মুম্বই, 9 ডিসেম্বর: সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা মাত্র 80 রানে অল-আউট হয়ে যায়। পালটা ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ডের হেদার নাইটের দল ৷ তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় টি-20'তে জয় তুলে নেওয়া ছাড়া উপায় ছিল না হরমনপ্রীত কৌরদের। যদিও শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফের হারের মুখ দেখতে হল ভারতের মেয়েদের। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার নিশ্চিত হয়ে যায় টিম ইন্ডিয়ার।
ভারতের হয়ে এদিন 100তম আন্তর্জাতিক টি-20 ম্যাচে মাঠে নামেন দীপ্তি শর্মা। মাইলস্টোন ম্যাচের আগে তাঁর হাতে স্মারক টুপি তুলে দেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। কিন্তু ভাগ্য সহায় হয়নি তাঁর ৷ ব্যাট হাতে শূন্য রানে ফিরতে হয় তাঁকে ৷ শনিবার বাংলার তিন ক্রিকেটারকে নিয়ে খেলতে নেমেছিল ভারত। এ দিন রিচা ঘোষের আগের ম্যাচে অভিষেক হওয়া সাইকা ইশাকও। প্রথম ম্যাচে চোটের জন্য খেলতে না-পারলেও আজ মাঠে নামেন তিতাস সাধুও ৷ কিন্তু ভারতের হার বাঁচাতে পারেননি তাঁদের কেউ।
-
Series win!!! 🔥
— England Cricket (@englandcricket) December 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
What a performance 😍
Match centre ➡️ https://t.co/NFp6T6p4j8#EnglandCricket pic.twitter.com/fNI3Rf6jB4
">Series win!!! 🔥
— England Cricket (@englandcricket) December 9, 2023
What a performance 😍
Match centre ➡️ https://t.co/NFp6T6p4j8#EnglandCricket pic.twitter.com/fNI3Rf6jB4Series win!!! 🔥
— England Cricket (@englandcricket) December 9, 2023
What a performance 😍
Match centre ➡️ https://t.co/NFp6T6p4j8#EnglandCricket pic.twitter.com/fNI3Rf6jB4
যাই হোক প্রথমে ব্যাট করে এদিন টিম উইমেন ইন ব্লু 80 রান তোলে ৷ সবক'টি উইকেট হারিয়ে 16.2 ওভারেই ভারত বাহিনীকে থামিয়ে দেয় হেদার নাইটের দল ৷ জেমিমার রানই এদিন বেশি ছিল দলে ৷ 30 রান আসে তাঁর ব্যাট থেকে ৷ পরে স্মৃতি মন্ধানা রান করেন মাত্র 10 ৷ বাকি আর কেউই দুই অঙ্কের ঘরে রানে পৌঁছতে পারেননি ৷ জয়ের জন্য ইংল্যান্ড রান তাড়া করতে নামে ৷ বল হাতে শুরুটা খারাপ যায় রেণুকার। তবে পরে দু'টি উইকেট নেন ৷ বাংলার দিপ্তিও নেন দু'টি উইকেট ৷ একটি করে উইকেট নেন পূজা ও সাইকা ৷ ইংল্যান্ডকে চাপে ফেললে এত কম রান নিয়ে জেতা কঠিন হয়ে যায় ভারতের পক্ষে। তবে এদিন নজর কাড়েন আমনজ্যোৎ কৌর। সাইকার বলে অ্যালিস ক্যাপসির ক্যাচ ধরেন আমন। শরীর হাওয়ায় ভাসিয়ে দিয়ে বাঁ-হাতে ক্যাচ ধরেন তিনি।
আরও পড়ুন: