চেন্নাই, 30 অগস্ট: এশিয়া কাপে পাকিস্তানকে হারানোটাই সবচেয়ে কঠিন বলে মনে করছেন ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ আর সেই কাজটা আরও কঠিন করে তুলবেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং উইকেটরক্ষক ব্যাটার মহম্মদ রিজওয়ান ৷ এই দুই ব্যাটার উপমহাদেশীয় পরিবেশে সবচেয়ে বেশি ভয়ংকর হয়ে উঠবেন বলে জানিয়েছেন অশ্বিন ৷
ভারতের অফস্পিনার তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, ভারত এবং পাকিস্তান এই এশিয়া কাপের সেরা দুই দল ৷ আর সেখানে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান যদি লাগাতার পাকিস্তানের জন্য রান করে যান, তাহলে পাকিস্তান এশিয়া কাপ এবং বিশ্বকাপ জয়ের ক্ষেত্রেও অন্যতম সেরা দল হয়ে উঠবেন বলে মনে করেন অশ্বিন ৷ তিনি বলেন, "পাকিস্তান দল হিসেবে অসাধারণ হওয়ায় টুর্নামেন্টে একটা ধাক্কা লাগার সম্ভাবনা রয়েছে ৷"
আজ এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে মুলতানের মাঠে খেলতে নেমেছে পাকিস্তান ৷ প্রথমে ব্যাট করে পাকিস্তান দুই ওপেনার এবং উইকেট-কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান আউট হয়ে গিয়েছেন ৷ তবে, এই ম্যাচের থেকেও সবাই বেশি করে অপেক্ষায় রয়েছে আগামী 2 সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান দ্বৈরথের জন্য ৷ অশ্বিন বলেন, "পাকিস্তান দলের গভীরতা তাদের এশিয়া কাপ জয়ের দাবিদার করে তুলেছে ৷ আর বিশ্বকাপ জয়ের সম্ভাব্য সেরা দলগুলির মধ্যেও রয়েছে পাকিস্তান ৷ আর এই পুরোটাই তাদের দলের গভীরতার জন্য ৷ পাকিস্তান তাদের ক্রিকেটারদের দারুণভাবে তৈরি করেছে ৷"
আরও পড়ুন: পাকিস্তান-সহ এশিয়া কাপে প্রথম দু'ম্যাচে নেই রাহুল, জানিয়ে দিলেন দ্রাবিড়
অশ্বিন মনে করেন, বাবর আজমদের এই প্রভূত উন্নতির পিছনে তাদের 'ট্যাপ-বল' ক্রিকেটের অবদান রয়েছে ৷ যে কারণে, সবসময় গুচ্ছ ধরে বিশ্বমানের পেসার আন্তর্জাতিক ক্রিকেটে উপহার দিয়েছে পাকিস্তান ৷ 1990-এর শেষ থেকে যেভাবে পাকিস্তানের ব্যাটিং শক্তিশালী হয়েছে, তার প্রশংসা করেন অশ্বিন ৷ তবে, বিশ্বের যে কোনও প্রান্তে বর্তমানে পাকিস্তানের ব্যাটাররা ভালো খেলছে ৷ এর অন্যতম কারণ হিসেবে অশ্বিন মনে করেন, পাকিস্তান ক্রিকেটাররা বিশ্বের বিভিন্ন লিগে অংশ নেন ৷ সেই কারণে, তাঁদের ব্যাটিংয়েও উন্নতি হয়েছে ৷
(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)