আলবারি (অস্ট্রেলিয়া), 23 ডিসেম্বর: হাতে হেলমেট, গ্লাভস ও ব্যাট নিয়ে দৌড়ে মাঠে নামছেন হ্যারিস রউফ ৷ না মাঠের কোনও ব্যাটারের জন্য নয় ৷ তিনি নিজে এই অবস্থায় ব্যাটিং করতে নামছেন ৷ কিন্তু, আরও আশ্চর্যের বিষয় হল, তিনি প্যাড পড়েননি ৷ এমনকি তাঁর হাতে প্যাডও নেই ৷ এমনই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল অস্ট্রেলিয়ার টি-20 লিগ বিগ ব্যাশ ৷ মেলবোর্ন স্টার্স বনাম সিডনি থান্ডারের বিরুদ্ধে ম্যাচে এমনই কাণ্ড ঘটালেন পাকিস্তানের পেস বোলার ৷
কিন্তু, কেন ? আসল কারণ হল, তিনি যখন ব্যাটিংয়ে নেমেছিলেন, তখন মেলবোর্ন স্টার্সের 172 রানে 9 উইকেট পড়ে গিয়েছে ৷ আর তিনি 20 তম ওভারের শেষ বলে নেমেছিলেন এবং নন-স্ট্রাইকার এন্ডে তাঁকে থাকতে হত ৷ ফলে, তাঁকে যখন কোনও বলই খেলতে হবে না, তাহলে কেন প্যাড পরার ঝক্কি নেবেন ! এমনটাই ভাব ছিল রউফের ৷ মেলবোর্ন স্টার্স বনাম সিডনি থান্ডার ম্যাচের 20 নম্বর ওভারের পঞ্চম বলে মার্ক স্টেকেটি নন-স্ট্রাইকার এন্ডে রান-আউট হন ৷ আর রউফকে ফিল্ডে নামতে হয়েছিল একবলের জন্য ৷ আর তাঁর কাজ ছিল নন-স্ট্রাইকারে দাঁড়িয়ে থাকা ৷
সেই কারণেই, উইকেট পড়তেই ব্যাটের সঙ্গে গ্লাভস ও হেলমেট হাতে নিয়ে নেমে পড়েন পাক পেসার ৷ আর প্যাড পড়ার প্রয়োজন মনে করেননি ৷ সেই সময় স্ট্রাইকার এন্ডে ছিলেন লিয়াম ডসন ৷ বোলার ছিলেন ড্যানিয়েল স্যাম ৷ যদিও, শেষ বলে ডসন বোল্ড হয়ে যান ৷ কিন্তু, হ্যারিস রউফের এই কীর্তি মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ বিগ ব্যাশ লিগের প্রতিটি অফিসিয়াল সোশাল মিডিয়া সাইটে সেই ভিডিয়ো আলাদাভাবে পোস্ট করা হয় ৷ কিন্তু প্রশ্ন উঠছে, হ্যারিস রউফ কি মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন না ?
কারণ, মার্ক স্টেকিট 20তম ওভারের শুরুতে আউট হয়ে গেলে কী করতেন রউফ ? সেই সময় তো তাঁকে ব্যাট করতেই হত ৷ তাহলে কেন আগে থেকে প্যাড-সহ অন্যান্য গার্ড পরে তৈরি ছিলেন না ? 9 নম্বর উইকেট পড়ার পরে, প্যাড পড়ে নামতে হলে তো অনেকটা সময় নষ্ট হত তাঁর ৷ সেক্ষেত্রে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউজের মতো 'টাইমড-আউটে'র শিকার হতে পারতেন তিনি ৷ উল্লেখ্য, এই ম্যাচটি সিডনি থান্ডার 5 উইকেটে জিতেছে ৷ সিডনি থান্ডারের জামান খান 4 ওভারে 24 রান দিয়ে 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন ৷
আরও পড়ুন: