ETV Bharat / sports

সরকার অনুমতি না দিলে পাকিস্তানের বিপক্ষে খেলব না : রাজীব শুক্লা

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর না খেলার কথা বললেন রাজীব শুক্লা

ফাইল ফোটো
author img

By

Published : Feb 18, 2019, 9:33 PM IST

দিল্লি, ১৮ ফেব্রুয়ারি : পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার দাবি জানানো হয়। সে প্রসঙ্গে IPL-র চেয়ারম্যান রাজীব শুক্লা বলেন, "এখনই বিষয়টি আমরা বলতে পারব না। বিশ্বকাপ অনেক দূরে রয়েছে। আমরা দেখব কী হয়।"

যদিও দু'দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ় খেলার সম্ভাবনা প্রায় নেই বলেই জানান রাজীব শুক্লা। তাঁর কথায়, "আমাদের অবস্থান পরিষ্কার। সরকারের তরফে অনুমতি না পাওয়া গেলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে খেলব না। খেলা সবসময় এগুলির (রাজনীতি, সন্ত্রাসবাদ) উপরে থাকা উচিত। কিন্তু, কেউ যদি সন্ত্রাসবাদে মদত দেয় তাহলে তা অবশ্যই খেলার উপর প্রভাব ফেলে।"

বৃহস্পতিবার দুপুরে পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৫ জন জওয়ান শহিদ হন। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। তারপর গতকাল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (CCI)-র সেক্রেটারি সুরেশ বাফনা BCCI-কে আর্জি জানান, জঙ্গি হামলার প্রতিবাদে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলবেন না।

দিল্লি, ১৮ ফেব্রুয়ারি : পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার দাবি জানানো হয়। সে প্রসঙ্গে IPL-র চেয়ারম্যান রাজীব শুক্লা বলেন, "এখনই বিষয়টি আমরা বলতে পারব না। বিশ্বকাপ অনেক দূরে রয়েছে। আমরা দেখব কী হয়।"

যদিও দু'দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ় খেলার সম্ভাবনা প্রায় নেই বলেই জানান রাজীব শুক্লা। তাঁর কথায়, "আমাদের অবস্থান পরিষ্কার। সরকারের তরফে অনুমতি না পাওয়া গেলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে খেলব না। খেলা সবসময় এগুলির (রাজনীতি, সন্ত্রাসবাদ) উপরে থাকা উচিত। কিন্তু, কেউ যদি সন্ত্রাসবাদে মদত দেয় তাহলে তা অবশ্যই খেলার উপর প্রভাব ফেলে।"

বৃহস্পতিবার দুপুরে পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৫ জন জওয়ান শহিদ হন। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। তারপর গতকাল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (CCI)-র সেক্রেটারি সুরেশ বাফনা BCCI-কে আর্জি জানান, জঙ্গি হামলার প্রতিবাদে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলবেন না।

Intro:সিরিয়ান মিডফিল্ডার আল আমনাকে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চায় ইস্টবেঙ্গল। আই লিগের প্রথম ম্যাচে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে। চোট সারিয়ে সুস্থ হওয়ার চেষ্টা চালাচ্ছেন আমনা। কিন্তু বল পায়ে কবে মাঠে নামবেন তা নিয়ে পরিস্কার ছবি পাওয়া যাচ্ছে না। কোচ আলেয়ান্দ্র নিজে দল গোছাতে চাইছেন। তাই আমনার অবস্থা বুঝে পরিকল্পনা তার।



Body:পুরো দল যখন কোচ আলেয়ান্দ্র মেনেনদেস গার্সিয়ার অধীনে অনুশীলন করছেন তখন মাঠের কোনায় দলের ফিজিও র অধীনে ব্যস্ত আল আমনা। আই লিগের প্রথম ম্যাচে নেরোকা এফসি র বিরুদ্ধে পিঠের পেশিতে চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গলের সিরিয়ান মিডফিল্ডার। চোট এতটাই গুরুতর ছিল যে আমনাকে বিমানবন্দর থেকে সরাসরি বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। সুস্থ হয়ে মাঠে ফিরলেও বল নিয়ে অনুশীলন করতে পারেন নি। রিহ্যাব করে চলেছে ন। গত দুদিন ধরে দৌড়াতে দেখা গেলেও আমনা বল এখনও ছুঁয়ে দেখেন নি। ফলে চার ডিসেম্বর ঘরের মাঠে মিনার্ভা পঞ্জাবের বিরুদ্ধে তার নামার সম্ভাবনা কম। তিরিশ নভেম্বর নতুন ফুটবলার নেওয়া সংক্রান্ত নির্বাসন ইস্টবেঙ্গলের ওপর থেকে উঠে যাচ্ছে। পরিবর্তিত পরিস্থিতি তে দলকে শক্তিশালী করতে নতুন বিদেশি নেওয়ার উদ্যোগ শুরু হয়েছে ইস্টবেঙ্গলে। ষষ্ঠ বিদেশি হিসেবে স্প্যানিশ উইঙ্গার জেমি কোলাডো শনিবার সম্ভবত চলে আসছেন। চার ডিসেম্বরের ম্যাচে কোলাডো কে অল্প সময়ের জন্য নামানোর পরিকল্পনা রয়েছে বলে শোনা যাচ্ছে। দলের পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যে কোচের সঙ্গে আলোচনা য় বসেছিলেন কোয়েস ও লাল হলুদ কর্তারা। দলকে প্রত্যাশিত মানে না খেলাতে পারার আখ্যেপ প্রকাশ করেন আলেয়ান্দ্র। পাশাপাশি আল আমনাকে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন। দলবদলের সেকেন্ড উইনডো না খোলা অবধি নতুন ফুটবলার নেওয়া যাবে না। কিন্ত কোনও ফুটবলার চোট পেলে পরিবর্ত পাওয়া যাবে। এই সুযোগ টা কাজে লাগাতে চাইছে ইস্টবেঙ্গল। তাই আগামী দুদিনের মধ্যে আমনা যদি বল নিয়ে নামতে না পারেন তাহলে নতুন বিদেশি নেওয়ার পথে হাটবে ইস্টবেঙ্গল। অনুশীলনের পরে সিরিয়ান মিডফিল্ডার মুখ খোলেননি। সতীর্থ বোরহা বলেছেন আমনা ধীরে ধীরে সুস্থ হচ্ছে। তবে তিনি যে দলের গুরুত্বপূর্ণ সদস্য সেটাও মানছেন। তাই আমনাকে জল্পনা বাড়ছে তা বলাই যায়।



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.