ETV Bharat / sports

Gautam Gambhir in Controversy: কোহলি...কোহলি ধ্বনি শুনে মেজাজ হারিয়ে অশালীন ইঙ্গিত! কারণ দর্শালেন গম্ভীর - পাল্লাকেলেতে চলছে ভারত নেপাল ম্যাচ

এশিয়া কাপে সোমবার পাল্লাকেলেতে চলছে ভারত-নেপাল ম্যাচ ৷ ফিল্ডিং শেষ করে ব্যাটিংয়ে নেমেছে রোহিতরা ৷ তবে বৃষ্টিতে এখন আপাতত খেলা বন্ধ রয়েছে ৷ এরই মাঝে 'গম্ভীর' বিতর্ক ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োয় তাঁর ব্যবহারে অবাক নেটপাড়া ৷ যদিও, এনিয়ে জবাবও দিয়েছেন তিনি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 10:05 PM IST

ক্যান্ডি, 4 সেপ্টেম্বর: ফের 'গম্ভীর' বিতর্ক বাইশ গজে ৷ চলতি এশিয়া কাপে সম্প্রচারকারী চ্যানেলের হয়ে ধারাভাষ্যকারের দায়িত্ব সামলাচ্ছেন তিনি ৷ সোমবার এশিয়া কাপে ভারত-নেপাল ম্যাচের কমেন্ট্রি বক্সেও ছিলেন তিনি ৷ এদিন স্টেডিয়াম ছেড়ে তাঁকে উদ্দেশ্য করে কোহলি...কোহলি ধ্বনি ওঠে গ্যালারিতে ৷ যা শুনে আশ্চর্যজনকভাবে অনুরাগীদের অশালীন ইঙ্গিত করেন তিনি। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় গম্ভীরের সেই অশালীন ইঙ্গিতে অবাক নেটপাড়া ৷ তা ঘিরেই বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটার ৷ যদিও, এনিয়ে জবাবও দিয়েছেন তিনি ৷

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে বৃষ্টির চলাকালীন গম্ভীর এক ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতে মাঠের বাইরে যাচ্ছেন ৷ সেই সময় গ্যালারি থেকে 'কোহলি, কোহলি' স্লোগান শুনে ক্ষুব্ধ বিজেপি সাংসদ বিরাট ভক্তদের দিকে ঘুরে তাঁর মধ্যমা দেখান। এই ভিডিয়োটি এক্সের বিভিন্ন পেজ থেকে শেয়ার করা হয়েছে ৷ ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের তরফেও ৷ গত কয়েক মরশুম ধরে আইপিএলে কোহলি এবং গম্ভীরের ঝামেলা বারে বারেই চর্চার শিরোনামে এসেছে ৷ শনিবারও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কোহলির আউটের ধরন নিয়েও কম সমালোচনা করেননি গম্ভীর।

যদিও তাঁর অশালীন ইঙ্গিতের ব্যাখ্যা দিয়েছেন গম্ভীর ৷ এদি ভাইরাল ভিডিয়ো নিয়ে সংবাদসংস্থা এএনআইকে প্রাক্তন ক্রিকেটার বলেছেন, "সোশাল মিডিয়ায় যা দেখানো হচ্ছে তার কোনও সত্য নেই ৷ কারণ লোকেরা যা দেখাতে চায় তাই দেখায়। ভাইরাল হওয়া ভিডিয়োটির সত্যতা হল আপনার সামনে কেউ যদি ভারত বিরোধী স্লোগান দেয় এবং কাশ্মীর নিয়ে কথা বলে তাহলে আপনি অবশ্যই তার প্রতিক্রিয়া জানাবেন ৷ নিশ্চয় হেসে চলে যাবেন না। ওখানে 2-3 জন পাকিস্তানি ছিল যারা কাশ্মীর নিয়ে ভারত বিরোধী কথা বলছিল, তাই এটা আমার স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল। আমি আমার দেশের বিরুদ্ধে কিছু শুনতে পারি না। তাই, ইঙ্গিতটা ছিল আমার প্রতিক্রিয়া... ৷"

  • #WATCH | Kandy, Sri Lanka | On his recent viral video during Asia Cup 2023, former cricketer and BJP MP Gautam Gambhir says, "What is shown on social media has no truth in it because people show whatever they want to show. The truth about the video that went viral is that if you… pic.twitter.com/RX4MJVhmyd

    — ANI (@ANI) September 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বল হাতে দুরন্ত জাদেজা-সিরাজ! সুপার ফোরে পৌঁছতে ভারতের চাই 231

ক্যান্ডি, 4 সেপ্টেম্বর: ফের 'গম্ভীর' বিতর্ক বাইশ গজে ৷ চলতি এশিয়া কাপে সম্প্রচারকারী চ্যানেলের হয়ে ধারাভাষ্যকারের দায়িত্ব সামলাচ্ছেন তিনি ৷ সোমবার এশিয়া কাপে ভারত-নেপাল ম্যাচের কমেন্ট্রি বক্সেও ছিলেন তিনি ৷ এদিন স্টেডিয়াম ছেড়ে তাঁকে উদ্দেশ্য করে কোহলি...কোহলি ধ্বনি ওঠে গ্যালারিতে ৷ যা শুনে আশ্চর্যজনকভাবে অনুরাগীদের অশালীন ইঙ্গিত করেন তিনি। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় গম্ভীরের সেই অশালীন ইঙ্গিতে অবাক নেটপাড়া ৷ তা ঘিরেই বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটার ৷ যদিও, এনিয়ে জবাবও দিয়েছেন তিনি ৷

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে বৃষ্টির চলাকালীন গম্ভীর এক ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতে মাঠের বাইরে যাচ্ছেন ৷ সেই সময় গ্যালারি থেকে 'কোহলি, কোহলি' স্লোগান শুনে ক্ষুব্ধ বিজেপি সাংসদ বিরাট ভক্তদের দিকে ঘুরে তাঁর মধ্যমা দেখান। এই ভিডিয়োটি এক্সের বিভিন্ন পেজ থেকে শেয়ার করা হয়েছে ৷ ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের তরফেও ৷ গত কয়েক মরশুম ধরে আইপিএলে কোহলি এবং গম্ভীরের ঝামেলা বারে বারেই চর্চার শিরোনামে এসেছে ৷ শনিবারও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কোহলির আউটের ধরন নিয়েও কম সমালোচনা করেননি গম্ভীর।

যদিও তাঁর অশালীন ইঙ্গিতের ব্যাখ্যা দিয়েছেন গম্ভীর ৷ এদি ভাইরাল ভিডিয়ো নিয়ে সংবাদসংস্থা এএনআইকে প্রাক্তন ক্রিকেটার বলেছেন, "সোশাল মিডিয়ায় যা দেখানো হচ্ছে তার কোনও সত্য নেই ৷ কারণ লোকেরা যা দেখাতে চায় তাই দেখায়। ভাইরাল হওয়া ভিডিয়োটির সত্যতা হল আপনার সামনে কেউ যদি ভারত বিরোধী স্লোগান দেয় এবং কাশ্মীর নিয়ে কথা বলে তাহলে আপনি অবশ্যই তার প্রতিক্রিয়া জানাবেন ৷ নিশ্চয় হেসে চলে যাবেন না। ওখানে 2-3 জন পাকিস্তানি ছিল যারা কাশ্মীর নিয়ে ভারত বিরোধী কথা বলছিল, তাই এটা আমার স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল। আমি আমার দেশের বিরুদ্ধে কিছু শুনতে পারি না। তাই, ইঙ্গিতটা ছিল আমার প্রতিক্রিয়া... ৷"

  • #WATCH | Kandy, Sri Lanka | On his recent viral video during Asia Cup 2023, former cricketer and BJP MP Gautam Gambhir says, "What is shown on social media has no truth in it because people show whatever they want to show. The truth about the video that went viral is that if you… pic.twitter.com/RX4MJVhmyd

    — ANI (@ANI) September 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বল হাতে দুরন্ত জাদেজা-সিরাজ! সুপার ফোরে পৌঁছতে ভারতের চাই 231

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.