ETV Bharat / sports

FIR on MSD : 30 লাখের চেক বাউন্স, ধোনির নামে আদালতে প্রতারণার মামলা !

ডি এস এন্টারপ্রাইজ নামক এক সংস্থার মালিকের অভিযোগ, নিউ উপাজ বর্ধক ইন্ডিয়া লিমিটেড তাঁর সংস্থার সঙ্গে 30 লক্ষ টাকার প্রতারণা করেছে ৷ আর মহেন্দ্র সিং ধোনি যেহেতু কোম্পানির বিজ্ঞাপনের মুখ ছিলেন, তাই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্বজয়ী ক্রিকেট অধিনায়ককেও (FIR against Ms Dhoni Including Eight in Begusarai Cjm Court) ৷

FIR on MSD
ধোনির নামে মামলা বিহারের বেগুসরায় আদালতে !
author img

By

Published : May 30, 2022, 10:36 PM IST

পটনা, 30 মে : মামলা দায়ের হল বিশ্বজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামে ৷ জমির সার প্রস্তুতকারী একটি সংস্থার সঙ্গে জুড়ে থাকার কারণে বিহারের বেগুসরাইয়ের সিজেএম আদালতে ধোনি-সহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন ডি এস এন্টারপ্রাইজ নামক এক সংস্থার মালিক ৷ সংস্থাটির মালিকের অভিযোগ, নিউ উপাজ বর্ধক ইন্ডিয়া লিমিটেড তাঁর সংস্থার সঙ্গে 30 লক্ষ টাকার প্রতারণা করেছে ৷ আর মহেন্দ্র সিং ধোনি যেহেতু কোম্পানির বিজ্ঞাপনের মুখ ছিলেন, তাই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্বজয়ী ক্রিকেট অধিনায়ককেও (FIR against Ms Dhoni Including Eight in Begusarai Cjm Court) ৷

জানা গিয়েছে, নিউ উপাজ বর্ধক ইন্ডিয়া লিমিটেডকে উৎপাদিত একটি কীটনাশক বিক্রি ইস্যুতে ডিএস এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ৷ কিন্তু ডিএস এন্টারপ্রাইজের অভিযোগ, 30 লক্ষ টাকা দিয়ে কোম্পানির কাছ থেকে কীটনাশক ক্রয়ের পর তা বিক্রির ব্যাপারে সংশ্লিষ্ট কোম্পানি কোনওভাবে সাহায্য করেনি ৷ চুক্তির খেলাপ হওয়ায় ডিএস এন্টারপ্রাইজ নিউ উপাজ বর্ধক ইন্ডিয়া লিমিটেডকে তাদের উৎপাদিত পণ্য ফিরিয়ে দেয় ৷

আরও পড়ুন : পরের মরশুমেও থাকছেন মাহি; চেন্নাইয়ের মাঠ থেকেই 'আলবিদা'

পরিবর্তে কোম্পানিটি এন্টারপ্রাইজ সংস্থাকে 30 লক্ষ টাকার যে চেক ফেরৎ দেয়, সেই চেক নাকি বাউন্স হয় ৷ অর্থাৎ, কোম্পানিকে তাদের পণ্য ফিরিয়ে দিলেও ডিএস এন্টারপ্রাইজ এখনও প্রাপ্য অর্থ ফেরত পায়নি ৷ সবমিলিয়ে কোম্পানির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে এন্টারপ্রাইজ সংস্থার মালিক ৷ আর কোম্পানির সঙ্গে জুড়ে থাকার কারণে মামলায় নাম জড়াল এমএসডি-র ৷ বেগুসরাই সিজেএম আদালতে মামলার পরবর্তী শুনানি আগামী 28 জুন ৷

পটনা, 30 মে : মামলা দায়ের হল বিশ্বজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামে ৷ জমির সার প্রস্তুতকারী একটি সংস্থার সঙ্গে জুড়ে থাকার কারণে বিহারের বেগুসরাইয়ের সিজেএম আদালতে ধোনি-সহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন ডি এস এন্টারপ্রাইজ নামক এক সংস্থার মালিক ৷ সংস্থাটির মালিকের অভিযোগ, নিউ উপাজ বর্ধক ইন্ডিয়া লিমিটেড তাঁর সংস্থার সঙ্গে 30 লক্ষ টাকার প্রতারণা করেছে ৷ আর মহেন্দ্র সিং ধোনি যেহেতু কোম্পানির বিজ্ঞাপনের মুখ ছিলেন, তাই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্বজয়ী ক্রিকেট অধিনায়ককেও (FIR against Ms Dhoni Including Eight in Begusarai Cjm Court) ৷

জানা গিয়েছে, নিউ উপাজ বর্ধক ইন্ডিয়া লিমিটেডকে উৎপাদিত একটি কীটনাশক বিক্রি ইস্যুতে ডিএস এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ৷ কিন্তু ডিএস এন্টারপ্রাইজের অভিযোগ, 30 লক্ষ টাকা দিয়ে কোম্পানির কাছ থেকে কীটনাশক ক্রয়ের পর তা বিক্রির ব্যাপারে সংশ্লিষ্ট কোম্পানি কোনওভাবে সাহায্য করেনি ৷ চুক্তির খেলাপ হওয়ায় ডিএস এন্টারপ্রাইজ নিউ উপাজ বর্ধক ইন্ডিয়া লিমিটেডকে তাদের উৎপাদিত পণ্য ফিরিয়ে দেয় ৷

আরও পড়ুন : পরের মরশুমেও থাকছেন মাহি; চেন্নাইয়ের মাঠ থেকেই 'আলবিদা'

পরিবর্তে কোম্পানিটি এন্টারপ্রাইজ সংস্থাকে 30 লক্ষ টাকার যে চেক ফেরৎ দেয়, সেই চেক নাকি বাউন্স হয় ৷ অর্থাৎ, কোম্পানিকে তাদের পণ্য ফিরিয়ে দিলেও ডিএস এন্টারপ্রাইজ এখনও প্রাপ্য অর্থ ফেরত পায়নি ৷ সবমিলিয়ে কোম্পানির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে এন্টারপ্রাইজ সংস্থার মালিক ৷ আর কোম্পানির সঙ্গে জুড়ে থাকার কারণে মামলায় নাম জড়াল এমএসডি-র ৷ বেগুসরাই সিজেএম আদালতে মামলার পরবর্তী শুনানি আগামী 28 জুন ৷

For All Latest Updates

TAGGED:

FIR on MSD
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.