ETV Bharat / sports

ICC World Cup 2023 Trophy: রামোজি ফিল্ম সিটিতে এল আইসিসি বিশ্বকাপের ট্রফি - রামোজি ফিল্ম সিটি

ICC World Cup 2023 Trophy in Ramoji Film City: গ্রুপ কর্মীদের প্রদর্শনের জন্য আজ রামোজি ফিল্ম সিটিতে আসছে 2023 সালের আইসিসি বিশ্বকাপের ট্রফি ৷

ICC World Cup 2023 Trophy
আইসিসি বিশ্বকাপ 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 1:35 PM IST

Updated : Sep 20, 2023, 6:52 PM IST

হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর: আজ রামোজি ফিল্ম সিটিতে আসছে 2023 সালের আইসিসি বিশ্বকাপের ট্রফি ৷ গ্রুপ কর্মীরা যাতে এই ট্রফি চাক্ষুস করতে পারেন, সে জন্য আরএফসি-তে এটির প্রদর্শন করতে আনছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ৷ ট্রফিটি সন্ধ্যার পর আইকনিক রামোজি ফিল্ম সিটি প্রাঙ্গণের ক্যারম গার্ডেনে প্রদর্শিত হবে ।

আইসিসি ট্রফি কারা ছুঁতে পারবেন ? আইসিসি ট্রফি হ্যান্ডলিং প্রোটোকল অনুযায়ী, শুধুমাত্র কিছু নির্বাচিত ব্যক্তিকে ছবি তোলার জন্য ট্রফিটি স্পর্শ করা বা হাতে নেওয়ার অনুমতি দেওয়া হয় । সেই অনুযায়ী যে সব খেলোয়াড় আইসিসি বিশ্বকাপ জিতেছেন, বর্তমান আন্তর্জাতিক খেলোয়াড় এবং যে খেলোয়াড়রা আইসিসি বিশ্বকাপ বা সংশ্লিষ্ট যোগ্যতা অর্জনের ইভেন্টে অংশগ্রহণ করছেন তাঁরাই ছুঁতে পারবেন ট্রফি ।

আসল ট্রফি কে পায় ? এই প্রশ্নের উত্তর হল, কেউই নয় । আইসিসি বিশ্বকাপ ট্রফি হল একটি বিশ্বব্যাপী ক্রিকেটের সম্পদ এবং এটি আইসিসির সম্পত্তি হিসাবেই রয়ে গিয়েছে ৷ কারণ আসল ট্রফিতে বিজয়ীর নাম খোদাই করার সময় প্রতিটি বিশ্বকাপে বিজয়ীদের কাছে ট্রফির একটি রেপ্লিকা দেওয়া হয় ।

এটি দেখতে কেমন ? এই ট্রফি লন্ডনে গারার্ড, ক্রাউন জুয়েলার্সের ডিজাইনে তৈরি করা হয়েছিল, যা ক্রিকেটের তিনটি অপরিহার্য স্তম্ভ ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং-কে তুলে ধরেছে ৷ সিলভার-গিল্ট দিয়ে তৈরি 60 সেন্টিমিটার উচ্চতার ট্রফিতে তিনটি রুপালি স্তম্ভের উপরে একটি সোনার গ্লোব রয়েছে । গ্লোবটি একটি স্টাইলাইজড ক্রিকেট বলের আকারে তৈরি ৷ আর স্তম্ভগুলি স্টাম্প এবং বেলের স্টাইলে করা হয়েছে ৷

আরও পড়ুন: প্রীতমের সুরে কোমর দোলালেন রণবীর, মুক্তি পেল বিশ্বকাপের অ্যান্থম ‘দিল জশন বোলে’

এর দাম কত ? এর মূল্য জিবি£40,000 এরও বেশি ৷ অর্থাৎ ভারতীয় মূল্যে 30,85,320 টাকা ৷ আইসিসি জানিয়েছে, প্রায় 11 কিলো ওজনের ট্রফিটি প্লেটোনিক ডাইমেনশনে ডিজাইন করা হয়েছে যাতে এটি যে কোণ থেকেই দেখা হোক না কেন, তার স্বতন্ত্রতা নিশ্চিত করা যায় ।

এটি কখন তৈরি করা হয়েছিল ? আইসিসি বর্তমানে যে ট্রফিটি গ্রহণ করেছে তা প্রথম আইসিসি বিশ্বকাপ 1999-এর জন্য ডিজাইন করা হয়েছিল ৷ তার পর থেকে ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়নদের জয়ের চিরস্থায়ী পুরস্কার হিসাবে একটি প্লেটে দেশের নাম খোদাই করা ট্রফির রেপ্লিকা দেওয়া হয় ৷

কীভাবে আইসিসি ট্রফি উন্মোচন করে ? ট্রফি উন্মোচনকে একটি দর্শনীয় বিষয় হিসেবে তুলে ধরার জন্য আইসিসি এই ট্রফি স্ট্রাটোস্ফিয়ারে লঞ্চ করে । পৃথিবী থেকে 1,20,000 ফুট উপরে, — 65 ডিগ্রি সেলসিয়াসে স্থাপন করা হয় ট্রফিটি, তা পৃথিবীর বায়ুমণ্ডলের 99.5 শতাংশের উপরে ভাসমান ছিল এবং সেটি আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে দুরন্ত অবতরণ করে ৷

এখনও পর্যন্ত ট্রফির সফর: ট্রফির দুর্দান্ত লঞ্চের পর আইসিসি বিশ্বকাপ ট্রফিটি কুয়েত, বাহরিন, মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, উগান্ডা, ফ্রান্স, ইতালি-সহ 18টি দেশে সফর করেছে । এরপর সেটি ফের আয়োজক দেশ ভারতে ফিরে এসেছে বলে জানিয়েছে আইসিসি ৷

27 জুন এই ট্রফি ভারত থেকে বিদেশে যাত্রা শুরু করেছিল ৷ 4 সেপ্টেম্বর এটি আবার দেশে ফিরে আসে ।

হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর: আজ রামোজি ফিল্ম সিটিতে আসছে 2023 সালের আইসিসি বিশ্বকাপের ট্রফি ৷ গ্রুপ কর্মীরা যাতে এই ট্রফি চাক্ষুস করতে পারেন, সে জন্য আরএফসি-তে এটির প্রদর্শন করতে আনছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ৷ ট্রফিটি সন্ধ্যার পর আইকনিক রামোজি ফিল্ম সিটি প্রাঙ্গণের ক্যারম গার্ডেনে প্রদর্শিত হবে ।

আইসিসি ট্রফি কারা ছুঁতে পারবেন ? আইসিসি ট্রফি হ্যান্ডলিং প্রোটোকল অনুযায়ী, শুধুমাত্র কিছু নির্বাচিত ব্যক্তিকে ছবি তোলার জন্য ট্রফিটি স্পর্শ করা বা হাতে নেওয়ার অনুমতি দেওয়া হয় । সেই অনুযায়ী যে সব খেলোয়াড় আইসিসি বিশ্বকাপ জিতেছেন, বর্তমান আন্তর্জাতিক খেলোয়াড় এবং যে খেলোয়াড়রা আইসিসি বিশ্বকাপ বা সংশ্লিষ্ট যোগ্যতা অর্জনের ইভেন্টে অংশগ্রহণ করছেন তাঁরাই ছুঁতে পারবেন ট্রফি ।

আসল ট্রফি কে পায় ? এই প্রশ্নের উত্তর হল, কেউই নয় । আইসিসি বিশ্বকাপ ট্রফি হল একটি বিশ্বব্যাপী ক্রিকেটের সম্পদ এবং এটি আইসিসির সম্পত্তি হিসাবেই রয়ে গিয়েছে ৷ কারণ আসল ট্রফিতে বিজয়ীর নাম খোদাই করার সময় প্রতিটি বিশ্বকাপে বিজয়ীদের কাছে ট্রফির একটি রেপ্লিকা দেওয়া হয় ।

এটি দেখতে কেমন ? এই ট্রফি লন্ডনে গারার্ড, ক্রাউন জুয়েলার্সের ডিজাইনে তৈরি করা হয়েছিল, যা ক্রিকেটের তিনটি অপরিহার্য স্তম্ভ ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং-কে তুলে ধরেছে ৷ সিলভার-গিল্ট দিয়ে তৈরি 60 সেন্টিমিটার উচ্চতার ট্রফিতে তিনটি রুপালি স্তম্ভের উপরে একটি সোনার গ্লোব রয়েছে । গ্লোবটি একটি স্টাইলাইজড ক্রিকেট বলের আকারে তৈরি ৷ আর স্তম্ভগুলি স্টাম্প এবং বেলের স্টাইলে করা হয়েছে ৷

আরও পড়ুন: প্রীতমের সুরে কোমর দোলালেন রণবীর, মুক্তি পেল বিশ্বকাপের অ্যান্থম ‘দিল জশন বোলে’

এর দাম কত ? এর মূল্য জিবি£40,000 এরও বেশি ৷ অর্থাৎ ভারতীয় মূল্যে 30,85,320 টাকা ৷ আইসিসি জানিয়েছে, প্রায় 11 কিলো ওজনের ট্রফিটি প্লেটোনিক ডাইমেনশনে ডিজাইন করা হয়েছে যাতে এটি যে কোণ থেকেই দেখা হোক না কেন, তার স্বতন্ত্রতা নিশ্চিত করা যায় ।

এটি কখন তৈরি করা হয়েছিল ? আইসিসি বর্তমানে যে ট্রফিটি গ্রহণ করেছে তা প্রথম আইসিসি বিশ্বকাপ 1999-এর জন্য ডিজাইন করা হয়েছিল ৷ তার পর থেকে ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়নদের জয়ের চিরস্থায়ী পুরস্কার হিসাবে একটি প্লেটে দেশের নাম খোদাই করা ট্রফির রেপ্লিকা দেওয়া হয় ৷

কীভাবে আইসিসি ট্রফি উন্মোচন করে ? ট্রফি উন্মোচনকে একটি দর্শনীয় বিষয় হিসেবে তুলে ধরার জন্য আইসিসি এই ট্রফি স্ট্রাটোস্ফিয়ারে লঞ্চ করে । পৃথিবী থেকে 1,20,000 ফুট উপরে, — 65 ডিগ্রি সেলসিয়াসে স্থাপন করা হয় ট্রফিটি, তা পৃথিবীর বায়ুমণ্ডলের 99.5 শতাংশের উপরে ভাসমান ছিল এবং সেটি আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে দুরন্ত অবতরণ করে ৷

এখনও পর্যন্ত ট্রফির সফর: ট্রফির দুর্দান্ত লঞ্চের পর আইসিসি বিশ্বকাপ ট্রফিটি কুয়েত, বাহরিন, মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, উগান্ডা, ফ্রান্স, ইতালি-সহ 18টি দেশে সফর করেছে । এরপর সেটি ফের আয়োজক দেশ ভারতে ফিরে এসেছে বলে জানিয়েছে আইসিসি ৷

27 জুন এই ট্রফি ভারত থেকে বিদেশে যাত্রা শুরু করেছিল ৷ 4 সেপ্টেম্বর এটি আবার দেশে ফিরে আসে ।

Last Updated : Sep 20, 2023, 6:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.