দুবাই, 25 সেপ্টেম্বর: ক্রিকেট বিশ্বকাপের পুরস্কারের বিস্তারিত বিবরণ প্রকাশ করল আইসিসি ৷ চ্যাম্পিয়ন, রানার-আপ, সেমিফাইনালে পরাজিত দল, গ্রুপ স্তরে বা রাউন্ড রবিন লিগ থেকে বিদায় নেওয়া দল এবং রাউন্ড রবিন লিগের ম্যাচে জয়ী দল পুরস্কার বাবদ কত টাকা পাবে তা এদিন ঘোষণা করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা ৷ এবারের আইসিসি বিশ্বকাপ জয়ী দল পুরস্কার অর্থ হিসেবে 40 লক্ষ মার্কিন ডলার পাবে ৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় 33 কোটি 24 লক্ষ 24 হাজার 800 টাকা ৷
-
Who will take home the top #CWC23 prize? 💰
— ICC (@ICC) September 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
More: https://t.co/Ubo4iRkbsI pic.twitter.com/RGFQGyUcdq
">Who will take home the top #CWC23 prize? 💰
— ICC (@ICC) September 25, 2023
More: https://t.co/Ubo4iRkbsI pic.twitter.com/RGFQGyUcdqWho will take home the top #CWC23 prize? 💰
— ICC (@ICC) September 25, 2023
More: https://t.co/Ubo4iRkbsI pic.twitter.com/RGFQGyUcdq
- এ দিন আইসিসি-র প্রকাশিত আর্থিক পুরস্কারের রাশি অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে 40 লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায়- 33 কোটি 24 লক্ষ 24 হাজার 800 টাকা)
- রানার-আপ দল পাবে 20 লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায়- 16 কোটি 62 লক্ষ 27 হাজার 800 টাকা)
- সেমিফাইনালে পরাজিত দুই দলের আর্থিক পুরস্কার 8 লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায়- 6 কোটি 64 লক্ষ 90 হাজার 280 টাকা)
- রাউন্ড রবিন লিগ থেকে বিদায় নেওয়া ছয় দল পাবে 1 লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায়- 83 লক্ষ10 হাজার 855 টাকা)
- আর রাউন্ড রবিন লিগে প্রতি ম্যাচে জয়ী দল পাবে 40 হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায়- 33 লক্ষ 24 হাজার 236 টাকা) ৷
আরও পড়ুন: ইন্দোরে সেঞ্চুরি হাঁকিয়ে সচিন-বিরাট-সৌরভদের এলিট ক্লাবে শুভমন
আগামী 5 অক্টোবর থেকে ভারতে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট 10টি দল অংশ নিচ্ছে ৷ সেখানে আইসিসি ব়্যাংকিংয়ে প্রথম আটে থাকা দলগুলি সরাসরি কোয়ালিফাই করে গিয়েছিল ৷ কোয়ালিফায়ারে জিতে খেলার সুযোগ পেয়েছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস ৷ অন্যতম ফেভারিট হিসেবে নামছে ভারত ৷ সেই সঙ্গে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং রানার-আপ নিউজিল্যান্ডও আইসিসি বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার ৷ ভারতের প্রথম ম্যাচ 8 অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ অন্যদিকে, এবরাই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পায়নি ওয়েস্ট ইন্ডিজ।