আমেদাবাদ, 20 নভেম্বর: 241 রান তাড়া করতে নেমে একটা সময় 47 রানে 3 উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া ৷ কিন্তু, মার্নস লাবুশেন কখনই আশা ছাড়েননি ৷ ম্যাচ শেষে সাক্ষাৎকারে এমনটাই জানালেন অজি মিডল-অর্ডার ব্যাটার ৷ তাঁর কথায়, চমৎকারে বিশ্বাস না রাখা ছাড়া তাঁর কোনও উপায় ছিল না ৷ কিন্তু, তিনি নিজের উপর বিশ্বাস রেখেছিলেন ৷ কারণ, সেই সময় দু’দিক থেকেই জসপ্রীত বুমরা এবং মহম্মদ শামি আগুন ঝড়াচ্ছিলেন বলহাতে ৷ সেই কঠিন পরিস্থিতি সামলে 110 বলে 58 রানের অপরাজিত ইনিংস খেলেন মার্নস ৷
সাক্ষাৎকারে মার্নস লাবুশেন বলেন, ‘‘চমৎকারে বিশ্বাস রাখা ছাড়া আমার উপায় ছিল না ৷ সেখান যে কোনও একজনকে দাঁড়িয়ে থেকে সবটা গোছাতে হত ৷’’ এই বিশ্বকাপে 10 ইনিংসে 40.22 গড়ে 362 রান করেছেন মার্নস ৷ ফাইনাল-সহ টুর্নামেন্টে মোট তিনটি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর নামে ৷ গতকাল তাঁর এবং ট্রাভিস হেডের 192 রানের ইনিংস অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় নিশ্চিত করে ৷ হেড 120 বলে 137 রান করেন ৷ তিনি ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন ৷
মার্নস লাবুশেন উলটো দিক থেকে উইকেটে না দাঁড়ালে, নিজের স্বাভাবিক স্ট্রোক-প্লে চালিয়ে যেতে পারতেন না হেড ৷ তবে, ফাইনালের দলে তিনি খেলবেন কিনা, তা নিয়ে সংশয় ছিল ৷ লাবুশেন জানান, ‘‘গত রাতে 10টার সময়ও দল ঘোষণা হয়নি ৷ জানতাম না, আমি খেলছি কিনা ৷ আমি হোটেলের খাটে বসেছিলাম ৷ আর ভাবছিলাম, যদি দলে সুযোগ না পাই, তাহলে কীভাবে দলে নিজের অবদান রাখব ? হয়তো ফিল্ডিং করে ৷’’
রাত 10টা 15 মিনিটে টিম ম্যানেজমেন্ট থেকে একটি মেসেজ পাঠানো হয় প্লেয়ারদের ৷ সেখানেই বলা হয়, সেমিফাইনালের দল অপরিবর্তিত রেখেই ফাইনালে টিম নামানো হবে ৷ সেই মেসেজটি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি ৷ বাকিটা ইতিহাস ৷ ভারতকে 6 উইকেটে হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া ৷ চারজন বোলার খেলিয়ে এবং অসাধারণ গ্রাউন্ড ফিল্ডিংয়ে ভারতকে 240 রানে আটকে দেয় অজিরা ৷ বাকিটা সামলে নেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা ৷
আরও পড়ুন: