ETV Bharat / sports

হার সহ্য করতে না পেরে ম্যাক্সওয়েলের ভারতীয় বংশোদ্ভুত স্ত্রীকে আক্রমণ নেটপাড়ার! জবাব দিলেন বিনি রমনও - গ্লেন ম্যাক্সওয়েলের স্ত্রী বিনি রমন

Maxwell's wife Vini Raman Slams Indian Fans: অস্ট্রেলিয়ার জয়ের পর তাঁকে পাঠানো হচ্ছে জঘন্য সব মেসেজ ৷ এবার ট্রোলারদের এক হাত নিলে গ্লেন ম্যাক্সওয়েলের স্ত্রী বিনি রমন ৷

Glenn Maxwell's wife
ম্যাক্সওয়েলের স্ত্রীকে আক্রমণ নেটপাড়ার
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 9:03 PM IST

আমেদাবাদ, 20 নভেম্বর: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারের পর এবার অস্ট্রেলিয়ান ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের স্ত্রীকে আক্রমণ শুরু করল নেটপাড়া ৷ ভারতীয় বংশদ্ভুত বিনি রমনের সঙ্গে গত বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হন গ্লেন ৷ তাঁকেই কুরুচিকর আক্রমণ করতে শুরু করেছে কেউ কেউ ৷ রবিবার ভারতীয় দলকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ ট্রফি জয় করেছে অস্ট্রেলিয়া ৷ আমেদাবাদে এই বিরাট স্বপ্নভঙ্গের পর স্বাভাবিকভাবেই হতাশ অনুুরাগীরা ৷ নানাভাবে অনেকেই সমালোচনা করছেন ভারতীয় দলের ৷ তবে এরই মাঝে ঘটল এই অপ্রীতিকর ঘটনা ৷

গ্লেনের স্ত্রী তাঁর সাম্প্রতিক ইনস্টা পোস্টে জানিয়েছেন একথা ৷ তিনি লেখেন, "আর এইবার শুরু হল জঘন্য সব মেসেজ পাঠানো ৷ সুস্থ হয়ে উঠুন ৷ ভাবতেই পারছি না আমাকে এইসব কথা বলতে হচ্ছে ৷ আপনি ভারতীয় হতেই পারেন ৷ কিন্তু আপনি তো সেই দেশকেও সমর্থন করবেনই যেখানে আপনার জন্ম ৷ যে দলে আপনার স্বামী খেলছে এবং আপনার ছেলে খেলবে ৷ যাঁদের কোনও বুদ্ধি নেই তাঁরা একটু চুপ থাকুন ৷ আর সারা বিশ্বে আরও অনেক বিষয় আছে যা নিয়ে আলোচনা করা যায় ৷"

কয়েক কোটি ভারতীয় অনুরাগীর মন ভেঙেছে রবিবার ৷ অস্ট্রেলিয়ার দুরন্ত রণকৌশলের সামনে দাঁড়াতেই পারেনি 'মেন ইন ব্লু' ৷ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনও বিভাগেই লড়াই দিতে পারেননি ভারতীয় ক্রিকটাররা ৷ কিন্তু তাতে হতাশ হয়ে যেভাবে বিনিকে আক্রমণ করা হয়েছে তা মেনে নিতে পারেননি অনেকেই ৷

বিনির বাবা-মা ভারতীয় ৷ তাঁরা তামিলনাড়ুর মানুষ তবে বিনির জন্ম এবং বেড়ে ওঠা সবটাই মেলবোর্নে ৷ গতবছর 18 মার্চ তাঁর সঙ্গে ম্যাক্সির বিয়ে হয় ৷ এবছর ৷ এবছর সেপ্টেম্বরে প্রথম সন্তানের বাবা হন তিনি ৷ ম্যাক্সওয়েলের ছেলের নাম লোগান ৷ প্রসঙ্গত, ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন ৷ 150.37 স্ট্রাইক রেটে 9টি ম্যাচে 400 রান করেছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. বিশ্বজয়ী অধিনায়কের জায়গা হল না সেরা একাদশে, কামিন্সকে টেক্কা রোহিতের; দলে আর কারা
  2. তীরে এসেও তরী ডুবেছে বারবার, আইসিসি'র ফ্ল্যাগশিপ ইভেন্টে ব্যর্থতার বেড়াজালে 'টিম ইন্ডিয়া'

আমেদাবাদ, 20 নভেম্বর: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারের পর এবার অস্ট্রেলিয়ান ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের স্ত্রীকে আক্রমণ শুরু করল নেটপাড়া ৷ ভারতীয় বংশদ্ভুত বিনি রমনের সঙ্গে গত বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হন গ্লেন ৷ তাঁকেই কুরুচিকর আক্রমণ করতে শুরু করেছে কেউ কেউ ৷ রবিবার ভারতীয় দলকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ ট্রফি জয় করেছে অস্ট্রেলিয়া ৷ আমেদাবাদে এই বিরাট স্বপ্নভঙ্গের পর স্বাভাবিকভাবেই হতাশ অনুুরাগীরা ৷ নানাভাবে অনেকেই সমালোচনা করছেন ভারতীয় দলের ৷ তবে এরই মাঝে ঘটল এই অপ্রীতিকর ঘটনা ৷

গ্লেনের স্ত্রী তাঁর সাম্প্রতিক ইনস্টা পোস্টে জানিয়েছেন একথা ৷ তিনি লেখেন, "আর এইবার শুরু হল জঘন্য সব মেসেজ পাঠানো ৷ সুস্থ হয়ে উঠুন ৷ ভাবতেই পারছি না আমাকে এইসব কথা বলতে হচ্ছে ৷ আপনি ভারতীয় হতেই পারেন ৷ কিন্তু আপনি তো সেই দেশকেও সমর্থন করবেনই যেখানে আপনার জন্ম ৷ যে দলে আপনার স্বামী খেলছে এবং আপনার ছেলে খেলবে ৷ যাঁদের কোনও বুদ্ধি নেই তাঁরা একটু চুপ থাকুন ৷ আর সারা বিশ্বে আরও অনেক বিষয় আছে যা নিয়ে আলোচনা করা যায় ৷"

কয়েক কোটি ভারতীয় অনুরাগীর মন ভেঙেছে রবিবার ৷ অস্ট্রেলিয়ার দুরন্ত রণকৌশলের সামনে দাঁড়াতেই পারেনি 'মেন ইন ব্লু' ৷ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনও বিভাগেই লড়াই দিতে পারেননি ভারতীয় ক্রিকটাররা ৷ কিন্তু তাতে হতাশ হয়ে যেভাবে বিনিকে আক্রমণ করা হয়েছে তা মেনে নিতে পারেননি অনেকেই ৷

বিনির বাবা-মা ভারতীয় ৷ তাঁরা তামিলনাড়ুর মানুষ তবে বিনির জন্ম এবং বেড়ে ওঠা সবটাই মেলবোর্নে ৷ গতবছর 18 মার্চ তাঁর সঙ্গে ম্যাক্সির বিয়ে হয় ৷ এবছর ৷ এবছর সেপ্টেম্বরে প্রথম সন্তানের বাবা হন তিনি ৷ ম্যাক্সওয়েলের ছেলের নাম লোগান ৷ প্রসঙ্গত, ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন ৷ 150.37 স্ট্রাইক রেটে 9টি ম্যাচে 400 রান করেছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. বিশ্বজয়ী অধিনায়কের জায়গা হল না সেরা একাদশে, কামিন্সকে টেক্কা রোহিতের; দলে আর কারা
  2. তীরে এসেও তরী ডুবেছে বারবার, আইসিসি'র ফ্ল্যাগশিপ ইভেন্টে ব্যর্থতার বেড়াজালে 'টিম ইন্ডিয়া'
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.