ETV Bharat / sports

England vs India 5th Test: বোলিং ব্যর্থতায় বার্মিংহাম টেস্টে ব্যাকফুটে ভারত, চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড 259/3 - Jonny Bairstow

ইংল্যান্ডের দুই ওপেনার এবং মিডল অর্ডারে জো রুট ও জনি বেয়ারস্টোর দাপটে বার্মিংহামে ব্যাকফুটে ভারতীয় দল (India is in Back Foot on End of Day 4) ৷ ম্যাচ জিততে হলে পঞ্চম তথা শেষদিনে ইংল্যান্ডকে আর 119 রান করতে হবে (England vs India 5th Test) ৷ হাতে রয়েছে 7 উইকেট ৷

England vs India 5th Test India is in Back Foot on End of Day 4
England vs India 5th Test India is in Back Foot on End of Day 4
author img

By

Published : Jul 5, 2022, 9:53 AM IST

Updated : Jul 5, 2022, 10:19 AM IST

বার্মিংহাম, 5 জুলাই: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনদিন এগিয়ে থেকেও, চতুর্থদিনের শেষে ব্যাকফুটে ভারত (India is in Back Foot on End of Day 4) ৷ চতুর্থদিনে 378 রান তাড়া করতে নেমে মাত্র 3 উইকেট হারিয়ে 259 রান তুলে নিয়েছে ব্রিটিশরা ৷ বার্মিংহাম টেস্টের (England vs India 5th Test) পঞ্চমদিনে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার 119 রান ৷ ক্রিজে রয়েছেন জো রুট এবং জনি বেয়ারস্টো ৷ রুট 76 রান এবং বেয়ারস্টো 72 রানে অপরাজিত রয়েছেন ৷ ভারতের হয়ে 2 টি উইকেট নিয়েছেন অধিনায়ক জসপ্রীত বুমরা ৷

চতুর্থদিনের প্রথম সেশনে চেতেশ্বর পূজারা এবং ঋষভ পন্থ ভারতের দ্বিতীয় ইনিংস এগিয়ে নিয়ে যেতে শুরু করেন ৷ কিন্তু, পূজারা 66 রানে আউট হতেই ভারতীয় ইনিংসে ধস নামে ৷ এই ম্যাচের সহ-অধিনায়ক ঋষভ অর্ধ শতরান করলেও, প্রথম ইনিংসে শতরান করা জাদেজা মাত্র 23 রানেই ক্রিজ ছাড়েন ৷ প্রথম ইনিংসের পর, দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ শ্রেয়স আইয়ার ৷ তিনি 19 রানে ম্যাটি পটসের বলে আউট হন ৷ দ্বিতীয় ইনিংসে ভারত 245 রানে অল আউট হয়ে যায় ৷ ফলে প্রথম ইনিংসে 132 রানে এগিয়ে থাকার সুবাদে ইংল্যান্ডের সামনে 378 রানের টার্গেট দেয় বুমরা বাহিনী ৷

তবে, রান তাড়া করতে নেমে শুরু থেকেই প্রতি আক্রমণে যান দুই ব্রিটিশ ওপেনার ৷ প্রথম উইকেটে 107 রানের পার্টনারশিপ করেন অ্যালেক্স লিস (59) এবং জ্যাক ক্রলি (46) ৷ ক্রলি বুমার বলে আউট হওয়ার পর ভারত ম্যাচে ফিরেও আসে ৷ চা বিরতির পরেই ওলি পোপকে শূন্যতে প্যাভিলিয়নে ফেরান বুমরা ৷ অন্যদিকে, মহম্মদ শামি এবং জাদেজার যুগলবন্দিতে রান আউট হন অ্যালেক্স লিস ৷

এর পর ম্যাচে জাঁকিয়ে বসেছিলেন ভারতীয় বোলাররা ৷ জো রুট এবং জনি বেয়ারস্টো শামি ও বুমরার বল সামলাতে হিমশিম খাচ্ছিলেন ৷ কিন্তু, উইকেট নিতে ব্যর্থ হন তাঁরা ৷ বিশেষ করে মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুরের বিরুদ্ধে প্রতি আক্রমণে গিয়ে আবারও ম্যাচে ফেরে ইংল্যান্ড ৷ দিনের শেষে ব্রিটিশদের রান দাঁড়ায় 259 রানে 3 উইকেট ৷ শেষদিনে ইংল্যান্ডকে জয়ের জন্য 119 রান করতে হবে ৷ আর ভারতীয় দলকে ম্যাচ জিততে হলে, বড় কোনও চমৎকার করতে হবে ভারতকে ৷ বিশেষ করে শামি এবং বুমরাকে ৷

আরও পড়ুন : পন্থের হাফ-সেঞ্চুরি, সিরিজ জিততে ইংল্যান্ডকে 378 রানের টার্গেট টিম ইন্ডিয়ার

কিন্তু, প্রশ্ন উঠছে গুরুত্বপূর্ণ সময়ে কেন শুধু শামি এবং বুমরার উপর নির্ভর করতে হবে ভারতকে ? যদিও, প্রথম ইনিংসে সিরাজ ভাল পারফর্ম করেছিলেন ৷ প্রশ্ন উঠছে, চতুর্থ পেসার হিসাবে খেলা শার্দূল ঠাকুরের ভূমিকা নিয়ে ৷ কারণ, দুই ইনিংস মিলিয়ে মাত্র 14 ওভার বল করেছেন তিনি ৷ যেখানে বাকি ম্যাচে বোলিংয়ের পুরো চাপটাই নিতে হয়েছে শামি এবং বুমরাকে ৷ এমনকি বোলিং-অলরাউন্ডার হিসাবে খেলা শার্দূল ব্যাট হাতেও ব্যর্থ ৷ স্বাভাবিকভাবেই ভারতীয় দলে শার্দূল ঠাকুরের ভূমিকাটা ঠিক কী, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

বার্মিংহাম, 5 জুলাই: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনদিন এগিয়ে থেকেও, চতুর্থদিনের শেষে ব্যাকফুটে ভারত (India is in Back Foot on End of Day 4) ৷ চতুর্থদিনে 378 রান তাড়া করতে নেমে মাত্র 3 উইকেট হারিয়ে 259 রান তুলে নিয়েছে ব্রিটিশরা ৷ বার্মিংহাম টেস্টের (England vs India 5th Test) পঞ্চমদিনে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার 119 রান ৷ ক্রিজে রয়েছেন জো রুট এবং জনি বেয়ারস্টো ৷ রুট 76 রান এবং বেয়ারস্টো 72 রানে অপরাজিত রয়েছেন ৷ ভারতের হয়ে 2 টি উইকেট নিয়েছেন অধিনায়ক জসপ্রীত বুমরা ৷

চতুর্থদিনের প্রথম সেশনে চেতেশ্বর পূজারা এবং ঋষভ পন্থ ভারতের দ্বিতীয় ইনিংস এগিয়ে নিয়ে যেতে শুরু করেন ৷ কিন্তু, পূজারা 66 রানে আউট হতেই ভারতীয় ইনিংসে ধস নামে ৷ এই ম্যাচের সহ-অধিনায়ক ঋষভ অর্ধ শতরান করলেও, প্রথম ইনিংসে শতরান করা জাদেজা মাত্র 23 রানেই ক্রিজ ছাড়েন ৷ প্রথম ইনিংসের পর, দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ শ্রেয়স আইয়ার ৷ তিনি 19 রানে ম্যাটি পটসের বলে আউট হন ৷ দ্বিতীয় ইনিংসে ভারত 245 রানে অল আউট হয়ে যায় ৷ ফলে প্রথম ইনিংসে 132 রানে এগিয়ে থাকার সুবাদে ইংল্যান্ডের সামনে 378 রানের টার্গেট দেয় বুমরা বাহিনী ৷

তবে, রান তাড়া করতে নেমে শুরু থেকেই প্রতি আক্রমণে যান দুই ব্রিটিশ ওপেনার ৷ প্রথম উইকেটে 107 রানের পার্টনারশিপ করেন অ্যালেক্স লিস (59) এবং জ্যাক ক্রলি (46) ৷ ক্রলি বুমার বলে আউট হওয়ার পর ভারত ম্যাচে ফিরেও আসে ৷ চা বিরতির পরেই ওলি পোপকে শূন্যতে প্যাভিলিয়নে ফেরান বুমরা ৷ অন্যদিকে, মহম্মদ শামি এবং জাদেজার যুগলবন্দিতে রান আউট হন অ্যালেক্স লিস ৷

এর পর ম্যাচে জাঁকিয়ে বসেছিলেন ভারতীয় বোলাররা ৷ জো রুট এবং জনি বেয়ারস্টো শামি ও বুমরার বল সামলাতে হিমশিম খাচ্ছিলেন ৷ কিন্তু, উইকেট নিতে ব্যর্থ হন তাঁরা ৷ বিশেষ করে মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুরের বিরুদ্ধে প্রতি আক্রমণে গিয়ে আবারও ম্যাচে ফেরে ইংল্যান্ড ৷ দিনের শেষে ব্রিটিশদের রান দাঁড়ায় 259 রানে 3 উইকেট ৷ শেষদিনে ইংল্যান্ডকে জয়ের জন্য 119 রান করতে হবে ৷ আর ভারতীয় দলকে ম্যাচ জিততে হলে, বড় কোনও চমৎকার করতে হবে ভারতকে ৷ বিশেষ করে শামি এবং বুমরাকে ৷

আরও পড়ুন : পন্থের হাফ-সেঞ্চুরি, সিরিজ জিততে ইংল্যান্ডকে 378 রানের টার্গেট টিম ইন্ডিয়ার

কিন্তু, প্রশ্ন উঠছে গুরুত্বপূর্ণ সময়ে কেন শুধু শামি এবং বুমরার উপর নির্ভর করতে হবে ভারতকে ? যদিও, প্রথম ইনিংসে সিরাজ ভাল পারফর্ম করেছিলেন ৷ প্রশ্ন উঠছে, চতুর্থ পেসার হিসাবে খেলা শার্দূল ঠাকুরের ভূমিকা নিয়ে ৷ কারণ, দুই ইনিংস মিলিয়ে মাত্র 14 ওভার বল করেছেন তিনি ৷ যেখানে বাকি ম্যাচে বোলিংয়ের পুরো চাপটাই নিতে হয়েছে শামি এবং বুমরাকে ৷ এমনকি বোলিং-অলরাউন্ডার হিসাবে খেলা শার্দূল ব্যাট হাতেও ব্যর্থ ৷ স্বাভাবিকভাবেই ভারতীয় দলে শার্দূল ঠাকুরের ভূমিকাটা ঠিক কী, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

Last Updated : Jul 5, 2022, 10:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.