ETV Bharat / sports

Virat Kohli 100th Test Match : ‘কখনও ভাবিনি 100 টেস্ট খেলব’, আবেগে ভাসলেন কোহলি - Virat Kohli is about to play his 100th Test Match

সুনীল গাভাস্কর, দিলীপ বেঙ্গসরকর, কপিল দেব, সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিং এবং ইশান্ত শর্মার পর 100 টেস্টের ক্লাবে ঢুকতে চলেছেন 'কিং কোহলি' (Virat Kohli is about to play his 100th Test Match) ৷

Virat Kohli
100 টেস্টের ক্লাবে ঢুকতে চলেছেন কিং কোহলি
author img

By

Published : Mar 3, 2022, 5:33 PM IST

মোহালি, 3 মার্চ : সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়দের গ্রহে ঢুকতে বাকি আর কয়েক ঘণ্টা ৷ 12তম ভারতীয় খেলোয়াড় হিসেবে 100টি টেস্ট খেলার মাইলফলক ছুঁতে চলেছেন বিরাট কোহলি ৷ তার আগে আবেগে ভাসলেন দেশের তারকা ব্য়াটার ৷

বিসিসিআই-এর পোস্ট করা একটি ইন্টারভিউতে কোহলি বলেন, ‘‘সত্যি বলতে আমি কখনই ভাবিনি যে আমি 100টি টেস্ট ম্যাচ খেলব । এটা একটা দীর্ঘ যাত্রা । বহুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি । আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যে, আমি সংখ্যাটা 100 করতে পারছি (Kohli says Never thought I will play 100 Tests) ।"

কোহলি আরও বলেন, "ঈশ্বরকে ধন্যবাদ । কয়েকবছর ধরে আমি ফিটনেসের জন্য সত্যিই কঠোর পরিশ্রম করেছি । এটা আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার কোচের জন্য একটা অত্যন্ত বড় মুহূর্ত ৷ ওরা প্রত্যেকে এই টেস্ট ম্যাচ নিয়ে খুব খুশি ও গর্বিত ৷’’

সুনীল গাভাস্কর, দিলীপ বেঙ্গসরকর, কপিল দেব, সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিং এবং ইশান্ত শর্মার পর 100 টেস্টের ক্লাবে ঢুকতে চলেছেন 'কিং কোহলি' ৷

আরও পড়ুন : Virat Kohli 100th Test Match : কোহলির শততম টেস্টে স্টেডিয়ামে দর্শক প্রবেশে অনুমতি দিল বোর্ড

2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে দুই ইনিংসে তাঁর সংগ্রহ ছিল 4 এবং 15 রান ৷ তারপর এক দশক ধরে চলেছে রানমেশিনের দীর্ঘ যাত্রা ৷ এখনও পর্যন্ত 99টি টেস্টে কোহলির সংগ্রহ 7,962 রান ৷ অন্যদিকে, কোহলির মাইলফলকের ম্যাচ ঘিরে সেজে উঠছে মোহালিও ৷ পিসিএ-কে অবিলম্বে স্টেডিয়ামে 50 শতাংশ দর্শকের উপস্থিতির বন্দোবস্ত করতে বলেছে বোর্ডও ৷

মোহালি, 3 মার্চ : সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়দের গ্রহে ঢুকতে বাকি আর কয়েক ঘণ্টা ৷ 12তম ভারতীয় খেলোয়াড় হিসেবে 100টি টেস্ট খেলার মাইলফলক ছুঁতে চলেছেন বিরাট কোহলি ৷ তার আগে আবেগে ভাসলেন দেশের তারকা ব্য়াটার ৷

বিসিসিআই-এর পোস্ট করা একটি ইন্টারভিউতে কোহলি বলেন, ‘‘সত্যি বলতে আমি কখনই ভাবিনি যে আমি 100টি টেস্ট ম্যাচ খেলব । এটা একটা দীর্ঘ যাত্রা । বহুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি । আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যে, আমি সংখ্যাটা 100 করতে পারছি (Kohli says Never thought I will play 100 Tests) ।"

কোহলি আরও বলেন, "ঈশ্বরকে ধন্যবাদ । কয়েকবছর ধরে আমি ফিটনেসের জন্য সত্যিই কঠোর পরিশ্রম করেছি । এটা আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার কোচের জন্য একটা অত্যন্ত বড় মুহূর্ত ৷ ওরা প্রত্যেকে এই টেস্ট ম্যাচ নিয়ে খুব খুশি ও গর্বিত ৷’’

সুনীল গাভাস্কর, দিলীপ বেঙ্গসরকর, কপিল দেব, সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিং এবং ইশান্ত শর্মার পর 100 টেস্টের ক্লাবে ঢুকতে চলেছেন 'কিং কোহলি' ৷

আরও পড়ুন : Virat Kohli 100th Test Match : কোহলির শততম টেস্টে স্টেডিয়ামে দর্শক প্রবেশে অনুমতি দিল বোর্ড

2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে দুই ইনিংসে তাঁর সংগ্রহ ছিল 4 এবং 15 রান ৷ তারপর এক দশক ধরে চলেছে রানমেশিনের দীর্ঘ যাত্রা ৷ এখনও পর্যন্ত 99টি টেস্টে কোহলির সংগ্রহ 7,962 রান ৷ অন্যদিকে, কোহলির মাইলফলকের ম্যাচ ঘিরে সেজে উঠছে মোহালিও ৷ পিসিএ-কে অবিলম্বে স্টেডিয়ামে 50 শতাংশ দর্শকের উপস্থিতির বন্দোবস্ত করতে বলেছে বোর্ডও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.