ETV Bharat / sports

Maxwell Marries Vini : ভারতীয় বংশোদ্ভূত বান্ধবীর সঙ্গে শুভ পরিণয় ম্যাক্সওয়েলের - Glenn Maxwell marries his Indian-Origin girlfriend Vini Raman

প্রাথমিকভাবে জানা গিয়েছিল 27 মার্চ মেলবোর্নে অনুষ্ঠিত হবে ম্যাক্সওয়েলের বিয়ের অনুষ্ঠান ৷ কিন্তু শুক্রবারই চার হাত এক হল দু'জনের (Glenn Maxwell marries his Indian-Origin girlfriend Vini Raman) ৷

Maxwell Marries Vini
ভারতীয় বংশোদ্ভূত বান্ধবীর সঙ্গে শুভ পরিণয়ে আবদ্ধ হলেন ম্যাক্সওয়েল
author img

By

Published : Mar 19, 2022, 3:17 PM IST

মেলবোর্ন, 19 মার্চ : ভারতীয় বংশোদ্ভূত ভিনি রমনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অজি পিঞ্চ হিটার গ্লেন ম্যাক্সওয়েল ৷ 2020 বাগদান পর্ব সম্পন্ন হওয়ার পর গত মাসে ভিনি-ম্যাক্সওয়েলের বিয়ের একটি আমন্ত্রণ পত্র ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায় ৷ তা থেকেই জানা যায় মার্চে বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি ৷ তবে প্রাথমিকভাবে জানা গিয়েছিল 27 মার্চ মেলবোর্নে অনুষ্ঠিত হবে ম্যাক্সওয়েলের বিয়ের অনুষ্ঠান ৷ কিন্তু শুক্রবারই চার হাত এক হল দু'জনের (Glenn Maxwell marries his Indian-Origin girlfriend Vini Raman) ৷

অনুরাগীমহলের ধারণা আইপিএলের কারণেই বিয়ের তারিখ এগিয়ে এনেছেন আরসিবি তারকা ৷ শীঘ্রই ব্যাঙ্গালোর শিবিরে যোগ দেবেন এই পিঞ্চ হিটার ৷ এদিন ম্যাক্সওয়েলের হাতে হাত রেখে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন ভিনি ৷ লেখেন, "ভালবাসা মানে পরিপূর্ণতা ৷ আর তোমার সঙ্গেই আমি পরিপূর্ণ অনুভব করি ৷" সেই ছবি ইনস্টা স্টোরিতে শেয়ার করে অনুরাগীদের সুখবর দেন 'ম্যাক্সি' ৷ পরে বিবাহমঞ্চে ম্যাক্সওয়েলের সঙ্গে চুম্বনরত মুহূর্তের একটি ছবি শেয়ার করে ভিনি লেখেন, "মিস্টার অ্যান্ড মিসেস ম্যাক্সওয়েল ৷"

তামিল ব্রাহ্মণ কন্যা, পেশায় ফার্মাসিস্ট ভিনি রমনের বেড়ে ওঠা, পড়াশুনা সবই অস্ট্রেলিয়ায় ৷ যদিও তাঁর জন্মের আগেই সেদেশে পাড়ি দিয়েছিলেন ভিনির বাবা রামানুজ দাসান এবং মা বিজয়লক্ষী রমন ৷ 2017 ইনস্টাগ্রামে অজি ক্রিকেটারের সঙ্গে প্রথম ছবি পোস্ট করেছিলেন ভিনি ৷ এরপর 2019 অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পুরস্কার প্রদান অনুষ্ঠানে দু'জনকে একসঙ্গে দেখা যেতেই জল্পনার সূত্রপাত হয়েছিল ৷

আরও পড়ুন : ভারতীয় বংশোদ্ভূত বান্ধবীকে বিয়ে করছেন ম্যাক্সওয়েল

সেই জল্পনায় মান্যতা দিয়ে ভারতীয় বংশোদ্ভূত বান্ধবীর সঙ্গে 2020 মার্চে আংটি বদল করে নেন 'ম্যাড ম্যাক্স'৷ পরপরই বিয়েটাও সেরে ফেলার পরিকল্পনা করেছিলেন দু'জনে ৷ কিন্তু ভাইরাস সেই পরিকল্পনা ভেস্তে দেয় ৷ অবশেষে আগামী মাসে সম্পর্ক পূর্ণতা পাচ্ছে ভিনি-ম্যাক্সওয়েলের ৷

মেলবোর্ন, 19 মার্চ : ভারতীয় বংশোদ্ভূত ভিনি রমনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অজি পিঞ্চ হিটার গ্লেন ম্যাক্সওয়েল ৷ 2020 বাগদান পর্ব সম্পন্ন হওয়ার পর গত মাসে ভিনি-ম্যাক্সওয়েলের বিয়ের একটি আমন্ত্রণ পত্র ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায় ৷ তা থেকেই জানা যায় মার্চে বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি ৷ তবে প্রাথমিকভাবে জানা গিয়েছিল 27 মার্চ মেলবোর্নে অনুষ্ঠিত হবে ম্যাক্সওয়েলের বিয়ের অনুষ্ঠান ৷ কিন্তু শুক্রবারই চার হাত এক হল দু'জনের (Glenn Maxwell marries his Indian-Origin girlfriend Vini Raman) ৷

অনুরাগীমহলের ধারণা আইপিএলের কারণেই বিয়ের তারিখ এগিয়ে এনেছেন আরসিবি তারকা ৷ শীঘ্রই ব্যাঙ্গালোর শিবিরে যোগ দেবেন এই পিঞ্চ হিটার ৷ এদিন ম্যাক্সওয়েলের হাতে হাত রেখে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন ভিনি ৷ লেখেন, "ভালবাসা মানে পরিপূর্ণতা ৷ আর তোমার সঙ্গেই আমি পরিপূর্ণ অনুভব করি ৷" সেই ছবি ইনস্টা স্টোরিতে শেয়ার করে অনুরাগীদের সুখবর দেন 'ম্যাক্সি' ৷ পরে বিবাহমঞ্চে ম্যাক্সওয়েলের সঙ্গে চুম্বনরত মুহূর্তের একটি ছবি শেয়ার করে ভিনি লেখেন, "মিস্টার অ্যান্ড মিসেস ম্যাক্সওয়েল ৷"

তামিল ব্রাহ্মণ কন্যা, পেশায় ফার্মাসিস্ট ভিনি রমনের বেড়ে ওঠা, পড়াশুনা সবই অস্ট্রেলিয়ায় ৷ যদিও তাঁর জন্মের আগেই সেদেশে পাড়ি দিয়েছিলেন ভিনির বাবা রামানুজ দাসান এবং মা বিজয়লক্ষী রমন ৷ 2017 ইনস্টাগ্রামে অজি ক্রিকেটারের সঙ্গে প্রথম ছবি পোস্ট করেছিলেন ভিনি ৷ এরপর 2019 অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পুরস্কার প্রদান অনুষ্ঠানে দু'জনকে একসঙ্গে দেখা যেতেই জল্পনার সূত্রপাত হয়েছিল ৷

আরও পড়ুন : ভারতীয় বংশোদ্ভূত বান্ধবীকে বিয়ে করছেন ম্যাক্সওয়েল

সেই জল্পনায় মান্যতা দিয়ে ভারতীয় বংশোদ্ভূত বান্ধবীর সঙ্গে 2020 মার্চে আংটি বদল করে নেন 'ম্যাড ম্যাক্স'৷ পরপরই বিয়েটাও সেরে ফেলার পরিকল্পনা করেছিলেন দু'জনে ৷ কিন্তু ভাইরাস সেই পরিকল্পনা ভেস্তে দেয় ৷ অবশেষে আগামী মাসে সম্পর্ক পূর্ণতা পাচ্ছে ভিনি-ম্যাক্সওয়েলের ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.