ETV Bharat / sports

Jhulan Goswami Farewell Match: ঝুলনের শেষ ম্যাচে আবেগপ্রবণ সতীর্থরা, চোখে জল হরমনপ্রীতের - ঝুলন গোস্বামী

ঝুলন গোস্বামীর শেষ আন্তর্জাতিক ম্যাচে (Jhulan Goswami Farewell Match) কান্নায় ভাঙলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর ৷ ঝুলনকে জড়িয়ে ধরেই কাঁদতে দেখা গেল তাঁকে (Harmanpreet Kaur Gets Emotional) ৷ বিদায়ী ম্যাচে চাকদা এক্সপ্রেসকে টস করতে পাঠিয়ে সম্মানও জানালেন হরমনপ্রীত ৷

Harmanpreet Kaur Gets Emotional in Julan Goswami Farewell Match
Harmanpreet Kaur Gets Emotional in Julan Goswami Farewell Match
author img

By

Published : Sep 24, 2022, 7:02 PM IST

Updated : Sep 24, 2022, 7:43 PM IST

লন্ডন, 24 সেপ্টেম্বর: 12 ঘণ্টা আগে লন্ডনের O2 এরিনায় চোখের জলে টেনিসকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি রজার ফেডেরার ৷ আর তাঁর অবসরে আবেগপ্রবণ দেখিয়েছে বন্ধু রাফায়েল নাদালকে ৷ কয়েকঘণ্টার ব্যবধানে একই দৃশ্য লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ৷ দীর্ঘ 20 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami Farewell Match) ৷ সেখানেও সতীর্থের অবসরে আবেগে ভাসলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur Gets Emotional) ৷ তাই দুই ভিন্ন খেলার, দুই কিংবদন্তিকে তাঁদের অবসরের মুহূর্ত কোথাও যেন এক সুতোয় গেঁথে দিল ৷

এ দিন ম্যাচের আগে ঝুলনকে দলের তরফে সম্মানিত করা হয় ৷ সেখানেই হাডেল টকে আবেগপ্রবণ হরমনপ্রীতকে দেখা গেল ঝুলনে জড়িয়ে ধরে কাঁদতে ৷ আরও একটি সুন্দর মুহূর্ত এ দিন ঝুলনকে উপহার দেন অধিনায়ক হরমনপ্রীত কৌর ৷ টসের সময় ইংল্যান্ডের অধিনায়ক অ্যামি জোন্সের সঙ্গে পিচের পাশে দেখা যায় ঝুলনকে ৷ জোন্সের তোলা কয়েনে কল করেন ঝুলন ৷ পাশে অবশ্য হরমনপ্রীত দাঁড়িয়ে ছিলেন ৷ যদিও, ভারত এ দিন টস হেরে আগে ব্যাটিং করছে ৷

টস শেষে মাইকেল আর্থটন ঝুলনের সাক্ষাৎকার নেন, সেখানে চাকদা এক্সপ্রেসের কাছে তাঁর অনুভূতি জানতে চান সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক ৷ কিন্তু, ঝুলনের জবাব, ‘‘এখন কোনও আবেগ নয় ৷ মাঠে নেমে ম্যাচে মনোনিবেশ করাই প্রধান লক্ষ্য ৷’’ 20 বছর আগে অভিষেক করা ঝুলনকেই যেন ফের দেখা গেল, কেরিয়ারের শেষ ম্যাচে ৷ এখানে তাঁর আবেগপ্রবণ হওয়ার সম্পূর্ণ সুযোগ এবং মঞ্চ দুই ছিল ৷ কিন্তু না, খেলার মাঠকে তুমি যতক্ষণ না বিদায় জানাচ্ছ, তোমার মধ্যেকার খেলোয়াড়, তোমাকে আবেগে ভাষার অনুমতি দেয় না ৷ সেই বার্তাটাই ফের একবার দিলেন চাকদা এক্সপ্রেস ৷

আরও পড়ুন: দাদার শুরু-দিদির শেষ, বাঙালির ক্রিকেট রোমান্সের সাক্ষী লর্ডস

তবে, অধিনায়ক হরমপ্রীত এবং দলের বাকি সতীর্থদের আবেগের মর্যাদা দিয়ে ঝুলন বলেন, ‘‘এতগুলো বছর আমরা একসঙ্গে খেলেছি ৷ কঠিন সময় হোক বা সুখের ৷ আমরা একসঙ্গে লড়াই করেছি ৷ একসঙ্গে সেলিব্রেট করেছি ৷ কঠিন সময় বড় দিদির মতো ওদের পাশে থেকেছি ৷ সেই আবেগটাই বেরিয়ে এসেছে ওদের মধ্যে ৷ তবে, একটা ভালো বিষয় সেটা ম্যাচের আগেই হয়ে গেল ৷ নয় তো এর প্রভাব ম্যাচেও পড়তে পারত ৷’’ এবং আরও একবার সেই খেলোয়াড় সুলভ মানসিকতা ৷ যতক্ষণ না তুমি অবসর নিচ্ছ, ততক্ষণ তুমি একজন পেশাদার ক্রিকেটার ৷ আর শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে নিজের সেরাটা দিয়ে যেতে হবে ৷

আরও পড়ুন: বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ ফেডেরার, চোখে জল বন্ধু নাদালের

এ দিন কোথাও যেন সৌরভ এবং ঝুলন আবারও একসারিতে চলে এলেন ৷ যেখানে 2008 সালে নাগপুরের মাঠে বিদায়ী ম্যাচে শেষের একটা ওভারে অধিনায়কত্বের দায়িত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ এ দিন ঝুলনকে সেই সম্মানটাই টস করতে পাঠিয়ে দিলেন হরমনপ্রীত ৷ কাকতালিয়ভাবে 2008 সালে নাগপুরের মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বর (যদিও সেই সময় টেস্ট ক্রিকেটে জার্সিতে নম্বর লেখা থাকত না) এবং লর্ডসের মাঠের হরমনপ্রীত কৌরের জার্সি নম্বর একই ৷ নম্বর ‘7’ ৷

লন্ডন, 24 সেপ্টেম্বর: 12 ঘণ্টা আগে লন্ডনের O2 এরিনায় চোখের জলে টেনিসকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি রজার ফেডেরার ৷ আর তাঁর অবসরে আবেগপ্রবণ দেখিয়েছে বন্ধু রাফায়েল নাদালকে ৷ কয়েকঘণ্টার ব্যবধানে একই দৃশ্য লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ৷ দীর্ঘ 20 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami Farewell Match) ৷ সেখানেও সতীর্থের অবসরে আবেগে ভাসলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur Gets Emotional) ৷ তাই দুই ভিন্ন খেলার, দুই কিংবদন্তিকে তাঁদের অবসরের মুহূর্ত কোথাও যেন এক সুতোয় গেঁথে দিল ৷

এ দিন ম্যাচের আগে ঝুলনকে দলের তরফে সম্মানিত করা হয় ৷ সেখানেই হাডেল টকে আবেগপ্রবণ হরমনপ্রীতকে দেখা গেল ঝুলনে জড়িয়ে ধরে কাঁদতে ৷ আরও একটি সুন্দর মুহূর্ত এ দিন ঝুলনকে উপহার দেন অধিনায়ক হরমনপ্রীত কৌর ৷ টসের সময় ইংল্যান্ডের অধিনায়ক অ্যামি জোন্সের সঙ্গে পিচের পাশে দেখা যায় ঝুলনকে ৷ জোন্সের তোলা কয়েনে কল করেন ঝুলন ৷ পাশে অবশ্য হরমনপ্রীত দাঁড়িয়ে ছিলেন ৷ যদিও, ভারত এ দিন টস হেরে আগে ব্যাটিং করছে ৷

টস শেষে মাইকেল আর্থটন ঝুলনের সাক্ষাৎকার নেন, সেখানে চাকদা এক্সপ্রেসের কাছে তাঁর অনুভূতি জানতে চান সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক ৷ কিন্তু, ঝুলনের জবাব, ‘‘এখন কোনও আবেগ নয় ৷ মাঠে নেমে ম্যাচে মনোনিবেশ করাই প্রধান লক্ষ্য ৷’’ 20 বছর আগে অভিষেক করা ঝুলনকেই যেন ফের দেখা গেল, কেরিয়ারের শেষ ম্যাচে ৷ এখানে তাঁর আবেগপ্রবণ হওয়ার সম্পূর্ণ সুযোগ এবং মঞ্চ দুই ছিল ৷ কিন্তু না, খেলার মাঠকে তুমি যতক্ষণ না বিদায় জানাচ্ছ, তোমার মধ্যেকার খেলোয়াড়, তোমাকে আবেগে ভাষার অনুমতি দেয় না ৷ সেই বার্তাটাই ফের একবার দিলেন চাকদা এক্সপ্রেস ৷

আরও পড়ুন: দাদার শুরু-দিদির শেষ, বাঙালির ক্রিকেট রোমান্সের সাক্ষী লর্ডস

তবে, অধিনায়ক হরমপ্রীত এবং দলের বাকি সতীর্থদের আবেগের মর্যাদা দিয়ে ঝুলন বলেন, ‘‘এতগুলো বছর আমরা একসঙ্গে খেলেছি ৷ কঠিন সময় হোক বা সুখের ৷ আমরা একসঙ্গে লড়াই করেছি ৷ একসঙ্গে সেলিব্রেট করেছি ৷ কঠিন সময় বড় দিদির মতো ওদের পাশে থেকেছি ৷ সেই আবেগটাই বেরিয়ে এসেছে ওদের মধ্যে ৷ তবে, একটা ভালো বিষয় সেটা ম্যাচের আগেই হয়ে গেল ৷ নয় তো এর প্রভাব ম্যাচেও পড়তে পারত ৷’’ এবং আরও একবার সেই খেলোয়াড় সুলভ মানসিকতা ৷ যতক্ষণ না তুমি অবসর নিচ্ছ, ততক্ষণ তুমি একজন পেশাদার ক্রিকেটার ৷ আর শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে নিজের সেরাটা দিয়ে যেতে হবে ৷

আরও পড়ুন: বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ ফেডেরার, চোখে জল বন্ধু নাদালের

এ দিন কোথাও যেন সৌরভ এবং ঝুলন আবারও একসারিতে চলে এলেন ৷ যেখানে 2008 সালে নাগপুরের মাঠে বিদায়ী ম্যাচে শেষের একটা ওভারে অধিনায়কত্বের দায়িত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ এ দিন ঝুলনকে সেই সম্মানটাই টস করতে পাঠিয়ে দিলেন হরমনপ্রীত ৷ কাকতালিয়ভাবে 2008 সালে নাগপুরের মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বর (যদিও সেই সময় টেস্ট ক্রিকেটে জার্সিতে নম্বর লেখা থাকত না) এবং লর্ডসের মাঠের হরমনপ্রীত কৌরের জার্সি নম্বর একই ৷ নম্বর ‘7’ ৷

Last Updated : Sep 24, 2022, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.