ETV Bharat / sports

T20 World Cup : বাটলারের সেঞ্চুরিতে ধরাশায়ী শ্রীলঙ্কা, কার্যত সেমিফাইনালে ইংল্যান্ড - জস বাটলার

শারজায় এদিন প্রথমে ব্য়াট করে শ্রীলঙ্কাকে 164 রানের লক্ষ্য়মাত্রা দেয় ব্রিটিশরা ৷ সৌজন্যে জস বাটলারের প্রথম আন্তর্জাতিক টি-20 শতরান ৷ স্টাম্পার-ব্যাটারের ধুন্ধুমার ব্য়াটিংয়ে অধিনায়কোচিত সঙ্গ দেন মরগ্যান ৷ বাটলার করেন 67 বলে 101 ৷ তাঁর ইনিংসে ছিল 6টি চার, 6টি ছয় ৷ অধিনায়ক মরগ্যান খেলেন 36 বলে 40 রানের ইনিংস ৷

T2O World Cup
বাটলারের সেঞ্চুরিতে কার্যত সেমিতে ব্রিটিশরা
author img

By

Published : Nov 2, 2021, 7:34 AM IST

Updated : Nov 2, 2021, 10:19 AM IST

শারজা, 2 নভেম্বর : মরুশহরে জস বাটলার ঝড়ে উড়ে গেল লঙ্কাবাহিনী ৷ স্টাম্পার-ব্যাটারের ঝকঝকে শতরানে শেষ চারে ইংল্যান্ড ৷ অফিসিয়ালি ইয়ন মরগ্যানরা সেমিফাইনালে চলে গেলেন বলা না গেলেও টানা চার ম্যাচ জয়ের পরেও 'থ্রি-লায়ন্স'রা ছিটকে গেলে সেটা অঘটন ছাড়া কিছু নয় ৷ কারণ ইতিমধ্যেই তারা গ্রুপের পরাক্রমশালী দুই দল দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৷ আর সোমবার শ্রীলঙ্কাকে ইংল্য়ান্ড হারাল 26 রানে ৷

শারজায় এদিন প্রথমে ব্য়াট করে শ্রীলঙ্কাকে 164 রানের লক্ষ্য়মাত্রা দেয় ব্রিটিশরা ৷ সৌজন্যে জস বাটলারের প্রথম আন্তর্জাতিক টি-20 শতরান ৷ স্টাম্পার-ব্যাটারের ধুন্ধুমার ব্য়াটিংয়ে অধিনায়কোচিত সঙ্গ দেন মরগ্যান ৷ বাটলার করেন 67 বলে 101 ৷ তাঁর ইনিংসে ছিল 6টি চার, 6টি ছয় ৷ অধিনায়ক মরগ্যান খেলেন 36 বলে 40 রানের ইনিংস ৷

জবাবে রান তাড়া করতে নামা শ্রীলঙ্কাকে দেখে একবারও মনে হয়নি তারা ম্যাচটা জিততে পারে ৷ কারণ 76 রানে 5 উইকেট হারিয়ে একসময় কোণঠাসা হয়ে পড়ে সিংহলীরা ৷ ষষ্ঠ উইকেটে একটা শেষ চেষ্টা করেছিলেন অধিনায়ক দাসুন শানাকা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ৷ যদিও তাদের 73 রানের জুটি ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না ৷ লিয়াম লিভিংস্টোন সেই জুটি ভাঙেন ৷

আরও পড়ুন : ভারতের হারে হতাশ বীরু, বললেন কোহলিদের আত্মসমালোচনা প্রয়োজন

মইন আলি, আদিল রশিদ এবং ক্রিস জর্ডানের 2টি করে উইকেট ইংল্যান্ডের সহজ জয়ে সহায়ক হয় ৷ এক ওভার হাতে রেখেই শ্রীলঙ্কাকে 137 রানে গুটিয়ে দেয় 50 ওভারের বিশ্বচ্যাম্পিয়নরা ৷ এই জয়ের পর 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে গ্রুপের মগডালে মরগ্যানরা ৷ রান-রেটের নিরিখেও বাকিদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছে তারা ৷

শারজা, 2 নভেম্বর : মরুশহরে জস বাটলার ঝড়ে উড়ে গেল লঙ্কাবাহিনী ৷ স্টাম্পার-ব্যাটারের ঝকঝকে শতরানে শেষ চারে ইংল্যান্ড ৷ অফিসিয়ালি ইয়ন মরগ্যানরা সেমিফাইনালে চলে গেলেন বলা না গেলেও টানা চার ম্যাচ জয়ের পরেও 'থ্রি-লায়ন্স'রা ছিটকে গেলে সেটা অঘটন ছাড়া কিছু নয় ৷ কারণ ইতিমধ্যেই তারা গ্রুপের পরাক্রমশালী দুই দল দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৷ আর সোমবার শ্রীলঙ্কাকে ইংল্য়ান্ড হারাল 26 রানে ৷

শারজায় এদিন প্রথমে ব্য়াট করে শ্রীলঙ্কাকে 164 রানের লক্ষ্য়মাত্রা দেয় ব্রিটিশরা ৷ সৌজন্যে জস বাটলারের প্রথম আন্তর্জাতিক টি-20 শতরান ৷ স্টাম্পার-ব্যাটারের ধুন্ধুমার ব্য়াটিংয়ে অধিনায়কোচিত সঙ্গ দেন মরগ্যান ৷ বাটলার করেন 67 বলে 101 ৷ তাঁর ইনিংসে ছিল 6টি চার, 6টি ছয় ৷ অধিনায়ক মরগ্যান খেলেন 36 বলে 40 রানের ইনিংস ৷

জবাবে রান তাড়া করতে নামা শ্রীলঙ্কাকে দেখে একবারও মনে হয়নি তারা ম্যাচটা জিততে পারে ৷ কারণ 76 রানে 5 উইকেট হারিয়ে একসময় কোণঠাসা হয়ে পড়ে সিংহলীরা ৷ ষষ্ঠ উইকেটে একটা শেষ চেষ্টা করেছিলেন অধিনায়ক দাসুন শানাকা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ৷ যদিও তাদের 73 রানের জুটি ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না ৷ লিয়াম লিভিংস্টোন সেই জুটি ভাঙেন ৷

আরও পড়ুন : ভারতের হারে হতাশ বীরু, বললেন কোহলিদের আত্মসমালোচনা প্রয়োজন

মইন আলি, আদিল রশিদ এবং ক্রিস জর্ডানের 2টি করে উইকেট ইংল্যান্ডের সহজ জয়ে সহায়ক হয় ৷ এক ওভার হাতে রেখেই শ্রীলঙ্কাকে 137 রানে গুটিয়ে দেয় 50 ওভারের বিশ্বচ্যাম্পিয়নরা ৷ এই জয়ের পর 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে গ্রুপের মগডালে মরগ্যানরা ৷ রান-রেটের নিরিখেও বাকিদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছে তারা ৷

Last Updated : Nov 2, 2021, 10:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.