নয়াদিল্লি, 27 নভেম্বর: নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল গুজরাত টাইটান্স ৷ হার্দিক পান্ডিয়া মুম্বইয়ে ফিরে যেতেই শুভমন গিলকে নয়া অধিনায়ক নির্বাচন করল আইপিএল 2022-এর চ্যাম্পিয়নরা ৷ গতকাল চরম নাটকীয়তার পর আনুষ্ঠানিকভাবে গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। সোমবার বেলার দিকে, আইপিএল এবং গুজরাতের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন ভারতের তারকা অলরাউন্ডার। পরিবর্তে আইপিএলে গুজরাতের অধিনায়ক হিসেবে শুভমন গিলকে বেছে নেওয়া হয়েছে।
দলের তরফ থেকে অধিনায়কের দায়িত্ব তাঁকে সঁপে দেওয়ার পর গিল এক্স হ্যান্ডেলে এক বার্তায় জানান, "গুজরাত টাইটান্সের নেতৃত্বের দায়ভার গ্রহণ করতে পেরে আমি গর্বিত এবং নেতৃত্বের ব্যাপারে আমার উপর তাদের আস্থা রাকার জন্য ফ্র্যাঞ্চাইজিকে আমার কোনও ধন্যবাই যথেষ্ট নয়। আসুন এই জার্নিটাকে স্মরণীয় করে তুলি!"
-
Farewell and best wishes on your next journey.
— Gujarat Titans (@gujarat_titans) November 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Go well, HP! #IPLRetention pic.twitter.com/awCxZzXesc
">Farewell and best wishes on your next journey.
— Gujarat Titans (@gujarat_titans) November 27, 2023
Go well, HP! #IPLRetention pic.twitter.com/awCxZzXescFarewell and best wishes on your next journey.
— Gujarat Titans (@gujarat_titans) November 27, 2023
Go well, HP! #IPLRetention pic.twitter.com/awCxZzXesc
গুজরাতের ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাঙ্কি বলেন, "শুভমানের মধ্যে আলাদা করে নেতৃত্ব নেওয়ার ক্ষমতা রয়েছে। ও নিজে থেকে দায়িত্ব নিতে পারে। ও শুধু ব্যাটার নয়, অধিনায়ক হিসেবেও দারুণ কাজ করবে। গত দুই মরশুম ধরে শুভমান দারুণ পারফর্ম করছে। 2022 সাল থেকেই দায়িত্ব নিয়ে খেলছে। ওই বছর গুজরাতের চ্যাম্পিয়ন হওয়া ও 2023 সালে রানার্স হওয়ার নেপথ্যে বড় ভূমিকা ছিল শুভমনের ৷ প্রতিটা ম্যাচেই পেশাদারিত্ব দেখিয়েছে। তাই ওর হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হল।"
-
🚨 CAPTAIN GILL reporting!
— Gujarat Titans (@gujarat_titans) November 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
𝐂𝐚𝐩𝐭𝐚𝐢𝐧 𝐒𝐡𝐮𝐛𝐦𝐚𝐧 𝐆𝐢𝐥𝐥 is ready to lead the Titans in the upcoming season with grit and exuberance 👊
Wishing you only the best for this new innings! 🤩#AavaDe pic.twitter.com/PrYlgNBtNU
">🚨 CAPTAIN GILL reporting!
— Gujarat Titans (@gujarat_titans) November 27, 2023
𝐂𝐚𝐩𝐭𝐚𝐢𝐧 𝐒𝐡𝐮𝐛𝐦𝐚𝐧 𝐆𝐢𝐥𝐥 is ready to lead the Titans in the upcoming season with grit and exuberance 👊
Wishing you only the best for this new innings! 🤩#AavaDe pic.twitter.com/PrYlgNBtNU🚨 CAPTAIN GILL reporting!
— Gujarat Titans (@gujarat_titans) November 27, 2023
𝐂𝐚𝐩𝐭𝐚𝐢𝐧 𝐒𝐡𝐮𝐛𝐦𝐚𝐧 𝐆𝐢𝐥𝐥 is ready to lead the Titans in the upcoming season with grit and exuberance 👊
Wishing you only the best for this new innings! 🤩#AavaDe pic.twitter.com/PrYlgNBtNU
এর আগে রবিবার বিকাল পর্যন্ত হার্দিককে নিয়ে জল্পনা চলছিল। গুজরাত তাদের রিটেইন ক্রিকেটারদের তালিকায় রেখেছিল হার্দিককে। কিন্তু পরে জানা যায়, ট্রেড উইন্ডো কাজে লাগিয়ে মুম্বই সই করিয়ে নিয়েছে তাঁকে। চুক্তি হয়ে গিয়েছে। রবিবার কোনও দলই এ ব্যাপারে কিছু জানায়নি। সোমবার বেলার দিকে সবটা পরিষ্কার হল। আর কয়েকঘণ্টার মধ্যেই নতুন অধিনায়ক ঘোষণা করে দিল গুজরাত।
-
I am proud to assume the Captaincy of Gujarat Titans and I cannot thank the franchise enough for their trust in me to lead such a fine team. Let’s make it memorable!
— Shubman Gill (@ShubmanGill) November 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
To all the fans… #AavaDe! 💪 pic.twitter.com/LNELWqwURD
">I am proud to assume the Captaincy of Gujarat Titans and I cannot thank the franchise enough for their trust in me to lead such a fine team. Let’s make it memorable!
— Shubman Gill (@ShubmanGill) November 27, 2023
To all the fans… #AavaDe! 💪 pic.twitter.com/LNELWqwURDI am proud to assume the Captaincy of Gujarat Titans and I cannot thank the franchise enough for their trust in me to lead such a fine team. Let’s make it memorable!
— Shubman Gill (@ShubmanGill) November 27, 2023
To all the fans… #AavaDe! 💪 pic.twitter.com/LNELWqwURD
আরও পড়ুন: