আমেদাবাদ, 21 মার্চ : শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে ভারত ৷ একই সঙ্গে হয়েছে সিরিজ় জয় ৷ তবে সেই আনন্দ কিছুটা হলেও ফিকে হল কোহলিদের ৷ শেষ টি20তে স্লো ওভাররেটের জন্য বিরাট কোহলিদের 40 শতাংশ ম্যাচ ফি কাটা হল ৷ নির্দিষ্ট সময়ের থেকে 2 ওভার বেশি সময় নেন ভুবনেশ্বর, শার্দূলরা ৷
আইসিসির কোড অফ কন্ডাক্টের 2.22 নিয়ম অনুযায়ী স্লো ওভার রেটের জন্য ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ম্যাচ ফি কাটা হয় ৷ নির্দিষ্ট সময়ের বেশি প্রত্যেক ওভারের জন্য ম্যাচ ফির 20 শতাংশ কাটা হয় ৷ যেহতু কোহলিরা নির্দিষ্ট সময়ের থেকে 2 ওভার বেশি সময় নেন তাই তাঁদের মোট 40 শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে ৷
একটি বিবৃতি দিয়ে আইসিসি জানিয়েছে, ‘‘ সময় বিবেচনা করে দেখা গেছে কোহলির দল খেলা শেষ করতে 2 ওভারের বেশি সময় নিয়েছে ৷ ভারত অধিনায়ক কোহলি নিজেদের দোষ ও শাস্তি মেনে নিয়েছেন ৷ তাই এই বিষয়ের আর শুনানির দরকার নেই ৷’’
আরও পড়ুন : মাত্র চার দিনের ছুটি, 2 এপ্রিল আইপিএলের বায়ো-বাবলে ঢুকবেন ভারতীয় ক্রিকেটাররা
হাই স্কোরিং ম্যাচে কোহলি ব্রিগেড ইংল্যান্ডকে 36 রানে হারায় ৷ এবং 5 ম্যাচের সিরিজ় 3-2 ব্যবধানে জিতে নেয় ৷