ETV Bharat / sports

FIR on MSD : 30 লাখের চেক বাউন্স, ধোনির নামে আদালতে প্রতারণার মামলা ! - FIR against Ms Dhoni Including Eight in Begusarai Cjm Court

ডি এস এন্টারপ্রাইজ নামক এক সংস্থার মালিকের অভিযোগ, নিউ উপাজ বর্ধক ইন্ডিয়া লিমিটেড তাঁর সংস্থার সঙ্গে 30 লক্ষ টাকার প্রতারণা করেছে ৷ আর মহেন্দ্র সিং ধোনি যেহেতু কোম্পানির বিজ্ঞাপনের মুখ ছিলেন, তাই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্বজয়ী ক্রিকেট অধিনায়ককেও (FIR against Ms Dhoni Including Eight in Begusarai Cjm Court) ৷

FIR on MSD
ধোনির নামে মামলা বিহারের বেগুসরায় আদালতে !
author img

By

Published : May 30, 2022, 10:36 PM IST

পটনা, 30 মে : মামলা দায়ের হল বিশ্বজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামে ৷ জমির সার প্রস্তুতকারী একটি সংস্থার সঙ্গে জুড়ে থাকার কারণে বিহারের বেগুসরাইয়ের সিজেএম আদালতে ধোনি-সহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন ডি এস এন্টারপ্রাইজ নামক এক সংস্থার মালিক ৷ সংস্থাটির মালিকের অভিযোগ, নিউ উপাজ বর্ধক ইন্ডিয়া লিমিটেড তাঁর সংস্থার সঙ্গে 30 লক্ষ টাকার প্রতারণা করেছে ৷ আর মহেন্দ্র সিং ধোনি যেহেতু কোম্পানির বিজ্ঞাপনের মুখ ছিলেন, তাই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্বজয়ী ক্রিকেট অধিনায়ককেও (FIR against Ms Dhoni Including Eight in Begusarai Cjm Court) ৷

জানা গিয়েছে, নিউ উপাজ বর্ধক ইন্ডিয়া লিমিটেডকে উৎপাদিত একটি কীটনাশক বিক্রি ইস্যুতে ডিএস এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ৷ কিন্তু ডিএস এন্টারপ্রাইজের অভিযোগ, 30 লক্ষ টাকা দিয়ে কোম্পানির কাছ থেকে কীটনাশক ক্রয়ের পর তা বিক্রির ব্যাপারে সংশ্লিষ্ট কোম্পানি কোনওভাবে সাহায্য করেনি ৷ চুক্তির খেলাপ হওয়ায় ডিএস এন্টারপ্রাইজ নিউ উপাজ বর্ধক ইন্ডিয়া লিমিটেডকে তাদের উৎপাদিত পণ্য ফিরিয়ে দেয় ৷

আরও পড়ুন : পরের মরশুমেও থাকছেন মাহি; চেন্নাইয়ের মাঠ থেকেই 'আলবিদা'

পরিবর্তে কোম্পানিটি এন্টারপ্রাইজ সংস্থাকে 30 লক্ষ টাকার যে চেক ফেরৎ দেয়, সেই চেক নাকি বাউন্স হয় ৷ অর্থাৎ, কোম্পানিকে তাদের পণ্য ফিরিয়ে দিলেও ডিএস এন্টারপ্রাইজ এখনও প্রাপ্য অর্থ ফেরত পায়নি ৷ সবমিলিয়ে কোম্পানির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে এন্টারপ্রাইজ সংস্থার মালিক ৷ আর কোম্পানির সঙ্গে জুড়ে থাকার কারণে মামলায় নাম জড়াল এমএসডি-র ৷ বেগুসরাই সিজেএম আদালতে মামলার পরবর্তী শুনানি আগামী 28 জুন ৷

পটনা, 30 মে : মামলা দায়ের হল বিশ্বজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামে ৷ জমির সার প্রস্তুতকারী একটি সংস্থার সঙ্গে জুড়ে থাকার কারণে বিহারের বেগুসরাইয়ের সিজেএম আদালতে ধোনি-সহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন ডি এস এন্টারপ্রাইজ নামক এক সংস্থার মালিক ৷ সংস্থাটির মালিকের অভিযোগ, নিউ উপাজ বর্ধক ইন্ডিয়া লিমিটেড তাঁর সংস্থার সঙ্গে 30 লক্ষ টাকার প্রতারণা করেছে ৷ আর মহেন্দ্র সিং ধোনি যেহেতু কোম্পানির বিজ্ঞাপনের মুখ ছিলেন, তাই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্বজয়ী ক্রিকেট অধিনায়ককেও (FIR against Ms Dhoni Including Eight in Begusarai Cjm Court) ৷

জানা গিয়েছে, নিউ উপাজ বর্ধক ইন্ডিয়া লিমিটেডকে উৎপাদিত একটি কীটনাশক বিক্রি ইস্যুতে ডিএস এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ৷ কিন্তু ডিএস এন্টারপ্রাইজের অভিযোগ, 30 লক্ষ টাকা দিয়ে কোম্পানির কাছ থেকে কীটনাশক ক্রয়ের পর তা বিক্রির ব্যাপারে সংশ্লিষ্ট কোম্পানি কোনওভাবে সাহায্য করেনি ৷ চুক্তির খেলাপ হওয়ায় ডিএস এন্টারপ্রাইজ নিউ উপাজ বর্ধক ইন্ডিয়া লিমিটেডকে তাদের উৎপাদিত পণ্য ফিরিয়ে দেয় ৷

আরও পড়ুন : পরের মরশুমেও থাকছেন মাহি; চেন্নাইয়ের মাঠ থেকেই 'আলবিদা'

পরিবর্তে কোম্পানিটি এন্টারপ্রাইজ সংস্থাকে 30 লক্ষ টাকার যে চেক ফেরৎ দেয়, সেই চেক নাকি বাউন্স হয় ৷ অর্থাৎ, কোম্পানিকে তাদের পণ্য ফিরিয়ে দিলেও ডিএস এন্টারপ্রাইজ এখনও প্রাপ্য অর্থ ফেরত পায়নি ৷ সবমিলিয়ে কোম্পানির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে এন্টারপ্রাইজ সংস্থার মালিক ৷ আর কোম্পানির সঙ্গে জুড়ে থাকার কারণে মামলায় নাম জড়াল এমএসডি-র ৷ বেগুসরাই সিজেএম আদালতে মামলার পরবর্তী শুনানি আগামী 28 জুন ৷

For All Latest Updates

TAGGED:

FIR on MSD
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.