ETV Bharat / sports

Grand statue of Sachin: ওয়াংখেড়েতে উন্মোচিত হল ‘বাইশ গজের ঈশ্বরের’ 22 ফুটের মূর্তি - Grand statue of Sachin

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উন্মোচিত হল সচিন তেন্ডুলকরের একটি মূর্তি ৷ এই মূর্তির উচ্চতা প্রায় 22 ফুট ৷

Grand statue of Sachin
ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিনের মূর্তি উন্মোচন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 7:40 PM IST

‘বাইশ গজের ঈশ্বরের’ 22 ফুটের মূর্তি

মুম্বই, 1 নভেম্বর: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উন্মোচিত হল সচিন তেন্ডুলকরের একটি বিশাল মূর্তি ৷ বুধবার মূর্তিটি উন্মোচন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারের মতো বিশেষ অতিথিরা ৷ এই বিশেষদিনে সচিনও উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সঙ্গে ৷

মূর্তিটির উচ্চতা প্রায় 22 ফুট ৷ এর আগেই ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছিল সচিনের নামে ৷ সেই সচিন তেন্ডুলকর স্ট্যান্ডের পাশেই এবার বসানো হল তাঁর এই বিশাল মূর্তিটি ৷ চলতি বছর জীবনের ময়দানে অর্ধ-শতরান করেছেন সচিন ৷ লিটল মাস্টারের জন্মদিন উপলক্ষ্যেই সচিনকে এভাবে সম্মান জানাতে চেয়েছিল মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ তবে পরে এই মূর্তি উন্মোচনের অনুষ্ঠান নানা কারণে বেশ কিছুটা পিছিয়ে যায় ৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই-এর সেক্রেটারি জয় শাহ, বিসিসিআই কোষাধ্যক্ষ আশিস শেলার এবং মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কালেও ৷ সচিনের কাছে ওয়াংখেড়ে স্টেডিয়াম ভীষণ স্পেশাল ৷ এই স্টেডিয়ামের 2011 সালের 2 এপ্রিল শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপ জয় করেছিলেন ভারতীয় দল ৷ তাঁর প্রিয় মাঠে সচিন ছুঁয়েছিলেন বিশ্বকাপের সোনালি ট্রফি ৷ সচিন তাঁর শেষ টেস্ট ম্যাচটিও খেলেন এই স্টেডিয়ামেই ৷

আরও পড়ুন: ইডেনে রোহিতদের খেলার টিকিটের জন্য সিএবিকে চিঠি অধ্যক্ষের

এই মূর্তি নিয়ে বলতে গিয়ে সচিন বলেন, "এমসিএ কর্মকর্তারা যখন আমায় ফোন করে বললেন তাঁরা আমার একটি মূর্তি স্থাপন করতে চান আমি খুব আনন্দ পেয়েছিলাম ৷ আমি কৃতজ্ঞ ৷ এই মাঠে এসে দাঁড়ালেই অনেক স্মৃতি মনে ভেসে আসে ৷" সচিন এও জানান, 1985 সালে এই স্টেডিয়ামে বসেই তিনি উপভোগ করেছিলেন ভারত-ওয়েস্ট ইন্ডিজের খেলা ৷ তখন তাঁর বয়স মাত্র 10 ৷ তারপর এই মাঠেই তিনি খেলেন হ্যারিস শিল্ড ট্রফি ৷

‘বাইশ গজের ঈশ্বরের’ 22 ফুটের মূর্তি

মুম্বই, 1 নভেম্বর: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উন্মোচিত হল সচিন তেন্ডুলকরের একটি বিশাল মূর্তি ৷ বুধবার মূর্তিটি উন্মোচন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারের মতো বিশেষ অতিথিরা ৷ এই বিশেষদিনে সচিনও উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সঙ্গে ৷

মূর্তিটির উচ্চতা প্রায় 22 ফুট ৷ এর আগেই ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছিল সচিনের নামে ৷ সেই সচিন তেন্ডুলকর স্ট্যান্ডের পাশেই এবার বসানো হল তাঁর এই বিশাল মূর্তিটি ৷ চলতি বছর জীবনের ময়দানে অর্ধ-শতরান করেছেন সচিন ৷ লিটল মাস্টারের জন্মদিন উপলক্ষ্যেই সচিনকে এভাবে সম্মান জানাতে চেয়েছিল মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ তবে পরে এই মূর্তি উন্মোচনের অনুষ্ঠান নানা কারণে বেশ কিছুটা পিছিয়ে যায় ৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই-এর সেক্রেটারি জয় শাহ, বিসিসিআই কোষাধ্যক্ষ আশিস শেলার এবং মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কালেও ৷ সচিনের কাছে ওয়াংখেড়ে স্টেডিয়াম ভীষণ স্পেশাল ৷ এই স্টেডিয়ামের 2011 সালের 2 এপ্রিল শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপ জয় করেছিলেন ভারতীয় দল ৷ তাঁর প্রিয় মাঠে সচিন ছুঁয়েছিলেন বিশ্বকাপের সোনালি ট্রফি ৷ সচিন তাঁর শেষ টেস্ট ম্যাচটিও খেলেন এই স্টেডিয়ামেই ৷

আরও পড়ুন: ইডেনে রোহিতদের খেলার টিকিটের জন্য সিএবিকে চিঠি অধ্যক্ষের

এই মূর্তি নিয়ে বলতে গিয়ে সচিন বলেন, "এমসিএ কর্মকর্তারা যখন আমায় ফোন করে বললেন তাঁরা আমার একটি মূর্তি স্থাপন করতে চান আমি খুব আনন্দ পেয়েছিলাম ৷ আমি কৃতজ্ঞ ৷ এই মাঠে এসে দাঁড়ালেই অনেক স্মৃতি মনে ভেসে আসে ৷" সচিন এও জানান, 1985 সালে এই স্টেডিয়ামে বসেই তিনি উপভোগ করেছিলেন ভারত-ওয়েস্ট ইন্ডিজের খেলা ৷ তখন তাঁর বয়স মাত্র 10 ৷ তারপর এই মাঠেই তিনি খেলেন হ্যারিস শিল্ড ট্রফি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.