ETV Bharat / sports

ICC World Cup 2023: ইডেনে বিশ্বকাপের টিকিট হাতে পাবেন কীভাবে ? বিজ্ঞপ্তি জারি সিএবি’র - ICC World Cup Ticket

ICC Cricket World Cup Matches at Eden Gardens: বিশ্বকাপে অধিকাংশ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে ৷ কলকাতার ইডেন গার্ডেন্সের সেই অনলাইন টিকিটের হার্ডকপি কীভাবে হাতে পাবেন দর্শকরা ? সেই নিয়ে বিজ্ঞপ্তি জারি করল সিএবি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 6:30 PM IST

কলকাতা, 20 অক্টোবর: লক্ষ্মীপুজোর দিন কলকাতায় বিশ্বকাপের প্রথম ম্যাচ ৷ চলতি বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এবং সেমিফাইনাল-সহ মোট 5টি ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স ৷ এই সব ম্যাচের অনলাইনে কাটা টিকিটের হার্ডকপি কীভাবে পাবেন ? কোথা থেকে পাবেন দর্শকরা ? সেই নিয়ে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করল সিএবি ৷

28 অক্টোবর লক্ষ্মীপুজোর দিন ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের প্রথম ম্যাচ ৷ প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ৷ এই ম্যাচ নিয়ে ভারতীয় দর্শকদের মধ্যে আগ্রহ কম ৷ তবে, পদ্মাপার থেকে গঙ্গাপারে খেলা দেখতে আসা ক্রিকেট ভক্তদের সংখ্যাটা কম হবে না ৷ ভারত ছাড়া বিশ্বকাপের অন্য ম্যাচের টিকিটের চাহিদা অনেকটাই কম ৷ তবে কলকাতায় টিকিটের চাহিদা কিছুটা রয়েছে ৷ অনেক আগেই অনলাইনে টিকিট প্রায় শেষ হয়ে গিয়েছে ৷ কিন্তু, টিকিট কাটলেই তো হবে না ? টিকিটটা হাতে পাওয়া যাবে কীভাবে ?

পাশাপাশি সিএবি-র প্রচুর সদস্য রয়েছেন ৷ তাঁরা কীভাবে টিকিট পাবেন ? তা নিয়েই বিজ্ঞপ্তি দিল বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আগেই বলেছিলেন, অনলাইনে তিরিশ শতাংশ টিকিট ছাড়ার ব্যাপারে তাদের মত ছিল না ৷ কারণ, অনেক বাধ্যবাধকতা রয়েছে সিএবি-র ৷ তবে, সিএবি অনুমোদিত ক্লাব এবং প্রাক্তন আর্ন্তজাতিক ক্রিকেটারদের স্বার্থ রক্ষার বিষয়টি তারা মাথায় রাখবেন ৷ সেইমত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ৷

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের অনলাইনে কাটা টিকিটের হার্ড কপি কীভাবে ও কবে পাবেন দর্শকরা ? যারা টিকিট কেটেছেন, তাঁরা 2 নভেম্বর বেলা 11টা থেকে বিকেল 5 টার মধ্যে ইডেনের 5, 6, 7 ও 8 নম্বর গেটে লাইন দিতে হবে ৷ আর সদস্যরা 21 অক্টোবর অর্থাৎ শনিবার বেলা 11 টা থেকে রাত আটটার মধ্যে সিএবি-র ওয়েবসাইটে লগ-ইন করে টিকিট নিতে পারবেন ৷ সদস্যদের ক্ষেত্রে টিকিট শেষ হওয়া পর্যন্ত সুযোগ থাকবে ৷

আরও পড়ুন: সংকোচে ছিলেন বিরাট, তাঁর কথাতেই ব্যক্তিগত প্রাপ্তির পিছনে ছোটেন; জানালেন রাহুল

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ হবে 28 অক্টোবর ৷ সেই ম্যাচের টিকিট পেতে 25 অক্টোবর বেলা 11টা থেকে বিকেল 5টার মধ্যে ইডেনের 5, 6, 7 ও 8 নম্বর গেটে লাইন দিতে হবে সমর্থকদের ৷

আর সদস্যরা 21 অক্টোবর বেলা 11টা থেকে রাত আটটার মধ্যে সিএবি-র ওয়েবসাইটে লগ-ইন করে টিকিট নিতে পারবেন ৷ সেই দিনই মেম্বারদের দেওয়া হবে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের টিকিটও ৷ পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের টিকিটও ওই দিন দেওয়া হবে ৷ 23 অক্টোবর সেমিফাইনাল ম্যাচের জন্য আইসিসি-র ওয়েবসাইটে টিকিট বুক করা যাবে ৷ 16 নভেম্বরের সেমিফাইনালের টিকিটের হার্ডকপি পাওয়া যাবে 9 নভেম্বর ৷ এই মুহূর্তে ইডেন জুড়ে চলছে শেষবেলার প্রস্তুতি ৷ টিকিট পাওয়ার দিন ঘোষণার সঙ্গে বিশ্বকাপের আবহে বাড়তি হাওয়া যোগ হল ৷

কলকাতা, 20 অক্টোবর: লক্ষ্মীপুজোর দিন কলকাতায় বিশ্বকাপের প্রথম ম্যাচ ৷ চলতি বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এবং সেমিফাইনাল-সহ মোট 5টি ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স ৷ এই সব ম্যাচের অনলাইনে কাটা টিকিটের হার্ডকপি কীভাবে পাবেন ? কোথা থেকে পাবেন দর্শকরা ? সেই নিয়ে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করল সিএবি ৷

28 অক্টোবর লক্ষ্মীপুজোর দিন ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের প্রথম ম্যাচ ৷ প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ৷ এই ম্যাচ নিয়ে ভারতীয় দর্শকদের মধ্যে আগ্রহ কম ৷ তবে, পদ্মাপার থেকে গঙ্গাপারে খেলা দেখতে আসা ক্রিকেট ভক্তদের সংখ্যাটা কম হবে না ৷ ভারত ছাড়া বিশ্বকাপের অন্য ম্যাচের টিকিটের চাহিদা অনেকটাই কম ৷ তবে কলকাতায় টিকিটের চাহিদা কিছুটা রয়েছে ৷ অনেক আগেই অনলাইনে টিকিট প্রায় শেষ হয়ে গিয়েছে ৷ কিন্তু, টিকিট কাটলেই তো হবে না ? টিকিটটা হাতে পাওয়া যাবে কীভাবে ?

পাশাপাশি সিএবি-র প্রচুর সদস্য রয়েছেন ৷ তাঁরা কীভাবে টিকিট পাবেন ? তা নিয়েই বিজ্ঞপ্তি দিল বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আগেই বলেছিলেন, অনলাইনে তিরিশ শতাংশ টিকিট ছাড়ার ব্যাপারে তাদের মত ছিল না ৷ কারণ, অনেক বাধ্যবাধকতা রয়েছে সিএবি-র ৷ তবে, সিএবি অনুমোদিত ক্লাব এবং প্রাক্তন আর্ন্তজাতিক ক্রিকেটারদের স্বার্থ রক্ষার বিষয়টি তারা মাথায় রাখবেন ৷ সেইমত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ৷

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের অনলাইনে কাটা টিকিটের হার্ড কপি কীভাবে ও কবে পাবেন দর্শকরা ? যারা টিকিট কেটেছেন, তাঁরা 2 নভেম্বর বেলা 11টা থেকে বিকেল 5 টার মধ্যে ইডেনের 5, 6, 7 ও 8 নম্বর গেটে লাইন দিতে হবে ৷ আর সদস্যরা 21 অক্টোবর অর্থাৎ শনিবার বেলা 11 টা থেকে রাত আটটার মধ্যে সিএবি-র ওয়েবসাইটে লগ-ইন করে টিকিট নিতে পারবেন ৷ সদস্যদের ক্ষেত্রে টিকিট শেষ হওয়া পর্যন্ত সুযোগ থাকবে ৷

আরও পড়ুন: সংকোচে ছিলেন বিরাট, তাঁর কথাতেই ব্যক্তিগত প্রাপ্তির পিছনে ছোটেন; জানালেন রাহুল

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ হবে 28 অক্টোবর ৷ সেই ম্যাচের টিকিট পেতে 25 অক্টোবর বেলা 11টা থেকে বিকেল 5টার মধ্যে ইডেনের 5, 6, 7 ও 8 নম্বর গেটে লাইন দিতে হবে সমর্থকদের ৷

আর সদস্যরা 21 অক্টোবর বেলা 11টা থেকে রাত আটটার মধ্যে সিএবি-র ওয়েবসাইটে লগ-ইন করে টিকিট নিতে পারবেন ৷ সেই দিনই মেম্বারদের দেওয়া হবে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের টিকিটও ৷ পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের টিকিটও ওই দিন দেওয়া হবে ৷ 23 অক্টোবর সেমিফাইনাল ম্যাচের জন্য আইসিসি-র ওয়েবসাইটে টিকিট বুক করা যাবে ৷ 16 নভেম্বরের সেমিফাইনালের টিকিটের হার্ডকপি পাওয়া যাবে 9 নভেম্বর ৷ এই মুহূর্তে ইডেন জুড়ে চলছে শেষবেলার প্রস্তুতি ৷ টিকিট পাওয়ার দিন ঘোষণার সঙ্গে বিশ্বকাপের আবহে বাড়তি হাওয়া যোগ হল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.