ETV Bharat / sports

ICC World Cup 2023: রাহুলের সেঞ্চুরি হাতছাড়া হওয়ার কারণ হার্দিকের মারা ছয় ! - ভারত বনাম অস্ট্রেলিয়া

KL Rahul Upsets After Hit Winning Shot for not Getting Century: কেএল রাহুল এবং বিরাট কোহলির ইনিংসের দৌলতে 6 উইকেটে অস্ট্রিলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত ৷ কিন্তু, সেই ম্যাচে সেঞ্চুরি থেকে মাত্র 3 রান দুরে থেমে যান রাহুল ৷ কারণ, স্কোরবোর্ডে আর রান ছিল না করার জন্য ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 1:03 PM IST

চেন্নাই, 9 অক্টোবর: চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 6 উইকেটে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত ৷ কিন্তু, এটা ম্যাচের ফলাফল ৷ এর নেপথ্যে রয়েছে একাধিক কাহিনী ৷ যার একটি হল সেঞ্চুরি থেকে মাত্র 3 রান দূরে কেএল রাহুলের থেমে যাওয়া ৷ না তিনি আউট হননি ৷ অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফিরেছেন ৷ স্কোর বোর্ডে অস্ট্রেলিয়া রান তুলতে না পারায় সেঞ্চুরির সুযোগটা হাতছাড়া হল রাহুলের ৷ আবার এমনও রব উঠেছে, হার্দিক পান্ডিয়ার জন্য নাকি সেঞ্চুরি হাতছাড়া হয়েছে ভারতের উইকেট-কিপার ব্যাটারের !

ম্যাচের 40 তম ওভারের চতুর্থ বলে জশ হ্যাজেলউডকে ওভার লং-অফ ছয় মারেন হার্দিক ৷ অনুরাগীদের মতে, হার্দিকের স্বভাবসিদ্ধ ছয় মারার অভ্যেসের কারণেই নাকি এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে সেঞ্চুরি পাওয়া হল না ৷ হয় তো তাই ৷ কিন্তু, ক্রিকেট বিশেষজ্ঞমহল তা মানতে নারাজ ৷ কারণ, হ্যাজলউডের ওই বলটি ফুল-লেন্থে ছিল ৷ সেখান থেকে হার্দিক কেন ব্যাটিং করতে জানা যে কোনও ক্রিকেটার ছয় মারতেন ৷ আর যেখানে ভারত একটা সময় মাত্র 2 রানে 3 উইকেট হারিয়েছিল ৷ সেখান থেকে বিরাট কোহলি (85) এবং কেএল রাহুল (97 অপরাজিত) ভারতকে বের করে আনেন ৷

সেই জায়গায় দাঁড়িয়ে একজন টিমম্যান হিসেবে ব্যক্তিগত রেকর্ডের থেকে দলের স্বার্থে কোনটা বেশি ভালো সেটাই চিন্তা করা উচিত একজন ক্রিকেটারের ৷ সেই মুহূর্তে ব্যাটে আসা ওই বলটিতে যে কোনও ব্যাটার ছয় মারতেন ৷ আর হার্দিক পান্ডিয়া 6 নম্বরে নেমে ঠিক সেই কাজটাই করেছিলেন ৷ হার্দিক 8 বলে 11 রানে অপরাজিত ফেরেন কেএল-এর সঙ্গে ৷ মূল কথা হল দলের জয় এবং তা যত দ্রুত সম্ভব ৷ তবে, অবশ্যই 97 রানে এসেও, মাত্র তিনরানের জন্য সেঞ্চুরি না পাওয়া কেএল রাহুলকে হতাশ করেছে ৷ তা তার ছয় মেরে ম্যাচ জেতানোর পরেই রাহুলের চোখেমুখে ফুটে উঠেছিল ৷ কিন্তু, ব্যক্তিগত রেকর্ডের আগে দল ও দেশ ৷ তাই সেই আক্ষেপ দূরে সরিয়ে পরের ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কেএল ৷

আরও পড়ুন: সচিনের বিশ্বরেকর্ড ভাঙলেন 'চেজ মাস্টার' বিরাট কোহলি

বিশ্বকাপের লিগ পর্বে নেট রানরেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ৷ হতে পারে লিগের তিন ও চার নম্বর দল নেট রানরেটের উপর নির্ভর করে বাছাই করতে হল ৷ সেক্ষেত্রে যত বেশি বল বাকি থাকতে ম্যাচ শেষ হবে, নেট রানরেট তত ভালো হবে ৷ আর এক্ষেত্রে হার্দিক ওই বলে ছয় না মেরে একরান নিলে হয়তো বাকি পাঁচ রানের জন্য আরও একটা ওভার বেশি লাগত ম্যাচ শেষ করতে ৷ যা ভারতের নেট রানরেটে প্রভাব ফেলত ৷ ফলে হার্দিকের স্বভাবসিদ্ধ ছয় মারার অভ্যেস কখন কেএল রাহুলের সেঞ্চুরি মিস হওয়ার কারণ হতে পারে না বলেই মত বিশেষজ্ঞমহলের একাংশের ৷

চেন্নাই, 9 অক্টোবর: চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 6 উইকেটে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত ৷ কিন্তু, এটা ম্যাচের ফলাফল ৷ এর নেপথ্যে রয়েছে একাধিক কাহিনী ৷ যার একটি হল সেঞ্চুরি থেকে মাত্র 3 রান দূরে কেএল রাহুলের থেমে যাওয়া ৷ না তিনি আউট হননি ৷ অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফিরেছেন ৷ স্কোর বোর্ডে অস্ট্রেলিয়া রান তুলতে না পারায় সেঞ্চুরির সুযোগটা হাতছাড়া হল রাহুলের ৷ আবার এমনও রব উঠেছে, হার্দিক পান্ডিয়ার জন্য নাকি সেঞ্চুরি হাতছাড়া হয়েছে ভারতের উইকেট-কিপার ব্যাটারের !

ম্যাচের 40 তম ওভারের চতুর্থ বলে জশ হ্যাজেলউডকে ওভার লং-অফ ছয় মারেন হার্দিক ৷ অনুরাগীদের মতে, হার্দিকের স্বভাবসিদ্ধ ছয় মারার অভ্যেসের কারণেই নাকি এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে সেঞ্চুরি পাওয়া হল না ৷ হয় তো তাই ৷ কিন্তু, ক্রিকেট বিশেষজ্ঞমহল তা মানতে নারাজ ৷ কারণ, হ্যাজলউডের ওই বলটি ফুল-লেন্থে ছিল ৷ সেখান থেকে হার্দিক কেন ব্যাটিং করতে জানা যে কোনও ক্রিকেটার ছয় মারতেন ৷ আর যেখানে ভারত একটা সময় মাত্র 2 রানে 3 উইকেট হারিয়েছিল ৷ সেখান থেকে বিরাট কোহলি (85) এবং কেএল রাহুল (97 অপরাজিত) ভারতকে বের করে আনেন ৷

সেই জায়গায় দাঁড়িয়ে একজন টিমম্যান হিসেবে ব্যক্তিগত রেকর্ডের থেকে দলের স্বার্থে কোনটা বেশি ভালো সেটাই চিন্তা করা উচিত একজন ক্রিকেটারের ৷ সেই মুহূর্তে ব্যাটে আসা ওই বলটিতে যে কোনও ব্যাটার ছয় মারতেন ৷ আর হার্দিক পান্ডিয়া 6 নম্বরে নেমে ঠিক সেই কাজটাই করেছিলেন ৷ হার্দিক 8 বলে 11 রানে অপরাজিত ফেরেন কেএল-এর সঙ্গে ৷ মূল কথা হল দলের জয় এবং তা যত দ্রুত সম্ভব ৷ তবে, অবশ্যই 97 রানে এসেও, মাত্র তিনরানের জন্য সেঞ্চুরি না পাওয়া কেএল রাহুলকে হতাশ করেছে ৷ তা তার ছয় মেরে ম্যাচ জেতানোর পরেই রাহুলের চোখেমুখে ফুটে উঠেছিল ৷ কিন্তু, ব্যক্তিগত রেকর্ডের আগে দল ও দেশ ৷ তাই সেই আক্ষেপ দূরে সরিয়ে পরের ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কেএল ৷

আরও পড়ুন: সচিনের বিশ্বরেকর্ড ভাঙলেন 'চেজ মাস্টার' বিরাট কোহলি

বিশ্বকাপের লিগ পর্বে নেট রানরেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ৷ হতে পারে লিগের তিন ও চার নম্বর দল নেট রানরেটের উপর নির্ভর করে বাছাই করতে হল ৷ সেক্ষেত্রে যত বেশি বল বাকি থাকতে ম্যাচ শেষ হবে, নেট রানরেট তত ভালো হবে ৷ আর এক্ষেত্রে হার্দিক ওই বলে ছয় না মেরে একরান নিলে হয়তো বাকি পাঁচ রানের জন্য আরও একটা ওভার বেশি লাগত ম্যাচ শেষ করতে ৷ যা ভারতের নেট রানরেটে প্রভাব ফেলত ৷ ফলে হার্দিকের স্বভাবসিদ্ধ ছয় মারার অভ্যেস কখন কেএল রাহুলের সেঞ্চুরি মিস হওয়ার কারণ হতে পারে না বলেই মত বিশেষজ্ঞমহলের একাংশের ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.