হায়দরাবাদ, 19 জানুয়ারি: সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দ্বিশতরান করে ইতিহাস গড়েছেন শুভমান গিল ৷ মাত্র 149 বলে 19টি চার এবং 9টি ছক্কা দিয়ে সাজানো 208 রানের দুর্দান্ত একটি ইনিংস বুধবার উপহার দেন তিনি ৷ তাঁর এই রেকর্ড নিয়ে বলতে গিয়ে শুভমান বলেন, "আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম (মাঠে) নামার জন্য এবং আমি যা করতে চাই সেটা করার জন্য ৷" পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গিল বলেন, "যখন একদিকে উইকেট পড়ছে আমি চেয়েছিলাম খুলে খেলতে আর আমি খুশি যে শেষ পর্যন্ত আমি এটা করছি (Shubman Reaction on His Double Century)৷"
শুভমান এদিন 150 থেকে 200 রানের মাইলস্টোন ছুঁতে খেলেছেন মাত্র 23টি বল ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "কখনও কখনও বোলাররা (আপনার ওপর) চড়াও হতে শুরু করে, তখন খুব দরকার তাঁদের চাপে রাখা ৷ আমি ভেবেই নিয়েছিলাম আমাকে ডট বল কম খেলতে হবে আর গ্যাপ খুঁজে নিয়ে জোরদার শট খেলতে হবে (Gill says he wanted to make bowlers feel pressure)৷"
শুভমান জানান,"আমি আদতেই 200 করার কথা ভাবছিলাম না ৷ কিন্তু যখন আমি 47তম ওভারে ছয়টা মারি আমার মনে হয়েছিল আমি পারব ৷ তার আগে পর্যন্ত আমার কাছে যেমন বল আসছিল আমি শুধু তেমনই খেলছিলাম ৷" মাত্র 23 বছর 132 দিন, এখনও পর্যন্ত এর চেয়ে কম বয়সে পুরুষদের ওয়ান ডে ক্রিকেটে কেউ দ্বিশতরান করেননি ৷ কয়েকদিন আগে 24 বছর বয়সি ঈশান কিশান (24 বছর 145 দিন) বাংলাদেশের বিরুদ্ধে 210 রানের ইনিংস খেলেছিলেন ৷ এদিন বয়সের ক্ষেত্রে তাঁকেও ছাপিয়ে গেলেন তিনি ৷
-
𝗧𝗵𝗲 𝗜𝗹𝗹𝘂𝘀𝘁𝗿𝗶𝗼𝘂𝘀 𝟮𝟬𝟬 𝗖𝗹𝘂𝗯!
— BCCI (@BCCI) January 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Welcome @ShubmanGill 😃👏#TeamIndia | #INDvNZ | @mastercardindia pic.twitter.com/EFZ6FXffu6
">𝗧𝗵𝗲 𝗜𝗹𝗹𝘂𝘀𝘁𝗿𝗶𝗼𝘂𝘀 𝟮𝟬𝟬 𝗖𝗹𝘂𝗯!
— BCCI (@BCCI) January 18, 2023
Welcome @ShubmanGill 😃👏#TeamIndia | #INDvNZ | @mastercardindia pic.twitter.com/EFZ6FXffu6𝗧𝗵𝗲 𝗜𝗹𝗹𝘂𝘀𝘁𝗿𝗶𝗼𝘂𝘀 𝟮𝟬𝟬 𝗖𝗹𝘂𝗯!
— BCCI (@BCCI) January 18, 2023
Welcome @ShubmanGill 😃👏#TeamIndia | #INDvNZ | @mastercardindia pic.twitter.com/EFZ6FXffu6
ঈশানকে নিয়ে বলতে গিয়ে এদিন তিনি বলেন, "ও আমার সেরা বন্ধুদের একজন...আপনি যখন কিছু একটা করে দেখাতে চান এবং সেটা ধারাবাহিকভাবে করতে পারেন তখন একটা ভালো লাগে তৈরি হয় ৷" প্রসঙ্গত, এরই মাঝে আরও একটি রেকর্ড ছুঁয়েছেন এই ডানহাতি ব্যাটার ৷ ইমাম-উল হকের মতো তিনিও মাত্র 19টি ইনিংসেই 1000 রান ছুঁয়ে ফেলেছেন ৷ এই তালিকায় তাঁরা দু'জনেই অবশ্য রয়েছেন দ্বিতীয় স্থানে আর প্রথম স্থানে রয়েছেন পাক ব্যাটার ফখর জামান ৷ 1000 রান করতে তাঁর লেগেছিল মাত্র 18টি ইনিংস ৷
আরও পড়ুন: ব্রেসওয়েলের লড়াই ব্যর্থ করে সিরিজে 'শুভ' সূচনা ভারতের
এদিন অধিনায়ক রোহিতের মুখ থেকেও শোনা গিয়েছে শুভমানের প্রশংসা ৷ তিনি বলেন, "গিলকে ব্যাটিং করতে দেখাটাও একটা দারুণ অভিজ্ঞতা ৷ ক্লিন স্ট্রাইকিং । কোনও এরিয়াল শট নেই ৷ ও যে ধরনের ফর্মে রয়েছে তা দেখার পর আমরা ওকে শ্রীলঙ্কা সিরিজ থেকেই সুযোগ দিতে চেয়েছিলাম ৷" প্রসঙ্গত, বুধবার প্রথমে ব্যাট করে গিলের দুরন্ত ইনিংসের সৌজন্যে উইকেট হারিয়ে 349 রান তোলে ভারতীয় দল ৷ এই রান তাড়া করতে নেমে প্রথমে 150 রানে পৌঁছানোর আগেই 6 উইকেট হারিয়েছিল কিউয়িরা ৷ যদিও 78 বলে 140 রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন ব্রেসওয়েল ৷ তবে শেষ রক্ষা হয়নি ৷ শেষ পর্যন্ত 337 রানেই শেষ হয়ে যায় ব্ল্যাক ক্যাটদের ইনিংস(India beat New Zealand in Hyderabad ODI) ৷