গান্ধিনগর, 14 নভেম্বর: নির্বাচনে দাঁড়িয়েছেন স্ত্রী রিভাবা জাদেজা (Rivaba Jadeja) ৷ স্ত্রী'র হয়ে তাই প্রচারে নামলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja Urges Fans to Vote for Wife) ৷ গুজরাত বিধানসভা নির্বাচনে (Gujarat polls 2022) সৌরাষ্ট্রের জামনগর উত্তর কেন্দ্র থেকে রিভাবা বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছেন ৷ তাই জামনগর উত্তরের ভোটার এবং সকল ক্রিকেটপ্রেমীর কাছে স্ত্রী'র হয়ে ভোট প্রার্থনা করলেন জাড্ডু ৷ গুজরাতি ভাষায় সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷
আজ অর্থাৎ, সোমবার জামনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নিজের মনোনয়ন পেশ করেছেন রিভাবা ৷ জাদেজা তাঁর ভিডিয়ো বার্তায় বলেন, "আমার প্রিয় জামনগরবাসী এবং ক্রিকেটপ্রেমীরা ৷ আপনারা জানেন বিধানসভা নির্বাচন এসে গিয়েছে ৷ টি-20 ক্রিকেটের মতো ভোট নিয়ে উত্তেজনা রয়েছে সকলের মধ্যে ৷ বিজেপি নেতৃত্ব আমার স্ত্রী'র প্রতি বিশ্বাস রেখেছেন ৷ আপনাদের জামনগরের দায়িত্ব ক্রিকেট মাঠের জয়ের মতো, মানুষের জয়ের পরিবেশ তৈরি করা ৷"
আরও পড়ুন: স্ত্রীকে প্রার্থী করায় মোদি-শাহকে ধন্যবাদ জাদেজার
প্রসঙ্গত, বিজেপি এবারের নির্বাচনে তাঁদের জয়ী বিধায়ক ধর্মেন্দ্রশিন জাদেজাকে সরিয়ে রিভাবা জাদেজাকে ভোটের টিকিট দিয়েছে ৷ তবে, উল্লেখযোগ্য বিষয়, জাদেজার বোন নয়নবা কংগ্রেসের নেত্রী ৷ গত শুক্রবার নয়নবা বলেছিলেন, তাঁর বৌদি রিভাবা জাদেজার আগামী মাসের গুজরাত বিধানসভা ভোটে জয়ের সম্ভবনা কম রয়েছে ৷ কারণ, রিভাবা একজন সেলিব্রিটি ব্যক্তিত্ব ৷ কিন্তু, জামনগরের মানুষ একজন স্থানীয় নেতাকে তাঁদের প্রতিনিধি হিসাবে চায় ৷ যাঁকে তাঁরা সহজে কাছে পাবেন ৷ আগামী 1 ও 5 ডিসেম্বর গুজরাত বিধানসভা নির্বাচন হবে ৷ ফলপ্রকাশ 8 ডিসেম্বর ৷