মেরঠ (উত্তরপ্রদেশ), 5 জুলাই: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন প্রাক্তন ভারতীয় স্যুইং বোলার প্রবীণ কুমার এবং তাঁর ছেলে ৷ মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের মেরঠে তাঁর গাড়িতে একটি ট্রেলার এসে ধাক্কা মারে বলে জানিয়েছেন প্রবীণ কুমার ৷ যে ঘটনা ফের একবার ভারতীয় স্টাম্পার-ব্যাটার ঋষভ পন্তের গাড়ি দুর্ঘটনার স্মৃতি উসকে দিল ৷ তবে এক্ষেত্রে কপাল জোড়ে বেঁচে গিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ৷
প্রবীণ কুমার সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, তিনি এবং তাঁর ছেলে এখন সুস্থই রয়েছেন ৷ তিনি বলেন, ‘‘আরও বাজে কোনও ঘটনা ঘটতে পারত ৷ কিন্তু, ঈশ্বর সহায় রয়েছেন তাই আমরা ভালো খেলছি এবং এখন আপনার সঙ্গে কথা বলতে পারছি ৷ আমি আমার ভাইপোকে বাড়িতে ছাড়তে গিয়েছিলাম ৷ কিন্তু, একটি বড় ট্রাক পিছন দিক থেকে এসে আমার গাড়িতে ধাক্কা মারে ৷ ঘটনাটি গতকাল রাত সাড়ে 9টার সময় ৷ ভাগ্য ভালো আমার গাড়িটি বড় ছিল ৷ তা না হলে বড় আঘাত লাগতে পারত ৷’’
প্রবীণ কুমার জানিয়েছেন, প্রথমটায় ভেবেছিলেন তাঁর গাড়ির বাম্পার ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ কিন্তু, গাড়ি থেকে নেমে তিনি দেখেন বড়সড় ক্ষতি হয়েছে দুর্ঘটনায় ৷ উল্লেখ্য, গতবছর ডিসেম্বর মাসের শেষের দিকে দিল্লি-দেরাদুন হাইওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্ত ৷ যে দুর্ঘটনার জেরে তিনি বহুদিন ক্রিকেট মাঠের বাইরে রয়েছেন ৷ তাঁর হাত, দুই পা ও পিঠে ভয়াবহ চোট লাগে ৷ যে ঘটনায় মুম্বইয়ের হাসপাতালে একাধিক অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে ভারতীয় ক্রিকেটারকে ৷
আরও পড়ুন: বার্বাডোজে স্যর গ্যারি সোবার্সের সঙ্গে সাক্ষাৎ ভারতীয় দলের
সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, ঋষভের গাড়ির গতি অনেকটাই বেশি ছিল ৷ ঋষভের গাড়িটি রাস্তার ডিভাইডার ভেঙে উলটোদিকের ফুটে চলে যায় ৷ এমনকি ক্রিকেটারের বিলাসবহুল ওই গাড়িতে দুর্ঘটনার জেরে আগুন ধরে গিয়েছিল ৷ আপাতত সুস্থ থাকলেও, ঋষভের রিহ্যাব চলছে ৷ তিনি হাঁটাচলা করতে পারছেন ৷ সম্প্রতি সিঁড়ি ভেঙে ওঠানামা করতে পারছেন, সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট ৷