সিডনি, 24 নভেম্বর : দেশের মহিলা টি-20 দলের অধিনায়ক হরমনপ্রীত কউরের মুকুটে নয়া পালক ৷ এতদিন যা অন্য কোনও ভারতীয় ক্রিকেটার করতে পারেননি সেটাই করে দেখিয়ে দিলেন হরমন ৷ মেয়েদের বিগ ব্যাশ লিগে (WBBL) টুর্নামেন্ট সেরার খেতাব পেলেন তিনি ৷ স্মৃতি মান্ধানা, জেমিমা রড্রিগেজদের পিছনে ফেলে প্রথম ভারতীয় হিসেবে এই টুর্নামেন্টে সেরার মুকুট মাথায় উঠল হরমনপ্রীতের (Harmanpreet Kaur becomes WBBL Player of the Tournament ) ৷
মেলবোর্ন রেনিগেডস দলের হয়ে বিগ ব্যাশে এবারের মরশুমটা দারুণ কেটেছে হরমনপ্রীতের ৷ গোটা মরসুম ধরেই ব্যাট হাতে দাপট দেখিয়েছেন তিনি ৷ রেনিগেডসের লাল জার্সি গায়ে চড়িয়ে সর্বোচ্চ 399 রান সংগ্রহ করেছেন এই ব্যাটার ৷ বল হাতে 15টি উইকেট তুলেছেন ৷ সব মিলিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে এই ভারতীয় ব্যাটারকে বেছে নেওয়া হয়েছে ৷ মোট 31টি ভোট নিয়ে পার্থ স্কচার্সের বেথ মুনি এবং সোফি ডিভাইনকে পিছনে ফেলে দেন ৷ সোফি এবং মুনি দুজনেই 28টি করে ভোট পেয়েছেন ৷ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এই খেতাব জিতে নিউজ়িল্যান্ডের সোফি ডিভাইন এবং এমি স্যাদারওয়েটের পাশেই বসেছেন হরমনপ্রীত ৷ এছাড়া অতীতে বিগ ব্যাশ লিগের সেরার মুকুট মাথায় উঠেছে মুনি, মেগ ল্যানিং, এলিসা পেরিদের মাথায় ৷
আরও পড়ুন : IPL 2022 Schedule Reveal : সামনে এল আইপিএলের দিনক্ষণ, চেন্নাইয়ে হবে উদ্বোধনী ম্যাচ
মনে আনন্দের বন্যা বইলেও মাটিতে পা রয়েছে হরমনপ্রীতের ৷ তাঁর এই সাফল্যে দলকে কৃতিত্ব দিচ্ছেন ভারতের টি-20 অধিনায়ক ৷ নিজের বিবৃতিতে তিনি লিখেছেন, "এরকম একটা বৃহৎ সম্মান পেয়ে আমি ভীষণ খুশি ৷ দল এবং পুরো সাপোর্ট স্টাফদের ধন্যবাদ দিচ্ছি ৷ তাঁদের পূর্ণ সমর্থন পেয়েছি ৷ এটা সম্পূর্ণভাবে টিম এফর্ট ৷ আমি শুধু নিজের কাজটা করে গিয়েছে ৷ দল যেরকম চেয়েছে সেটাই করেছি ৷" তিনি আরও বলেছেন, "নিজের উপর অতিরিক্ত কোনও চাপ দিইনি ৷ নিজের খেলাটা উপভোগ করেছি এবং সতীর্থদের সহযোগিতা করে গিয়েছি ৷"