ETV Bharat / sports

Vaughan praises Babar: বিরাটের ব্যাডপ্যাচে পাশে বাবর, পাক অধিনায়কের আচরণে 'মুগ্ধ' মাইকেল ভন

বাবর আজম জানিয়েছিলেন, খারাপ সময়ে কোহলির পাশেই রয়েছেন । পাক অধিনায়ক লিখেছিলেন, "এই সময়টাও এক দিন ঠিক কেটে যাবে। শক্ত থাকো ।" শুধু তাই নয়, শুক্রবার সাংবাদিক সম্মেলনেও বিরাটের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি (Babar Azam backs Virat Kohli) ।

Vaughan praises Babar For Tweet Supporting Virat
Vaughan praises Babar For Tweet Supporting Virat
author img

By

Published : Jul 16, 2022, 8:48 AM IST

লন্ডন, 16 জুলাই: লর্ডসে দলে ফিরেছিলেন । কিন্তু ফর্মে ফিরতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli Rough Patch continues) । ক্রিকেট মক্কায় দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বিরাট-ব্যাটে এসেছে মাত্র 16 রান । টেস্ট হোক বা টি-20 । ইংল্যান্ড সফরে এখনও পর্যন্ত কোহলিচিত ক্যারিশমা দেখা যায়নি । বিরাটের এহেন ব্যাডপ্যাচে যখন ক্রিকেটবিশ্বে সমালোচনার ঝড়, তখনই পাশে দাঁড়ানোর বার্তা এসেছিল ওয়াঘার ওপার থেকে ।

টুইট করে বাবর আজম জানিয়েছিলেন, খারাপ সময়ে কোহলির পাশেই রয়েছেন । পাক অধিনায়ক লিখেছিলেন, "এই সময়টাও এক দিন ঠিক কেটে যাবে। শক্ত থাকো ।" শুধু তাই নয়, শুক্রবার সাংবাদিক সম্মেলনেও বিরাটের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি । আর বাবরের এহেন খেলোয়াড়োচিত আচরণই মন কেড়েছে আরেক প্রাক্তন অধিনায়কের । পাকিস্তান অধিনায়কের সৌজন্যবোধ মুগ্ধ করেছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনকে (Michael Vaughan praises Babar Azam For Tweet Supporting Virat Kohli) ।

শেষ আড়াই বছরে বড় রান পাননি বিরাট । বেশ কয়েকবার বিশ্রাম চেয়েছেন বোর্ডের কাছে, তা মঞ্জুরও হয়েছে । তারপর থেকেই একে একে দেশের প্রাক্তনীদের বাণে বিদ্ধ হয়েছেন কোহলি । স্বয়ং কপিল দেব বলেছেন, অশ্বিনকে যদি টেস্ট দল থেকে বাইরে থাকতে হয়, বিরাটও অপরিহার্য নন । ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করার নিদানও দিয়েছেন অনেকেই ।

আরও পড়ুন : ক্যারিবিয়ান সফরে কোহলিহীন টিম ইন্ডিয়া, দলে ফিরলেন অশ্বিন

ঠিক সেই সময়েই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ থেকে এসেছে 'বিরাট' বার্তা । বিশ্বক্রিকেটে এই মুহূর্তে কোহলির সমকক্ষ ধরা হয় বাবরকে । কোহলি রান না পেলেও ব্যাট হাতে ছন্দে রয়েছেন পাক অধিনায়ক । ফলে এই সময় বাবরের এই বার্তাই শুধু ভন'ই নন, উচ্ছ্বসিত অনেক ক্রিকেট ভক্তও ।

লন্ডন, 16 জুলাই: লর্ডসে দলে ফিরেছিলেন । কিন্তু ফর্মে ফিরতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli Rough Patch continues) । ক্রিকেট মক্কায় দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বিরাট-ব্যাটে এসেছে মাত্র 16 রান । টেস্ট হোক বা টি-20 । ইংল্যান্ড সফরে এখনও পর্যন্ত কোহলিচিত ক্যারিশমা দেখা যায়নি । বিরাটের এহেন ব্যাডপ্যাচে যখন ক্রিকেটবিশ্বে সমালোচনার ঝড়, তখনই পাশে দাঁড়ানোর বার্তা এসেছিল ওয়াঘার ওপার থেকে ।

টুইট করে বাবর আজম জানিয়েছিলেন, খারাপ সময়ে কোহলির পাশেই রয়েছেন । পাক অধিনায়ক লিখেছিলেন, "এই সময়টাও এক দিন ঠিক কেটে যাবে। শক্ত থাকো ।" শুধু তাই নয়, শুক্রবার সাংবাদিক সম্মেলনেও বিরাটের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি । আর বাবরের এহেন খেলোয়াড়োচিত আচরণই মন কেড়েছে আরেক প্রাক্তন অধিনায়কের । পাকিস্তান অধিনায়কের সৌজন্যবোধ মুগ্ধ করেছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনকে (Michael Vaughan praises Babar Azam For Tweet Supporting Virat Kohli) ।

শেষ আড়াই বছরে বড় রান পাননি বিরাট । বেশ কয়েকবার বিশ্রাম চেয়েছেন বোর্ডের কাছে, তা মঞ্জুরও হয়েছে । তারপর থেকেই একে একে দেশের প্রাক্তনীদের বাণে বিদ্ধ হয়েছেন কোহলি । স্বয়ং কপিল দেব বলেছেন, অশ্বিনকে যদি টেস্ট দল থেকে বাইরে থাকতে হয়, বিরাটও অপরিহার্য নন । ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করার নিদানও দিয়েছেন অনেকেই ।

আরও পড়ুন : ক্যারিবিয়ান সফরে কোহলিহীন টিম ইন্ডিয়া, দলে ফিরলেন অশ্বিন

ঠিক সেই সময়েই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ থেকে এসেছে 'বিরাট' বার্তা । বিশ্বক্রিকেটে এই মুহূর্তে কোহলির সমকক্ষ ধরা হয় বাবরকে । কোহলি রান না পেলেও ব্যাট হাতে ছন্দে রয়েছেন পাক অধিনায়ক । ফলে এই সময় বাবরের এই বার্তাই শুধু ভন'ই নন, উচ্ছ্বসিত অনেক ক্রিকেট ভক্তও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.