মুম্বই, 1 মে : "আই নেভার ক্লেমড টু বি ভেগান ৷" ডায়েট প্রসঙ্গে সমালোচকদের জবাব দিলেন বিরাট কোহলি ৷ সাধারণত টুইট করে সমালোচনকদের চুপ করাতে দেখা যায় না তাঁকে ৷ কিন্তু এবার আর চুপ থাকতে পারলেন না ৷ বলে দিলেন, তিনি যে ভেগান এমন দাবি কখনই করেননি ৷
ফিটনেসই তাঁর কাছে শেষ কথা ৷ 22 গজে বিরাট কোহলির সাফল্যের অন্যতম কারণ তাঁর অসাধারণ ফিটনেস ৷ তাই ক্যাপ্টেন কোহলির ডায়েট নিয়ে সবার আগ্রহ ৷ সম্প্রতি ইনস্টাগ্রামে অনুরাগীদের কাছে প্রশ্নোত্তরের পর্ব রেখেছিলেন বিরাট ৷ যা খুশি প্রশ্ন করার অধিকার দিয়েছিলেন ৷ তখনই ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে কোহলির পাতে কী থাকে তা জানতে চেয়েছিলেন এক অনুরাগী ৷ উত্তরে বিরাট লেখেন, "প্রচুর সবজি, কয়েকটি ডিম, 2 কাপ কফি, কিনোয়া, অনেকটা পালং শাক ৷ ধোসাও ভালবাসি ৷" বহুদিন হল বিরাট ও অনুষ্কা দুজনই নিরামিষ খান ৷ বহু সাক্ষাৎকারে এমনটা দাবি করেছেন তাঁরা ৷ বিরাট নাকি প্রাণীজাত খাবার যেমন, দুধ-ডিম ছুঁয়েও দেখেন না ৷ ফলে কোহলির ডায়েটে ডিমের উল্লেখ দেখেই চোখ কপালে উঠেছিল অনুরাগীদের ৷ একজন ভেগানের ডায়েটে কীভাবে ডিম এল তা বুঝতে পারছিলেন না তাঁরা ৷ স্বাভাবিকভাবেই বিতর্ক উঠতে থাকে ৷
-
I never claimed to be vegan. Always maintained I'm vegetarian. Take a deep breath and eat your Veggies (if you want 😉)💪😂✌️
— Virat Kohli (@imVkohli) June 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I never claimed to be vegan. Always maintained I'm vegetarian. Take a deep breath and eat your Veggies (if you want 😉)💪😂✌️
— Virat Kohli (@imVkohli) June 1, 2021I never claimed to be vegan. Always maintained I'm vegetarian. Take a deep breath and eat your Veggies (if you want 😉)💪😂✌️
— Virat Kohli (@imVkohli) June 1, 2021
আরও পড়ুন : ইংল্যান্ড সফরে পরিবারের সঙ্গে থাকতে পারবেন ক্রিকেটাররা
সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৷ ক্যাপ্টেন কোহলির যাবতীয় ফোকাস এখন সেদিকেই ৷ সোশাল মিডিয়ায় কী বিতর্ক চলছে সেদিকে নজর দেওয়ার তাঁর সময় কোথায় ৷ কিন্তু শত ব্যস্ততার মাঝেও বিরাট এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন ৷ বুঝিয়ে দিলেন সোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে কী ফিসফাস চলছে তার সবটাই খেয়াল রাখেন ৷
আজ সমালোচকদের মজার ছলে জবাব দিয়ে টুইট করেছেন বিরাট ৷ 32 বছরের ভারত অধিনায়ক লিখেছেন, "আমি কখনই এমনটা দাবি করিনি যে আমি ভেগান ৷ সবসময় নিরামিষ খাওয়ার চেষ্টা করি ৷ একটা লম্বা শ্বাস নিন ৷ আর নিজের পাতের সবজিটা খাওয়ার চেষ্টা করুন ৷ যদি খেতে পারেন ৷" কিন্তু তাতেও সমালোচনা কমেনি ৷ অনেকে পাল্টা জিজ্ঞেস করেছেন, "তাহলে কী ডিম নিরামিষের মধ্যে পড়ে ?" কোহলি অবশ্য এর জবাব দেননি ৷