ETV Bharat / sports

ICC World Cup 2023: শুভমনের অসুস্থতায় বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই নজরে রিজার্ভ বেঞ্চ - ICC Cricket World Cup

Focus on Reserve Bench of Team India in ICC World Cup 2023: 8 অক্টোবর বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের এই ম্যাচে শুভমন নাও খেলতে পারেন ৷ কিন্তু, তাঁর বদলে ভারতের রিজার্ভ বেঞ্চও যথেষ্ঠ শক্তিশালী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 5:17 PM IST

মুম্বই, 6 অক্টোবর: অজিদের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে অসুস্থতার জন্য কার্যত ছিটকে গিয়েছেন শুভমন গিল ৷ চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগে ডেঙ্গি আক্রান্ত তিনি ৷ যদিও, টিম ম্যানেজমেন্ট আপাতত তাঁকে পুরোপুরি প্রথম একাদশ থেকে বাইরে রাখেনি ৷ আগামিকাল শুভমনের হেলথ বুলেটিন প্রকাশ করা হবে ৷ তার পরেই পুরো বিষয়টি নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে ৷ এই পরিস্থিতিতে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে নজরে ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চের শক্তি ৷

চলতি ক্রিকেট মরশুমে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন গিল ৷ জ্বর কমে গেলে তিনি শারীরিকভাবে ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকলে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে মাঠে নামাতেও পারে ৷ কিন্তু, তা না হলে, প্রথম একাদশে জায়গা করে নেওয়ার প্রধান দাবিদার হবেন সূর্যকুমার যাদব ৷ আর ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে নামবেন ঈশান কিষাণ ৷ সেক্ষেত্রে সূর্যকুমারকে 6 নম্বরে নামাবে টিম ম্যানেজমেন্ট ৷ কারণ, 3 নম্বরে বিরাটের পর, 4 নম্বরে শ্রেয়স এবং 5 নম্বরে কেএল রাহুলের জায়গা পাকা ৷ তবে, পরিস্থিতি অনুযায়ী মিডল-অর্ডারে বদল হলেও হতে পারে ৷

তবে, শুভমনের অনুপস্থিতি অধিনায়ক রোহিত শর্মার জন্য একটা বড় ধাক্কা হতে চলেছে ৷ কারণ, ডান-হাতি ওপেন ইনিংসের শুরুতে স্থিরতা প্রদান করেন ৷ ফলে উলটো দিকে রোহিতের বড় শট খেলার ক্ষেত্রে কোনও বাড়তি চাপ থাকে না ৷ সেখানে ঈশান কিষাণ শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে পছন্দ করেন ৷ তাই ওপেনিংয়ে অজিদের বিরুদ্ধে দু’দিকেই আগ্রাসী ব্যাটার নামা কিছুটা নেতিবাচকও ভারতের পক্ষে ৷ তবে, সেক্ষেত্রে সিনিয়র এবং অধিনায়ক হিসেবে রোহিতকে নিজের ভূমিকা বদল করতে হবে ৷

ভারতের ব্যাটিং লাইন-আপ

বিরাট কোহলি: এই বিশ্বকাপে ভারতের অন্যতম বাজি তার প্রাক্তন অধিনায়ক তথা দলের তারকা ব্যাটার বিরাট কোহলি ৷ ঘরের মাঠে এই বিশ্বকাপে বিরাটের ব্যাট জ্বলে উঠবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল ৷ 35 বছরেও পঁচিশের তরুণের মতো তাঁর ফিটনেস, ভারতীয় দলের অন্যতম সম্পদ ৷ আর কিং কোহলির ব্যাটিং নিয়ে তো কোনও প্রশ্ন থাকতেই পারে না ৷ প্রথমে ইনিংস গড়া এবং সেটিকে বড় ইনিংসে পরিণত করার কৌশল বিরাট কোহলির থেকে শেখার বর্তমান প্রজন্মের ৷ এমনকি এই বিশ্বকাপেই সচিন তেন্ডলকরের 51 ওয়ান-ডে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারেন মর্ডান-ডে গ্রেট বিরাট কোহলি ৷

রোহিত শর্মা: ভারত অধিনায়ক গত বিশ্বকাপে 5টি সেঞ্চুরি করেছিলেন ৷ যা একটি বিশ্বকাপে কোনও ক্রিকেটারের সর্বোচ্চ সেঞ্চুরি ৷ আর তাঁর অবলীলায় পুল, কাট, স্ল্যাশ, লব শট মারার দক্ষতা রোহিতকে এই ফরম্যাটের অন্যতম ভয়ংকর ব্যাটারদের মধ্যে জায়গা করে দিয়েছে ৷ পাশাপাশি, এই মুহূর্তে রোহিত শর্মা ফর্মেও রয়েছেন ৷ তাই ফর্মে থাকা রোহিত এই বিশ্বকাপে প্রতিপক্ষের রাতের ঘুম ওড়াতে প্রস্তুত ৷

শুভমন গিল: ভারতীয় দলের এই তরুণ ওপেনারের আলাদা করে পরিচিত প্রয়োজন নেই ৷ প্রথম ম্যাচে না থাকলেও, বিশ্বকাপের মঞ্চে এ বছর ওয়ান-ডে ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি করা ব্যাটার হিসেবে নামছেন তিনি ৷ ইতিমধ্যে সেই সংখ্যাটা 5 হয়ে গিয়েছে ৷ বিশ্বকাপে সেটি দশের কাছাকাছি পৌঁছে গেলে অবাক হওয়ার কিছু নেই ৷ আর একটি সেঞ্চুরি ইনিংস খেললেই আইসিসি ওয়ান-ডে ব়্যাংকিংয়ে বাবর আজমকে 1 নম্বর থেকে সরিয়ে তিনি সেই জায়গা দখল করবেন ৷

শ্রেয়স আইয়ার: চোট সারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজে সেঞ্চুরি করে প্রত্যাবর্তন করেছেন শ্রেয়স ৷ চার নম্বের ভারতের ব্যাটিংকে ভরসা জোগান তিনি ৷ আর চোটের পর তাঁর ফর্মে ফেরা ভারতের বিশ্বকাপ অভিযানে অন্যতম স্বস্তির বিষয় ৷ তিনি যেমন ইনিংস গড়তেও পারেন, প্রয়োজনে প্রতিপক্ষ বোলারদের উপর আক্রমণেও যেতে পারেন ৷

কেএল রাহুল: ভারতীয় দলে এই মুহূর্তে উইকেট-কিপার ব্যাটার হিসেবে খেলছেন রাহুল ৷ তিনিও এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে কামব্যাক করে সেঞ্চুরি করে ৷ এর পর একাধিক হাফ-সেঞ্চুরি ইনিংস খেলেছেন কেএল ৷ তাই পাঁচ নম্বরে ভারতের ব্যাটিংকে ভরসা দিচ্ছেন কর্ণাটকের এই ব্যাটার ৷ যার নিজস্ব দক্ষতা এবং ক্রিকেটীয় শটে কম ঝুঁকি নিয়ে রান করার ক্ষমতা রয়েছে ৷

সূর্যকুমার যাদব: স্কাই, ভারতীয় ব্যাটিংয়ে মিডল-অর্ডারে নামেন ৷ যেখানে তাঁর কাজ শেষের ওভারে বড় শট খেলে রান গতিকে বাড়ানো ৷ তবে, সাম্প্রতিককালে তাঁকে ইনিংস গড়তেও দেখা গিয়েছে ৷ তাই ফিনিশারের পাশাপাশি, তিনি চাপের মুহূর্তে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়কে ভরসা দেবেন ৷

হার্দিক পান্ডিয়া: ভারতের সহ-অধিনায়ক বর্তমানে এক অন্য ভূমিকা পালন করেন দলের হয়ে ৷ শেষ পর্যন্ত টিকে থেকে দলকে ম্যাচ জেতানোর দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়েছেন ৷ মহেন্দ্র সিং ধোনিকে আদর্শ মানা হার্দিক, বিশ্বকাপজয়ী অধিনায়কের ফেলে আসা ভূমিকা গ্রহণ করেছেন ৷ তাই 6 বা 7 নম্বরে হার্দিক ভারতীয় ব্যাটিংকে মজবুত করেন ৷ সেই সঙ্গে বল হাতে তাঁর পেস বোলিংয়ে মিডল-ওভারে উইকেট তোলার ক্ষমতা এই বিশ্বকাপে ভারতের অন্যতম শক্তি ৷

রবীন্দ্র জাদেজা: লোয়ার-অর্ডারে ভারতের স্পিনিং অল-রাউন্ডার জাদেজা রয়েছেন ৷ যিনি বাঁ-হাতি স্পিনের পাশাপাশি, ব্যাটেও মূল্যবান রান করতে সক্ষম ৷ অতীতে অনেক কঠিন পরিস্থিতি থেকে ভারতকে ব্যাটহাতে ম্যাচ জিতিয়েছেন স্যর রবীন্দ্র জাদেজা ৷

ভারতের বোলিং-বিভাগ

জসপ্রীত বুমরা: বিশ্বকাপে ভারতের পেস বোলিংয়ের নেতৃত্বে থাকবেন পেসার জসপ্রীত বুমরা ৷ পীঠের চোটরে অস্ত্রোপচারের পর ভারতীয় দলে কামব্যাক করেছেন বুমরা ৷ ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন তিনিও ৷ এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে দূরন্ত পারফর্ম্যান্স করেছিলেন তিনি ৷

মহম্মদ শামি: এই বিশ্বকাপে পেস বোলিং বিভাগের সবচেয়ে অভিজ্ঞ বোলার তিনি ৷ 2015 থেকে এ নিয়ে তিনটি বিশ্বকাপে ভারতের পেস বোলিং বিভাগে প্রতিনিধিত্ব করছেন ৷ আর দলের সিনিয়র পেসার হিসেবে বুমরার পাশাপাশি, তাঁর উপরেও দায়িত্ব থাকবে, বাকিদের গুরুত্বপূর্ণ সময়ে পথ দেখানোর ৷ বিশেষত, তাঁকে আদর্শ মানা তরুণ পেসার মহম্মদ সিরাজের ক্ষেত্রে ৷

মহম্মদ সিরাজ: এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র 50 রানে অল-আউট করার পিছনে একমাত্র কারণ মহম্মদ সিরাজের এক ওভারে 4 উইকেট নেওয়া ৷ ভারতের এই আগ্রাসী তরুণ পেসার, আগের থেকে অনেক পরিণত ৷ তাই বুমরার পাশাপাশি, তাঁর উপরেও থাকবে নতুন বলে উইকেট তোলার দায়িত্ব ৷ সেই সঙ্গে স্লগ ওভারেও কার্যকর ভূমিকা নিতে সক্ষম ভারতীয় দলের মিঞা ৷

রবিচন্দ্রন অশ্বিন: শেষ মুহূর্তে ভারতের বিশ্বকাপ পরিকল্পনার অংশ হয়েছেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ তাঁর স্পিন বোলিং ভারতকে কঠিন পরিস্থিতিতে ম্যাচ বের করতে সাহায্য করবে এই বিশ্বকাপে ৷ বিশেষত, যে দলে একাধিক বাঁ-হাতি ব্যাটার রয়েছেন ৷

কুলদীপ যাদব: ঘরের মাঠে 2023 বিশ্বকাপ কুলদীপের কাছে অন্যতম সেরা বিশ্বকাপ হতে পারে ৷ কারণ, আগের বিশ্বকাপের কুলদীপের থেকে এখনের কুলদীপের ফারাক ৷ যিনি বর্তমানে অনেক বেশি পরিণত ৷ সেই সঙ্গে গতি ও বৈচিত্র্যে ভরা চায়নাম্যান বোলার এই বিশ্বকাপে ঘরের মাঠে ভারতের অন্যতম বাজি ৷

মুম্বই, 6 অক্টোবর: অজিদের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে অসুস্থতার জন্য কার্যত ছিটকে গিয়েছেন শুভমন গিল ৷ চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগে ডেঙ্গি আক্রান্ত তিনি ৷ যদিও, টিম ম্যানেজমেন্ট আপাতত তাঁকে পুরোপুরি প্রথম একাদশ থেকে বাইরে রাখেনি ৷ আগামিকাল শুভমনের হেলথ বুলেটিন প্রকাশ করা হবে ৷ তার পরেই পুরো বিষয়টি নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে ৷ এই পরিস্থিতিতে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে নজরে ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চের শক্তি ৷

চলতি ক্রিকেট মরশুমে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন গিল ৷ জ্বর কমে গেলে তিনি শারীরিকভাবে ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকলে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে মাঠে নামাতেও পারে ৷ কিন্তু, তা না হলে, প্রথম একাদশে জায়গা করে নেওয়ার প্রধান দাবিদার হবেন সূর্যকুমার যাদব ৷ আর ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে নামবেন ঈশান কিষাণ ৷ সেক্ষেত্রে সূর্যকুমারকে 6 নম্বরে নামাবে টিম ম্যানেজমেন্ট ৷ কারণ, 3 নম্বরে বিরাটের পর, 4 নম্বরে শ্রেয়স এবং 5 নম্বরে কেএল রাহুলের জায়গা পাকা ৷ তবে, পরিস্থিতি অনুযায়ী মিডল-অর্ডারে বদল হলেও হতে পারে ৷

তবে, শুভমনের অনুপস্থিতি অধিনায়ক রোহিত শর্মার জন্য একটা বড় ধাক্কা হতে চলেছে ৷ কারণ, ডান-হাতি ওপেন ইনিংসের শুরুতে স্থিরতা প্রদান করেন ৷ ফলে উলটো দিকে রোহিতের বড় শট খেলার ক্ষেত্রে কোনও বাড়তি চাপ থাকে না ৷ সেখানে ঈশান কিষাণ শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে পছন্দ করেন ৷ তাই ওপেনিংয়ে অজিদের বিরুদ্ধে দু’দিকেই আগ্রাসী ব্যাটার নামা কিছুটা নেতিবাচকও ভারতের পক্ষে ৷ তবে, সেক্ষেত্রে সিনিয়র এবং অধিনায়ক হিসেবে রোহিতকে নিজের ভূমিকা বদল করতে হবে ৷

ভারতের ব্যাটিং লাইন-আপ

বিরাট কোহলি: এই বিশ্বকাপে ভারতের অন্যতম বাজি তার প্রাক্তন অধিনায়ক তথা দলের তারকা ব্যাটার বিরাট কোহলি ৷ ঘরের মাঠে এই বিশ্বকাপে বিরাটের ব্যাট জ্বলে উঠবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল ৷ 35 বছরেও পঁচিশের তরুণের মতো তাঁর ফিটনেস, ভারতীয় দলের অন্যতম সম্পদ ৷ আর কিং কোহলির ব্যাটিং নিয়ে তো কোনও প্রশ্ন থাকতেই পারে না ৷ প্রথমে ইনিংস গড়া এবং সেটিকে বড় ইনিংসে পরিণত করার কৌশল বিরাট কোহলির থেকে শেখার বর্তমান প্রজন্মের ৷ এমনকি এই বিশ্বকাপেই সচিন তেন্ডলকরের 51 ওয়ান-ডে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারেন মর্ডান-ডে গ্রেট বিরাট কোহলি ৷

রোহিত শর্মা: ভারত অধিনায়ক গত বিশ্বকাপে 5টি সেঞ্চুরি করেছিলেন ৷ যা একটি বিশ্বকাপে কোনও ক্রিকেটারের সর্বোচ্চ সেঞ্চুরি ৷ আর তাঁর অবলীলায় পুল, কাট, স্ল্যাশ, লব শট মারার দক্ষতা রোহিতকে এই ফরম্যাটের অন্যতম ভয়ংকর ব্যাটারদের মধ্যে জায়গা করে দিয়েছে ৷ পাশাপাশি, এই মুহূর্তে রোহিত শর্মা ফর্মেও রয়েছেন ৷ তাই ফর্মে থাকা রোহিত এই বিশ্বকাপে প্রতিপক্ষের রাতের ঘুম ওড়াতে প্রস্তুত ৷

শুভমন গিল: ভারতীয় দলের এই তরুণ ওপেনারের আলাদা করে পরিচিত প্রয়োজন নেই ৷ প্রথম ম্যাচে না থাকলেও, বিশ্বকাপের মঞ্চে এ বছর ওয়ান-ডে ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি করা ব্যাটার হিসেবে নামছেন তিনি ৷ ইতিমধ্যে সেই সংখ্যাটা 5 হয়ে গিয়েছে ৷ বিশ্বকাপে সেটি দশের কাছাকাছি পৌঁছে গেলে অবাক হওয়ার কিছু নেই ৷ আর একটি সেঞ্চুরি ইনিংস খেললেই আইসিসি ওয়ান-ডে ব়্যাংকিংয়ে বাবর আজমকে 1 নম্বর থেকে সরিয়ে তিনি সেই জায়গা দখল করবেন ৷

শ্রেয়স আইয়ার: চোট সারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজে সেঞ্চুরি করে প্রত্যাবর্তন করেছেন শ্রেয়স ৷ চার নম্বের ভারতের ব্যাটিংকে ভরসা জোগান তিনি ৷ আর চোটের পর তাঁর ফর্মে ফেরা ভারতের বিশ্বকাপ অভিযানে অন্যতম স্বস্তির বিষয় ৷ তিনি যেমন ইনিংস গড়তেও পারেন, প্রয়োজনে প্রতিপক্ষ বোলারদের উপর আক্রমণেও যেতে পারেন ৷

কেএল রাহুল: ভারতীয় দলে এই মুহূর্তে উইকেট-কিপার ব্যাটার হিসেবে খেলছেন রাহুল ৷ তিনিও এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে কামব্যাক করে সেঞ্চুরি করে ৷ এর পর একাধিক হাফ-সেঞ্চুরি ইনিংস খেলেছেন কেএল ৷ তাই পাঁচ নম্বরে ভারতের ব্যাটিংকে ভরসা দিচ্ছেন কর্ণাটকের এই ব্যাটার ৷ যার নিজস্ব দক্ষতা এবং ক্রিকেটীয় শটে কম ঝুঁকি নিয়ে রান করার ক্ষমতা রয়েছে ৷

সূর্যকুমার যাদব: স্কাই, ভারতীয় ব্যাটিংয়ে মিডল-অর্ডারে নামেন ৷ যেখানে তাঁর কাজ শেষের ওভারে বড় শট খেলে রান গতিকে বাড়ানো ৷ তবে, সাম্প্রতিককালে তাঁকে ইনিংস গড়তেও দেখা গিয়েছে ৷ তাই ফিনিশারের পাশাপাশি, তিনি চাপের মুহূর্তে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়কে ভরসা দেবেন ৷

হার্দিক পান্ডিয়া: ভারতের সহ-অধিনায়ক বর্তমানে এক অন্য ভূমিকা পালন করেন দলের হয়ে ৷ শেষ পর্যন্ত টিকে থেকে দলকে ম্যাচ জেতানোর দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়েছেন ৷ মহেন্দ্র সিং ধোনিকে আদর্শ মানা হার্দিক, বিশ্বকাপজয়ী অধিনায়কের ফেলে আসা ভূমিকা গ্রহণ করেছেন ৷ তাই 6 বা 7 নম্বরে হার্দিক ভারতীয় ব্যাটিংকে মজবুত করেন ৷ সেই সঙ্গে বল হাতে তাঁর পেস বোলিংয়ে মিডল-ওভারে উইকেট তোলার ক্ষমতা এই বিশ্বকাপে ভারতের অন্যতম শক্তি ৷

রবীন্দ্র জাদেজা: লোয়ার-অর্ডারে ভারতের স্পিনিং অল-রাউন্ডার জাদেজা রয়েছেন ৷ যিনি বাঁ-হাতি স্পিনের পাশাপাশি, ব্যাটেও মূল্যবান রান করতে সক্ষম ৷ অতীতে অনেক কঠিন পরিস্থিতি থেকে ভারতকে ব্যাটহাতে ম্যাচ জিতিয়েছেন স্যর রবীন্দ্র জাদেজা ৷

ভারতের বোলিং-বিভাগ

জসপ্রীত বুমরা: বিশ্বকাপে ভারতের পেস বোলিংয়ের নেতৃত্বে থাকবেন পেসার জসপ্রীত বুমরা ৷ পীঠের চোটরে অস্ত্রোপচারের পর ভারতীয় দলে কামব্যাক করেছেন বুমরা ৷ ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন তিনিও ৷ এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে দূরন্ত পারফর্ম্যান্স করেছিলেন তিনি ৷

মহম্মদ শামি: এই বিশ্বকাপে পেস বোলিং বিভাগের সবচেয়ে অভিজ্ঞ বোলার তিনি ৷ 2015 থেকে এ নিয়ে তিনটি বিশ্বকাপে ভারতের পেস বোলিং বিভাগে প্রতিনিধিত্ব করছেন ৷ আর দলের সিনিয়র পেসার হিসেবে বুমরার পাশাপাশি, তাঁর উপরেও দায়িত্ব থাকবে, বাকিদের গুরুত্বপূর্ণ সময়ে পথ দেখানোর ৷ বিশেষত, তাঁকে আদর্শ মানা তরুণ পেসার মহম্মদ সিরাজের ক্ষেত্রে ৷

মহম্মদ সিরাজ: এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র 50 রানে অল-আউট করার পিছনে একমাত্র কারণ মহম্মদ সিরাজের এক ওভারে 4 উইকেট নেওয়া ৷ ভারতের এই আগ্রাসী তরুণ পেসার, আগের থেকে অনেক পরিণত ৷ তাই বুমরার পাশাপাশি, তাঁর উপরেও থাকবে নতুন বলে উইকেট তোলার দায়িত্ব ৷ সেই সঙ্গে স্লগ ওভারেও কার্যকর ভূমিকা নিতে সক্ষম ভারতীয় দলের মিঞা ৷

রবিচন্দ্রন অশ্বিন: শেষ মুহূর্তে ভারতের বিশ্বকাপ পরিকল্পনার অংশ হয়েছেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ তাঁর স্পিন বোলিং ভারতকে কঠিন পরিস্থিতিতে ম্যাচ বের করতে সাহায্য করবে এই বিশ্বকাপে ৷ বিশেষত, যে দলে একাধিক বাঁ-হাতি ব্যাটার রয়েছেন ৷

কুলদীপ যাদব: ঘরের মাঠে 2023 বিশ্বকাপ কুলদীপের কাছে অন্যতম সেরা বিশ্বকাপ হতে পারে ৷ কারণ, আগের বিশ্বকাপের কুলদীপের থেকে এখনের কুলদীপের ফারাক ৷ যিনি বর্তমানে অনেক বেশি পরিণত ৷ সেই সঙ্গে গতি ও বৈচিত্র্যে ভরা চায়নাম্যান বোলার এই বিশ্বকাপে ঘরের মাঠে ভারতের অন্যতম বাজি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.