ETV Bharat / sports

ICC World Cup 2023: ভারতীয় দলকে ভয় পাচ্ছে সবাই, সৌজন্যে রোহিত-রাহুল; মত প্রাক্তন ভারতীয় স্পিনারের - রোহিত শর্মা

Former Indian Cricketer Praises Rohit Sharma and Rahul Dravid: চলতি আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল ৷ সামনে যে প্রতিপক্ষই আসছে, ব্যাটে-বলে সেই প্রতিপক্ষকে ধরাশায়ী করে দিচ্ছে রোহিত শর্মার দল ৷ ভারতের এই অপ্রতিরোধ্য পারফর্ম্যান্স নিয়ে ইটিভি ভারতের প্রতীক পার্থসারথীকে বিশেষ সাক্ষাৎকার দিলেন প্রাক্তন ভারতীয় স্পিনার রাজেশ চৌহ্বান ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 9:46 PM IST

হায়দরাবাদ, 7 নভেম্বর: 'ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগ' হিসাবে ধরা হচ্ছে বর্তমান দলকে ৷ বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স বিচার করে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ এমনটাই বলছে ৷ যেখান ব্যাটিং হোক বা বোলিং, প্রতিপক্ষ যে দলই হোক না কেন, ভারতের সামনে কেউ মাথা তুলে দাঁড়াতে পারছে না ৷ ভারতীয় দলের এই অসাধারণ পারফরম্যান্স নিয়ে ইটিভি ভারতকে বিশেষ সাক্ষাৎকার দিলেন প্রাক্তন ভারতীয় স্পিনার রাজেশ চৌহান ৷ এই বিশ্বকাপে তাঁর কাছে ভারতই এই মুহূর্তে একমাত্র ফেভারিট দল ৷

পাঁচ বোলারের অসাধারণ পারফরম্যান্স

রাজেশ চৌহান বলেন, ‘‘পাঁচ বোলারে খেলার সিদ্ধান্ত এই বিশ্বকাপে ভারতীয় দলের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত ৷ এই সিদ্ধান্তের ফলে ভারতীয় বোলাররা সাহসের সঙ্গে তাঁদের বোলিং স্কিল ও স্কেল তুলে ধরেছেন ৷ সেই সঙ্গে টিম ম্যানেজমেন্ট যে বিশ্বাস তাঁদের উপরে দেখিয়েছে, তা আরও বাড়িয়ে তুলছেন ৷ সেখানে পেসার থেকে শুরু করে স্পিনার সবাই সমানভাবে প্রতিপক্ষের ব্যাটারদের সমস্যায় ফেলছেন ৷ আর সেটাই ভারতের সাফল্যের অন্যতম কারণ হয়ে উঠেছে ৷’’

অধিনায়ক রোহিত শর্মা: মাঠে ও মাঠের বাইরের নেতা

ভারতের এই সাফল্যে অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করেছেন রাজেশ ৷ তিনি জানান, ক্রিকেট মাঠে রোহিতের তুখর সিদ্ধান্ত পুরো দলের পারফরম্যান্সে পড়েছে ৷ রোহিত শুধু অধিনায়ক হিসেবে নন, দলের প্রতিটি তরুণ ক্রিকেটারের মেন্টরের ভূমিকা পালন করছেন বলে জানান রাজেশ ৷ আর সেই নেতৃত্বের কারণে দলের বাকিদের মধ্যেও জয়ের ইচ্ছেটা আরও প্রবল হয়ে উঠছে ৷

আরও পড়ুন: বিশ্বকাপে প্রথম আফগান সেঞ্চুরি! অজিদের সামনে বড় রানের লক্ষ্য

আর তার থেকেও বড় বিষয় হল, ভারত আগে ব্যাট করুক বা পরে, রোহিতের বিধ্বংসী ব্যাটিং দলে এক ইতিবাচক বার্তা বয়ে আনছে ৷ স্কোরবোর্ডের চাপ একার দায়িত্বে কাটিয়ে দিচ্ছেন রোহিত ৷ যা পরবর্তী ক্ষেত্রে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলকে অনেক স্বস্তি দিচ্ছে ৷ ফলে তাঁরা শেষ পর্যন্ত খেলে ম্যাচ জিতিয়ে বা বড় রান স্কোরবোর্ডে তুলতে পারছেন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

খেলোয়াড়দের মধ্যে দারুণ বোঝাপড়া ও একতা

অনিল কুম্বলে এবং ভেঙ্কটপতি রাজুর সঙ্গে তৃতীয় স্পিনার ছিলেন রাজেশ চৌহান ৷ এই তিনজনের বন্ডিং ভারতীয় দলে যেমন উদাহরণ ছিল, তেমনি ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটারের একতা এই বিশ্বকাপে সেরা প্রাপ্তি বলে মনে করেন প্রাক্তন ভারতীয় স্পিনার ৷ পুরো দলটা একটা পরিবারে মতো একজোট হয়ে নিজেদের উজাড় করে দিচ্ছে ৷ যেখানে একে অপরকে সঙ্গে নিয়ে প্রত্যেকে এগিয়ে চলেছেন ৷ আর অতীতে এই দল নিয়ে হওয়া যত বিতর্ক, সবকিছুকে ধুয়েমুছে সাফ করে দিয়েছেন বলে মনে উল্লেখ করেন চৌহ্বান ৷

আরও পড়ুন: আঙুলের হাড়ে চিড়, এক ম্যাচ আগেই বিশ্বকাপ শেষ শাকিবের

এখানে কোচ রাহুল দ্রাবিড়ের ভূমিকার প্রশংসা করেন তিনি ৷ তাঁর মতে, রাহুল দ্রাবিড় একজন বড়মাপের ক্রিকেটার যেমন ছিলেন, তেমনই একজন অসাধারণ কোচ ৷ একজন অসামান্য ক্রিকেট ম্যানেজার হিসেবে নিজেকের রাহুল প্রমাণ করেছেন বলে মত রাজেশের ৷ রাহুল দ্রাবিড় দক্ষতার সঙ্গে ভারতীয় দলের অন্যান্য বিষয়গুলিকে সামলাচ্ছেন ৷ আর তার ফলে ভারতের খেলায় এই দাপট দেখা যাচ্ছে ৷

হায়দরাবাদ, 7 নভেম্বর: 'ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগ' হিসাবে ধরা হচ্ছে বর্তমান দলকে ৷ বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স বিচার করে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ এমনটাই বলছে ৷ যেখান ব্যাটিং হোক বা বোলিং, প্রতিপক্ষ যে দলই হোক না কেন, ভারতের সামনে কেউ মাথা তুলে দাঁড়াতে পারছে না ৷ ভারতীয় দলের এই অসাধারণ পারফরম্যান্স নিয়ে ইটিভি ভারতকে বিশেষ সাক্ষাৎকার দিলেন প্রাক্তন ভারতীয় স্পিনার রাজেশ চৌহান ৷ এই বিশ্বকাপে তাঁর কাছে ভারতই এই মুহূর্তে একমাত্র ফেভারিট দল ৷

পাঁচ বোলারের অসাধারণ পারফরম্যান্স

রাজেশ চৌহান বলেন, ‘‘পাঁচ বোলারে খেলার সিদ্ধান্ত এই বিশ্বকাপে ভারতীয় দলের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত ৷ এই সিদ্ধান্তের ফলে ভারতীয় বোলাররা সাহসের সঙ্গে তাঁদের বোলিং স্কিল ও স্কেল তুলে ধরেছেন ৷ সেই সঙ্গে টিম ম্যানেজমেন্ট যে বিশ্বাস তাঁদের উপরে দেখিয়েছে, তা আরও বাড়িয়ে তুলছেন ৷ সেখানে পেসার থেকে শুরু করে স্পিনার সবাই সমানভাবে প্রতিপক্ষের ব্যাটারদের সমস্যায় ফেলছেন ৷ আর সেটাই ভারতের সাফল্যের অন্যতম কারণ হয়ে উঠেছে ৷’’

অধিনায়ক রোহিত শর্মা: মাঠে ও মাঠের বাইরের নেতা

ভারতের এই সাফল্যে অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করেছেন রাজেশ ৷ তিনি জানান, ক্রিকেট মাঠে রোহিতের তুখর সিদ্ধান্ত পুরো দলের পারফরম্যান্সে পড়েছে ৷ রোহিত শুধু অধিনায়ক হিসেবে নন, দলের প্রতিটি তরুণ ক্রিকেটারের মেন্টরের ভূমিকা পালন করছেন বলে জানান রাজেশ ৷ আর সেই নেতৃত্বের কারণে দলের বাকিদের মধ্যেও জয়ের ইচ্ছেটা আরও প্রবল হয়ে উঠছে ৷

আরও পড়ুন: বিশ্বকাপে প্রথম আফগান সেঞ্চুরি! অজিদের সামনে বড় রানের লক্ষ্য

আর তার থেকেও বড় বিষয় হল, ভারত আগে ব্যাট করুক বা পরে, রোহিতের বিধ্বংসী ব্যাটিং দলে এক ইতিবাচক বার্তা বয়ে আনছে ৷ স্কোরবোর্ডের চাপ একার দায়িত্বে কাটিয়ে দিচ্ছেন রোহিত ৷ যা পরবর্তী ক্ষেত্রে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলকে অনেক স্বস্তি দিচ্ছে ৷ ফলে তাঁরা শেষ পর্যন্ত খেলে ম্যাচ জিতিয়ে বা বড় রান স্কোরবোর্ডে তুলতে পারছেন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

খেলোয়াড়দের মধ্যে দারুণ বোঝাপড়া ও একতা

অনিল কুম্বলে এবং ভেঙ্কটপতি রাজুর সঙ্গে তৃতীয় স্পিনার ছিলেন রাজেশ চৌহান ৷ এই তিনজনের বন্ডিং ভারতীয় দলে যেমন উদাহরণ ছিল, তেমনি ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটারের একতা এই বিশ্বকাপে সেরা প্রাপ্তি বলে মনে করেন প্রাক্তন ভারতীয় স্পিনার ৷ পুরো দলটা একটা পরিবারে মতো একজোট হয়ে নিজেদের উজাড় করে দিচ্ছে ৷ যেখানে একে অপরকে সঙ্গে নিয়ে প্রত্যেকে এগিয়ে চলেছেন ৷ আর অতীতে এই দল নিয়ে হওয়া যত বিতর্ক, সবকিছুকে ধুয়েমুছে সাফ করে দিয়েছেন বলে মনে উল্লেখ করেন চৌহ্বান ৷

আরও পড়ুন: আঙুলের হাড়ে চিড়, এক ম্যাচ আগেই বিশ্বকাপ শেষ শাকিবের

এখানে কোচ রাহুল দ্রাবিড়ের ভূমিকার প্রশংসা করেন তিনি ৷ তাঁর মতে, রাহুল দ্রাবিড় একজন বড়মাপের ক্রিকেটার যেমন ছিলেন, তেমনই একজন অসাধারণ কোচ ৷ একজন অসামান্য ক্রিকেট ম্যানেজার হিসেবে নিজেকের রাহুল প্রমাণ করেছেন বলে মত রাজেশের ৷ রাহুল দ্রাবিড় দক্ষতার সঙ্গে ভারতীয় দলের অন্যান্য বিষয়গুলিকে সামলাচ্ছেন ৷ আর তার ফলে ভারতের খেলায় এই দাপট দেখা যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.