নয়াদিল্লি, 17 অক্টোবর : বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে চতুর্থবারের জন্য চেন্নাই সুপার কিংসকে আইপিএল চ্যাম্পিয়ন করে মাঠ ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি ৷ পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনেও হর্ষ ভোগলে'কে দেওয়া উত্তরে বুঝিয়ে দিয়েছেন, চালশে পড়লেও এখনও ফুরিয়ে যাননি তিনি ৷ এই ঘোষণায় তাঁর পরের বছর আইপিএল খেলা একপ্রকার নিশ্চিত ৷
তার ঠিক দু'দিন পরেই বিশেষ বার্তা এল চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে ৷ দু'মাস পরেই শুরু হচ্ছে দশ দলের 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মেগা অকশন' ৷ সংবাদসংস্থা এএনআই'কে এক সিএসকে আধিকারিক জানিয়েছেন, মেগা অকশনে প্রথম রিটেনশন কার্ড ব্যবহার করা হবে ধোনি'কে ধরে রাখাই উদ্দেশ্যে ৷ শুধু ধোনিই নন, চ্যাম্পিয়ন টিমের অনেককেই ধরে রাখার পরিকল্পনা রয়েছে চেন্নাই কর্তৃপক্ষের ৷
দিনকয়েক আগেই চেন্নাই সুপার কিংসের সাফল্যের রহস্য ফাঁস করেছেন ডোয়েন ব্র্যাভো । জানিয়েছিলেন, সতীর্থদের নিজের মতো করে খেলার যে স্বাধীনতা দিয়েছেন ধোনি, মাঠে তারই প্রতিফলন ঘটান চেন্নাইয়ের ক্রিকেটাররা । এছাড়াও ড্রেসিংরুমে প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে অদ্ভুতভাবে মিশে যান ধোনি । এতে ক্রিকেটাররা অন্য সব ভাবনা দূরে সরিয়ে শুধু ক্রিকেটের উপরই ফোকাস করতে বাধ্য হয় ৷ রুতুরাজ গায়কোয়াড়ের মতো তরুণ খেলোয়াড়ের মাথায় কমলা টুপি ওঠা তারই প্রতিফলন ৷
আইপিএল ফাইনালে ওঠার ম্যাচে আবির্ভূত হয়েছিলেন ফিনিশার ধোনি ৷ শেষ ওভারে বাউন্ডারি হাঁকিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন ক্যাপ্টেন কুল ৷ ফাইনালে দেখা গিয়েছে তাঁর চিরপরিচিত বরফ শীতল মস্তিষ্ক ৷ পরের বছরও দুই ভূমিকাতেই ধোনিকে কাজে লাগাতে চাইছে CSK ৷ তাকে সামনে রেখেই পঞ্চমবার আইপিএল খেতাব ঘরে তুলে মুম্বই'কে ছুঁতে মরিয়া চেন্নাই সুপার কিংস ৷