ETV Bharat / sports

Gujarat polls 2022: স্ত্রী'র হয়ে সোশাল মিডিয়ায় ভোটপ্রচারে রবীন্দ্র জাদেজা

আজ মনোনয়ন পেশ করেছেন জামনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা (Rivaba Jadeja) ৷ আর তার হয়ে ভোট চেয়ে সোশাল মিডিয়ায় ভিডিয়ো বার্তা পোস্ট করলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja Urges Fans to Vote for Wife) ৷

Gujarat polls 2022 Cricketer Ravindra Jadeja Urges Fans to Vote for Wife Rivaba Jadeja
Gujarat polls 2022 Cricketer Ravindra Jadeja Urges Fans to Vote for Wife Rivaba Jadeja
author img

By

Published : Nov 14, 2022, 6:24 PM IST

গান্ধিনগর, 14 নভেম্বর: নির্বাচনে দাঁড়িয়েছেন স্ত্রী রিভাবা জাদেজা (Rivaba Jadeja) ৷ স্ত্রী'র হয়ে তাই প্রচারে নামলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja Urges Fans to Vote for Wife) ৷ গুজরাত বিধানসভা নির্বাচনে (Gujarat polls 2022) সৌরাষ্ট্রের জামনগর উত্তর কেন্দ্র থেকে রিভাবা বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছেন ৷ তাই জামনগর উত্তরের ভোটার এবং সকল ক্রিকেটপ্রেমীর কাছে স্ত্রী'র হয়ে ভোট প্রার্থনা করলেন জাড্ডু ৷ গুজরাতি ভাষায় সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷

আজ অর্থাৎ, সোমবার জামনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নিজের মনোনয়ন পেশ করেছেন রিভাবা ৷ জাদেজা তাঁর ভিডিয়ো বার্তায় বলেন, "আমার প্রিয় জামনগরবাসী এবং ক্রিকেটপ্রেমীরা ৷ আপনারা জানেন বিধানসভা নির্বাচন এসে গিয়েছে ৷ টি-20 ক্রিকেটের মতো ভোট নিয়ে উত্তেজনা রয়েছে সকলের মধ্যে ৷ বিজেপি নেতৃত্ব আমার স্ত্রী'র প্রতি বিশ্বাস রেখেছেন ৷ আপনাদের জামনগরের দায়িত্ব ক্রিকেট মাঠের জয়ের মতো, মানুষের জয়ের পরিবেশ তৈরি করা ৷"

আরও পড়ুন: স্ত্রীকে প্রার্থী করায় মোদি-শাহকে ধন্যবাদ জাদেজার

প্রসঙ্গত, বিজেপি এবারের নির্বাচনে তাঁদের জয়ী বিধায়ক ধর্মেন্দ্রশিন জাদেজাকে সরিয়ে রিভাবা জাদেজাকে ভোটের টিকিট দিয়েছে ৷ তবে, উল্লেখযোগ্য বিষয়, জাদেজার বোন নয়নবা কংগ্রেসের নেত্রী ৷ গত শুক্রবার নয়নবা বলেছিলেন, তাঁর বৌদি রিভাবা জাদেজার আগামী মাসের গুজরাত বিধানসভা ভোটে জয়ের সম্ভবনা কম রয়েছে ৷ কারণ, রিভাবা একজন সেলিব্রিটি ব্যক্তিত্ব ৷ কিন্তু, জামনগরের মানুষ একজন স্থানীয় নেতাকে তাঁদের প্রতিনিধি হিসাবে চায় ৷ যাঁকে তাঁরা সহজে কাছে পাবেন ৷ আগামী 1 ও 5 ডিসেম্বর গুজরাত বিধানসভা নির্বাচন হবে ৷ ফলপ্রকাশ 8 ডিসেম্বর ৷

গান্ধিনগর, 14 নভেম্বর: নির্বাচনে দাঁড়িয়েছেন স্ত্রী রিভাবা জাদেজা (Rivaba Jadeja) ৷ স্ত্রী'র হয়ে তাই প্রচারে নামলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja Urges Fans to Vote for Wife) ৷ গুজরাত বিধানসভা নির্বাচনে (Gujarat polls 2022) সৌরাষ্ট্রের জামনগর উত্তর কেন্দ্র থেকে রিভাবা বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছেন ৷ তাই জামনগর উত্তরের ভোটার এবং সকল ক্রিকেটপ্রেমীর কাছে স্ত্রী'র হয়ে ভোট প্রার্থনা করলেন জাড্ডু ৷ গুজরাতি ভাষায় সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷

আজ অর্থাৎ, সোমবার জামনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নিজের মনোনয়ন পেশ করেছেন রিভাবা ৷ জাদেজা তাঁর ভিডিয়ো বার্তায় বলেন, "আমার প্রিয় জামনগরবাসী এবং ক্রিকেটপ্রেমীরা ৷ আপনারা জানেন বিধানসভা নির্বাচন এসে গিয়েছে ৷ টি-20 ক্রিকেটের মতো ভোট নিয়ে উত্তেজনা রয়েছে সকলের মধ্যে ৷ বিজেপি নেতৃত্ব আমার স্ত্রী'র প্রতি বিশ্বাস রেখেছেন ৷ আপনাদের জামনগরের দায়িত্ব ক্রিকেট মাঠের জয়ের মতো, মানুষের জয়ের পরিবেশ তৈরি করা ৷"

আরও পড়ুন: স্ত্রীকে প্রার্থী করায় মোদি-শাহকে ধন্যবাদ জাদেজার

প্রসঙ্গত, বিজেপি এবারের নির্বাচনে তাঁদের জয়ী বিধায়ক ধর্মেন্দ্রশিন জাদেজাকে সরিয়ে রিভাবা জাদেজাকে ভোটের টিকিট দিয়েছে ৷ তবে, উল্লেখযোগ্য বিষয়, জাদেজার বোন নয়নবা কংগ্রেসের নেত্রী ৷ গত শুক্রবার নয়নবা বলেছিলেন, তাঁর বৌদি রিভাবা জাদেজার আগামী মাসের গুজরাত বিধানসভা ভোটে জয়ের সম্ভবনা কম রয়েছে ৷ কারণ, রিভাবা একজন সেলিব্রিটি ব্যক্তিত্ব ৷ কিন্তু, জামনগরের মানুষ একজন স্থানীয় নেতাকে তাঁদের প্রতিনিধি হিসাবে চায় ৷ যাঁকে তাঁরা সহজে কাছে পাবেন ৷ আগামী 1 ও 5 ডিসেম্বর গুজরাত বিধানসভা নির্বাচন হবে ৷ ফলপ্রকাশ 8 ডিসেম্বর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.