ETV Bharat / sports

WTC Final : 2018-র পর প্রথমবার দুই ইনিংসে ভারতীয়দের নেই কোনও অর্ধশতরান - 2018-র পর প্রথমবার দুই ইনিংসে ভারতীয়দের নেই কোনও অর্ধশতরান

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয়দের দ্বিতীয় ইনিংসে মাত্র 170 রানে শেষ হয়ে যায় ৷ দলের হয়ে সর্বোচ্চ রান করেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ ৷ তিনি করেন 41 রান ৷ দলের দ্বিতীয় সর্বোচ্চ রান রোহিত শর্মার 30 ৷ এই দুই ক্রিকেটার ছাড়া আর কোনও ব্যাটসম্যান 20 রানের গণ্ডি পার করতে পারেননি ৷

দুই ইনিংসে ভারতীয়দের নেই কোনও অর্ধশতরান
দুই ইনিংসে ভারতীয়দের নেই কোনও অর্ধশতরান
author img

By

Published : Jun 23, 2021, 9:39 PM IST

সাউদাম্পটন, 23 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লজ্জার রেকর্ড গড়ল ভারত ৷ 2018 সালের পর এবারই প্রথম কোনও টেস্ট দুই ইনিংস মিলিয়ে কোনও অর্ধশতরান দেখা গেল না ভারতীয় ব্যাটসম্যানদের ৷ শেষ বার এমনটা ঘটেছিল 2018 সালের লর্ডস টেস্টে ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয়দের দ্বিতীয় ইনিংসে মাত্র 170 রানে শেষ হয়ে যায় ৷ দলের হয়ে সর্বোচ্চ রান করেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ ৷ তিনি করেন 41 রান ৷ দলের দ্বিতীয় সর্বোচ্চ রান রোহিত শর্মার 30 ৷ এই দুই ক্রিকেটার ছাড়া আর কোনও ব্যাটসম্যান 20 রানের গণ্ডি পার করতে পারেননি ৷

নিউজ়িল্যান্ডের হয়ে টিম সাউদি নেন 4টি উইকেট ৷ 3টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট ৷ এছাড়া কাইল জেমিসন নেন 2টি উইকেট ও ওয়াগনার নেন 1টি উইকেট ৷

আগের দিনে 2 উইকেটে 64 রান নিয়ে আজকের খেলা শুরু করেন কোহলি ও পূজারা ৷ কিন্তু খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই পরপর কোহলি ও পূজারাকে ফিরিয়ে দেন কাইল জেমিসন ৷

আরও পড়ুন : ICC Rankings : অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে উঠে এলেন জাদেজা

এরপর একে একে প্যাভিলিয়নে ফিরে যান ভারতীয় ক্রিকেটাররা ৷ যদিও কিছুটা চেষ্টা করেন ঋষভ পন্থ ৷ টেল এন্ডারদের সঙ্গী করে 41 রান করেন তিনি ৷ তবে শেষ পর্যন্ত চা পানের বিরতির আগে 170 রানে শেষ হয় ভারতের ইনিংস ৷

সাউদাম্পটন, 23 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লজ্জার রেকর্ড গড়ল ভারত ৷ 2018 সালের পর এবারই প্রথম কোনও টেস্ট দুই ইনিংস মিলিয়ে কোনও অর্ধশতরান দেখা গেল না ভারতীয় ব্যাটসম্যানদের ৷ শেষ বার এমনটা ঘটেছিল 2018 সালের লর্ডস টেস্টে ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয়দের দ্বিতীয় ইনিংসে মাত্র 170 রানে শেষ হয়ে যায় ৷ দলের হয়ে সর্বোচ্চ রান করেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ ৷ তিনি করেন 41 রান ৷ দলের দ্বিতীয় সর্বোচ্চ রান রোহিত শর্মার 30 ৷ এই দুই ক্রিকেটার ছাড়া আর কোনও ব্যাটসম্যান 20 রানের গণ্ডি পার করতে পারেননি ৷

নিউজ়িল্যান্ডের হয়ে টিম সাউদি নেন 4টি উইকেট ৷ 3টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট ৷ এছাড়া কাইল জেমিসন নেন 2টি উইকেট ও ওয়াগনার নেন 1টি উইকেট ৷

আগের দিনে 2 উইকেটে 64 রান নিয়ে আজকের খেলা শুরু করেন কোহলি ও পূজারা ৷ কিন্তু খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই পরপর কোহলি ও পূজারাকে ফিরিয়ে দেন কাইল জেমিসন ৷

আরও পড়ুন : ICC Rankings : অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে উঠে এলেন জাদেজা

এরপর একে একে প্যাভিলিয়নে ফিরে যান ভারতীয় ক্রিকেটাররা ৷ যদিও কিছুটা চেষ্টা করেন ঋষভ পন্থ ৷ টেল এন্ডারদের সঙ্গী করে 41 রান করেন তিনি ৷ তবে শেষ পর্যন্ত চা পানের বিরতির আগে 170 রানে শেষ হয় ভারতের ইনিংস ৷

For All Latest Updates

TAGGED:

WTC Final
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.