দুবাই, 2 জুন : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আয়োজিত ইভেন্টগুলিতে পরিবর্তন হতে চলেছে ৷ টি-20 ও ওয়ানডে বিশ্বকাপে বাড়ছে দল সংখ্যা ৷ ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ এছাড়া শুরু হচ্ছে মেয়েদের চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ তবে 2021 ও 2022 টি-20 বিশ্বকাপে কোনও পরিবর্তন হচ্ছে না ৷ মঙ্গলবার আইসিসির বৈঠকে স্থির হয় 2023 থেকে 2031 পর্যন্ত ইভেন্ট ক্যালেন্ডারে পুরুষ ও মহিলা উভয় দলের টি-20 বিশ্বকাপ প্রতি দুবছর অন্তর হবে ৷ দেখে নেওয়া যাক পরিবর্তনগুলি
- 2027 ও 2031 সালের পুরুষদের বিশ্বকাপ 14টি দলের মধ্যে খেলা হবে ৷ মোট 54টি ম্যাচ খেলা হবে
- ফিরছে 2003 বিশ্বকাপের সুপার সিক্স ফরম্যাট
- 14টি দলকে দুটি ভাগে ভাগ করা হবে
- একটি করে গ্রুপে থাকবে 7টি করে দল
- নিজেদের মধ্যে ম্যাচ খেলে সেরা তিনটি দল সুপার সিক্সে উঠবে
- এরপর সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে
টি-20 বিশ্বকাপ হবে দুবছর অন্তর ৷ 2024, 2026, 2028 এবং 2030 সালের বিশ্বকাপে 55টি ম্যাচ খেলা হবে ৷ 20 দলের টি-20 বিশ্বকাপ হবে ৷ পাঁচটি করে দল নিয়ে চারটি গ্রুপে ভাগ করে দেওয়া হবে ৷ প্রতিটি টিমের সেরা দুটি দল সুপার এইট স্টেজে পৌঁছাবে ৷ থাকবে নকআউট পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল ৷ মেয়েদের বিশ্বকাপও একই সালে আয়োজিত হবে ৷ 2024 সালে 10টি দল থাকলেও পরের বিশ্বকাপগুলিতে 13টি করে দল থাকবে ৷
2017 সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়েছিল ৷ ফের হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ তবে ফরম্যাট একই থাকছে ৷ আটটি দলকে চারজন করে দুটি দলে ভাগ করে দেওয়া হবে ৷ এরপর সেমিফাইনাল ও তারপর ফাইনাল ৷
চলতি বছরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে ভারত ও নিউজিল্যান্ড ৷ নয় দলের এই চ্যাম্পিয়নশিপ চলতে থাকবে ৷ দুবছর ধরে প্রতিটি দল একে অপরের সঙ্গে ছয়টি টেস্ট সিরিজ খেলবে ৷ 2025, 2027, 2029 এবং 2031 সালে ফাইনাল খেলা হবে ৷ 18 জুন ফাইনাল শেষ হওয়ার পর 2025 সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য ঝাঁপাবে দলগুলি ৷