ETV Bharat / sports

রোহিত যুগ অতীত, কামব্যাকেই মুম্বই ইন্ডিয়ান্সের নয়া অধিনায়ক হার্দিক - মুম্বই ইন্ডিয়ান্স

Hardik Pandya Captain for Mumbai Indians: আইপিএল সিজন 17-তে বড়সড় চমক ৷ দু’বছর পর মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতেই বড় দায়িত্ব দেওয়া হল হার্দিক পান্ডিয়াকে ৷ যার পরেই একাধিক জল্পনা ও প্রশ্ন উঠছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 6:44 PM IST

Updated : Dec 15, 2023, 7:45 PM IST

মুম্বই, 15 ডিসেম্বর: আইপিএল সিজন 17-র মিনি অকশনের আগে বড়সড় অ্যাকশন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ৷ ট্রান্সফার উইন্ডোতে ‘পল্টন ব্রিগেডে’ ফিরেই অধিনায়ক হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া ৷ গুজরাত টাইটান্সে প্রথম দু’বছর অধিনায়কত্ব করেছিলেন তিনি ৷ যেখানে প্রথমবারেই গুজরাতকে চ্যাম্পিয়ন করেছিলেন ৷ সেখান থেকে ট্রান্সফার উইন্ডোতে ফের পুরনো দলে ফিরেছিলেন ৷ আর ফিরতেই হার্দিককে অধিনায়ক ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি ৷ সেই সঙ্গে এমআই শিবিরকে 5টি আইপিএল ট্রফি জেতানো রোহিত শর্মার ভবিষ্য কী হবে ? সেই প্রশ্নও উঠে গেল ৷

শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের তরফে ফ্র্যাঞ্চাইজির গ্লোবাল হেড অফ পারফর্ম্যান্স মাহেলা জয়বর্ধনেকে উল্লেখ করে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ সেখানেই হার্দিককে অধিনায়ক ঘোষণা বলেন, ‘‘এই পদক্ষেপ মুম্বই ইন্ডিয়ান্সের ঐতিহ্যকে বজায় রাখতে এবং ভবিষ্যতের জন্য দলকে তৈরি করার জন্য ৷ মুম্বই ইন্ডিয়ান্স শুরুর দিন থেকে নেতৃত্বের ক্ষেত্রে ভাগ্যবান ৷ তা সে সচিন থেকে হরভজন হোক এবং রিকি থেকে রোহিত ৷ বিশেষত রোহিত, যিনি দলকে শুরুতেই সাফল্য এনে দিয়েছিলেন ৷ যার সবসময় লক্ষ্য থাকত ভবিষ্যতের জন্য দলকে আরও শক্তিশালী করা ৷’’

আর হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার পিছনে এটাই আসল কারণ বলে জানিয়েছেন জয়বর্ধনে ৷ তাঁকে উদ্ধৃত করে এমআই শিবির জানিয়েছে, ‘‘এই দর্শন মেনেই হার্দিক পান্ডিয়া আইপিএল 2024 সিজনে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন ৷’’ তাহলে প্রশ্ন উঠছে রোহিত শর্মার কী হবে ? যা নিয়ে মুম্বই শিবিরের বক্তব্য, ‘‘আমরা রোহিত শর্মাকে তাঁর অসাধারণ নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা জানাই ৷ 2013 সাল থেকে তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সের যাত্রা অসাধারণ ছিল ৷ ওর নেতৃত্বে আমরা দল হিসেবে দুরন্ত সব সাফল্য পেয়েছি তাই নয় ৷ আইপিএল ইতিহাসে সেরা অধিনায়ক হিসেবে জায়গা করে নিয়েছে রোহিত ৷’’

সবশেষে ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, তারা সিনিয়র ক্রিকেটার রোহিতকে ভবিষ্যতে মুম্বই ইন্ডিয়ান্সের পথপ্রদর্শক হিসেবে চাইছে ৷ তাঁর অভিজ্ঞতাকে মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যে ব্যবহার করতে চাইছে ফ্র্যাঞ্চাইজি ৷ তবে, বিশ্বকাপে অসাধারণ পারফর্ম্যান্স করা রোহিতকে হঠাৎ করে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া অবশ্য অবাক করার মতো ঘটনা ৷ এমনকি ভারতীয় দলের বর্তমান অধিনায়ককে এভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া আইপিএলের ইতিহাসে প্রথম ৷ সেখানে হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে এনেই নেতৃত্ব দিয়ে দেওয়ার পিছনে, অন্য কোনও সমীকরণ থাকলেও থাকতে পারে ৷ তবে, তা সময়ই বলবে ৷

আরও পড়ুন:

  1. ধোনিকে সম্মান জানাতে বিশেষ পদক্ষেপ, 7 নম্বর জার্সি সরিয়ে নিল বিসিসিআই
  2. ধোনির বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, আইপিএস অফিসারকে 15 দিনের কারাদণ্ড দিল মাদ্রাজ হাইকোর্ট
  3. বিশ্বকাপে 'হিট' শ্রেয়সেই ভরসা! আইপিএলে নাইটদের ঘর সামলাবেন আইয়ার

মুম্বই, 15 ডিসেম্বর: আইপিএল সিজন 17-র মিনি অকশনের আগে বড়সড় অ্যাকশন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ৷ ট্রান্সফার উইন্ডোতে ‘পল্টন ব্রিগেডে’ ফিরেই অধিনায়ক হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া ৷ গুজরাত টাইটান্সে প্রথম দু’বছর অধিনায়কত্ব করেছিলেন তিনি ৷ যেখানে প্রথমবারেই গুজরাতকে চ্যাম্পিয়ন করেছিলেন ৷ সেখান থেকে ট্রান্সফার উইন্ডোতে ফের পুরনো দলে ফিরেছিলেন ৷ আর ফিরতেই হার্দিককে অধিনায়ক ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি ৷ সেই সঙ্গে এমআই শিবিরকে 5টি আইপিএল ট্রফি জেতানো রোহিত শর্মার ভবিষ্য কী হবে ? সেই প্রশ্নও উঠে গেল ৷

শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের তরফে ফ্র্যাঞ্চাইজির গ্লোবাল হেড অফ পারফর্ম্যান্স মাহেলা জয়বর্ধনেকে উল্লেখ করে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ সেখানেই হার্দিককে অধিনায়ক ঘোষণা বলেন, ‘‘এই পদক্ষেপ মুম্বই ইন্ডিয়ান্সের ঐতিহ্যকে বজায় রাখতে এবং ভবিষ্যতের জন্য দলকে তৈরি করার জন্য ৷ মুম্বই ইন্ডিয়ান্স শুরুর দিন থেকে নেতৃত্বের ক্ষেত্রে ভাগ্যবান ৷ তা সে সচিন থেকে হরভজন হোক এবং রিকি থেকে রোহিত ৷ বিশেষত রোহিত, যিনি দলকে শুরুতেই সাফল্য এনে দিয়েছিলেন ৷ যার সবসময় লক্ষ্য থাকত ভবিষ্যতের জন্য দলকে আরও শক্তিশালী করা ৷’’

আর হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার পিছনে এটাই আসল কারণ বলে জানিয়েছেন জয়বর্ধনে ৷ তাঁকে উদ্ধৃত করে এমআই শিবির জানিয়েছে, ‘‘এই দর্শন মেনেই হার্দিক পান্ডিয়া আইপিএল 2024 সিজনে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন ৷’’ তাহলে প্রশ্ন উঠছে রোহিত শর্মার কী হবে ? যা নিয়ে মুম্বই শিবিরের বক্তব্য, ‘‘আমরা রোহিত শর্মাকে তাঁর অসাধারণ নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা জানাই ৷ 2013 সাল থেকে তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সের যাত্রা অসাধারণ ছিল ৷ ওর নেতৃত্বে আমরা দল হিসেবে দুরন্ত সব সাফল্য পেয়েছি তাই নয় ৷ আইপিএল ইতিহাসে সেরা অধিনায়ক হিসেবে জায়গা করে নিয়েছে রোহিত ৷’’

সবশেষে ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, তারা সিনিয়র ক্রিকেটার রোহিতকে ভবিষ্যতে মুম্বই ইন্ডিয়ান্সের পথপ্রদর্শক হিসেবে চাইছে ৷ তাঁর অভিজ্ঞতাকে মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যে ব্যবহার করতে চাইছে ফ্র্যাঞ্চাইজি ৷ তবে, বিশ্বকাপে অসাধারণ পারফর্ম্যান্স করা রোহিতকে হঠাৎ করে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া অবশ্য অবাক করার মতো ঘটনা ৷ এমনকি ভারতীয় দলের বর্তমান অধিনায়ককে এভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া আইপিএলের ইতিহাসে প্রথম ৷ সেখানে হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে এনেই নেতৃত্ব দিয়ে দেওয়ার পিছনে, অন্য কোনও সমীকরণ থাকলেও থাকতে পারে ৷ তবে, তা সময়ই বলবে ৷

আরও পড়ুন:

  1. ধোনিকে সম্মান জানাতে বিশেষ পদক্ষেপ, 7 নম্বর জার্সি সরিয়ে নিল বিসিসিআই
  2. ধোনির বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, আইপিএস অফিসারকে 15 দিনের কারাদণ্ড দিল মাদ্রাজ হাইকোর্ট
  3. বিশ্বকাপে 'হিট' শ্রেয়সেই ভরসা! আইপিএলে নাইটদের ঘর সামলাবেন আইয়ার
Last Updated : Dec 15, 2023, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.