসটাও করে উঠতে পারলেন না মিতালি রাজরা ৷ আজ মহিলা বিশ্বকাপের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারতের প্রমিলাবাহিনী ৷ বে ওভালের মাঠে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং ব্রিগেড ৷ দু-একজন ছাড়া দুই অঙ্কের ঘর পার করতে পারলেন না কেউ ৷ চূড়ান্ত ব্যর্থ মিতালি-হরমনপ্রীত-স্নেহরা ৷ নির্ধারিত ওভারের অনেক আগেই (36.2) ভারত গুটিয়ে যায় 134 রানে ৷

একসময় মনে হচ্ছিল 100-র গণ্ডি পার করাও মুশকিল ভারতের পক্ষে ৷ তবে শেষদিকে বাংলার দুই কন্যে ঝুলন গোস্বামী এবং রিচা ঘোষ জুটি বিপর্যয় রোধ করার চেষ্টা করেছিলেন ৷ রিচার ব্যাটে দলীয় 100-র অতিক্রম করে ওমেন ইন ব্লু-রা ৷ তবে বেশিক্ষণ প্রতিরোধ ধরে রাখতে পারেননি তাঁরা ৷ পাঁচটি বাউন্ডারির সহায়তায় 56 বলে 33 রানের সংযত ইনিংস খেলেন শিলিগুড়ির মেয়ে রিচা ৷ 26 বলে 20 রান ঝুলনের ৷ একটি ছক্কাও হাঁকান চাকদা এক্সপ্রেস ৷

আরও পড়ুন : PCB Threats IPL : টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে আইপিএলকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি পিসিবি চেয়ারম্যান রামিজের

মহিলা বিশ্বকাপের মঞ্চে ভারতের পুরনো শত্রু ইংল্যান্ড ৷ 2017 সালে মিতালিদের হাত থেকে কাপ ছিনিয়ে নিয়েছিল রানির দেশের মেয়েরা ৷ ফলে আজকের ম্যাচ ছিল বদলার লড়াই ৷ এমনিতেই টুর্নামেন্টে ছন্দে নেই হেদার নাইটসরা ৷ টুর্নামেন্টের প্রথম তিনটে ম্যাচ হেরে এসে আজ ভারতের মুখোমুখি হয় তারা ৷ মরণ-বাঁচন ম্যাচে ভারতকে প্রথম থেকেই চেপে ধরে ইংল্যান্ড স্পিনাররা ৷ টস ভাগ্যও সঙ্গ দেয়নি ভারতের ৷ দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং যাশিকা ভাটিয়া শুরুটা ভালই করেছিলেন ৷ তবে দলীয় 18 রানে যাশিকা ফিরতেই আসা যাওয়ার পালা শুরু হয়ে যায় ৷ 58 বলে 35 রান করেন স্মৃতি ৷ ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন অফস্পিনার শার্লট ডিন ৷

মাউন্ট মাউনগানুই, 16 মার্চ : বদলার মনোভাব নিয়ে মাঠে নেমেছিলেন ৷ কিন্তু হেদার নাইটের ইংল্যান্ডের বিরুদ্ধে কামড়ানো দূর, ফোঁসটাও করে উঠতে পারলেন না মিতালি রাজরা ৷ আজ মহিলা বিশ্বকাপের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারতের প্রমিলাবাহিনী ৷ বে ওভালের মাঠে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং ব্রিগেড ৷ দু-একজন ছাড়া দুই অঙ্কের ঘর পার করতে পারলেন না কেউ ৷ চূড়ান্ত ব্যর্থ মিতালি-হরমনপ্রীত-স্নেহরা ৷ নির্ধারিত ওভারের অনেক আগেই (36.2) ভারত গুটিয়ে যায় 134 রানে ৷

একসময় মনে হচ্ছিল 100-র গণ্ডি পার করাও মুশকিল ভারতের পক্ষে ৷ তবে শেষদিকে বাংলার দুই কন্যে ঝুলন গোস্বামী এবং রিচা ঘোষ জুটি বিপর্যয় রোধ করার চেষ্টা করেছিলেন ৷ রিচার ব্যাটে দলীয় 100-র অতিক্রম করে ওমেন ইন ব্লু-রা ৷ তবে বেশিক্ষণ প্রতিরোধ ধরে রাখতে পারেননি তাঁরা ৷ পাঁচটি বাউন্ডারির সহায়তায় 56 বলে 33 রানের সংযত ইনিংস খেলেন শিলিগুড়ির মেয়ে রিচা ৷ 26 বলে 20 রান ঝুলনের ৷ একটি ছক্কাও হাঁকান চাকদা এক্সপ্রেস ৷

আরও পড়ুন : PCB Threats IPL : টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে আইপিএলকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি পিসিবি চেয়ারম্যান রামিজের

মহিলা বিশ্বকাপের মঞ্চে ভারতের পুরনো শত্রু ইংল্যান্ড ৷ 2017 সালে মিতালিদের হাত থেকে কাপ ছিনিয়ে নিয়েছিল রানির দেশের মেয়েরা ৷ ফলে আজকের ম্যাচ ছিল বদলার লড়াই ৷ এমনিতেই টুর্নামেন্টে ছন্দে নেই হেদার নাইটসরা ৷ টুর্নামেন্টের প্রথম তিনটে ম্যাচ হেরে এসে আজ ভারতের মুখোমুখি হয় তারা ৷ মরণ-বাঁচন ম্যাচে ভারতকে প্রথম থেকেই চেপে ধরে ইংল্যান্ড স্পিনাররা ৷ টস ভাগ্যও সঙ্গ দেয়নি ভারতের ৷ দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং যাশিকা ভাটিয়া শুরুটা ভালই করেছিলেন ৷ তবে দলীয় 18 রানে যাশিকা ফিরতেই আসা যাওয়ার পালা শুরু হয়ে যায় ৷ 58 বলে 35 রান করেন স্মৃতি ৷ ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন অফস্পিনার শার্লট ডিন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.