ETV Bharat / sports

2 বার ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ, টি-20 সিরিজে বাদ বরুণ চক্রবর্তী - জাতীয় দল

ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ হয়ে জাতীয় দলে সুযোগ পেয়েও বাদ পড়লেন লেগ স্পিনার বরুণ চক্রবর্তী ৷ পরপর দু’বার ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ হয়েছেন তিনি ৷

varun-chakravarthy-fails-to-clear-yoyo-test-again
দু’বার ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ, টি-20 সিরিজে বাদ বরুণ চক্রবর্থী
author img

By

Published : Mar 10, 2021, 4:32 PM IST

আমেদাবাদ, 10 মার্চ : ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা 5 ম্যাচের টি-20 সিরিজ থেকে বাদ পড়লেন তামিলনাড়ুর লেগ স্পিনার বরুণ চক্রবর্তী ৷ বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা ইয়ো ইয়ো টেস্টের 2 কিলোমিটার দৌড়ে পরপর দু’বার ব্যর্থ হলেন এই মিস্ট্রি স্পিনার ৷ কাঁধের চোটের কারণে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন বরুণ ৷ চোট সেরে যাওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজে তাঁকে বেছে নেন নির্বাচকেরা ৷

প্রসঙ্গত, জাতীয় দলে নির্বাচনের পর বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে বাধ্যতামূলক ইয়ো ইয়ো টেস্টে প্রথমবার বরুণ চক্রবর্তী সহ বেশ কয়েকজন ক্রিকেটার ব্যর্থ হন ৷ তবে, বিসিসিআই-র তরফে ওই ক্রিকেটারদের আবারও ইয়ো ইয়ো টেস্ট নেওয়ার কথা জানানো হয় ৷ সেই মতো দ্বিতীয়বার ইয়ো ইয়ো টেস্ট নেওয়া হলে সেখানেও ব্যর্থ হলেন বরুণ চক্রবর্তী ৷ তবে, প্রশ্ন উঠছে তামিলনাড়ুর এই স্পিনারের জাতীয় দলে নির্বাচন নিয়ে ৷ কারণ গত পাঁচ মাসে তিনি প্রতিযোগিতামূলক কোনও ম্যাচই খেলেননি ৷ আর ম্যাচ ফিটনেস নেই এমন খেলোয়াড়কে জাতীয় দলে নির্বাচন করা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ৷ আর সেই সূত্রে চেতন শর্মার নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত নিয়েও কথা হতে শুরু করেছে ৷

এ নিয়ে বিসিসিআই-র এক আধিকারিক জানিয়েছেন, ‘‘আমরা বুঝতে পারছি যে বরুণ চক্রবর্তী সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের সময় রিহ্যাবে ছিলেন ৷ তার পরেও বিজয় হাজারে ট্রফিতে একটি ম্যাচও খেলেননি তিনি ৷ ফলে কীভাবে আপনি পাঁচ মাস আগে খেলা ম্যাচের ভিত্তিতে একজনের ফিটনেসের বিচার করতে পারেন ? আমি মনে করি বরুণ চক্রবর্তীর বিষয়টা নির্বাচকদের কাছে একটা বড় শিক্ষা ৷’’ ভারতের প্রাথমিক দলে সুযোগ পেতে হলে পারফরমেন্সের থেকেও সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ফিটনেসের উপর ৷ ফিটনেস না থাকলে মাঠে তার প্রভাব যে পড়ে তা অতীতে একাধিকবার প্রমাণিত হয়েছে ৷ এমনকি ইয়ো ইয়ো টেস্টে পাশ করতে না পেরে মহম্মদ সামির মতো প্রথমসারির বোলারকেও দল থেকে বাদ পড়তে হয়েছিল অতীতে ৷

আরও পড়ুন : নারী দিবসে সুখবর বোর্ডের, 7 বছর পর সাদা জার্সিতে নামবে ঝুলন-মিতালিরা

এ নিয়ে বিসিসিআই-র ওই আধিকারিক জানিয়েছেন, ‘‘যদি একজন খেলোয়াড়কে এই ভারতীয় দলে জায়গা পেতে হলে নির্ধারিত ফিটনেসের মান বজায় রাখতে হবে ৷ শুধুমাত্র ভালো বোলিং পারফরমেন্সের উপর ভিত্তি করে জাতীয় দলে সুযোগ পাওয়া যাবে না ৷’’ জানা গিয়েছে, বরুণ চক্রবর্তীর বদলে ভারতীয় দলে রাহুল চাহারকে সুযোগ দেওয়া হয়েছে ৷ তিনি টেস্ট সিরিজ থেকেই ভারতীয় দলের সঙ্গে বায়ো-বাবল জ়োনে রয়েছেন ৷

আমেদাবাদ, 10 মার্চ : ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা 5 ম্যাচের টি-20 সিরিজ থেকে বাদ পড়লেন তামিলনাড়ুর লেগ স্পিনার বরুণ চক্রবর্তী ৷ বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা ইয়ো ইয়ো টেস্টের 2 কিলোমিটার দৌড়ে পরপর দু’বার ব্যর্থ হলেন এই মিস্ট্রি স্পিনার ৷ কাঁধের চোটের কারণে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন বরুণ ৷ চোট সেরে যাওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজে তাঁকে বেছে নেন নির্বাচকেরা ৷

প্রসঙ্গত, জাতীয় দলে নির্বাচনের পর বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে বাধ্যতামূলক ইয়ো ইয়ো টেস্টে প্রথমবার বরুণ চক্রবর্তী সহ বেশ কয়েকজন ক্রিকেটার ব্যর্থ হন ৷ তবে, বিসিসিআই-র তরফে ওই ক্রিকেটারদের আবারও ইয়ো ইয়ো টেস্ট নেওয়ার কথা জানানো হয় ৷ সেই মতো দ্বিতীয়বার ইয়ো ইয়ো টেস্ট নেওয়া হলে সেখানেও ব্যর্থ হলেন বরুণ চক্রবর্তী ৷ তবে, প্রশ্ন উঠছে তামিলনাড়ুর এই স্পিনারের জাতীয় দলে নির্বাচন নিয়ে ৷ কারণ গত পাঁচ মাসে তিনি প্রতিযোগিতামূলক কোনও ম্যাচই খেলেননি ৷ আর ম্যাচ ফিটনেস নেই এমন খেলোয়াড়কে জাতীয় দলে নির্বাচন করা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ৷ আর সেই সূত্রে চেতন শর্মার নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত নিয়েও কথা হতে শুরু করেছে ৷

এ নিয়ে বিসিসিআই-র এক আধিকারিক জানিয়েছেন, ‘‘আমরা বুঝতে পারছি যে বরুণ চক্রবর্তী সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের সময় রিহ্যাবে ছিলেন ৷ তার পরেও বিজয় হাজারে ট্রফিতে একটি ম্যাচও খেলেননি তিনি ৷ ফলে কীভাবে আপনি পাঁচ মাস আগে খেলা ম্যাচের ভিত্তিতে একজনের ফিটনেসের বিচার করতে পারেন ? আমি মনে করি বরুণ চক্রবর্তীর বিষয়টা নির্বাচকদের কাছে একটা বড় শিক্ষা ৷’’ ভারতের প্রাথমিক দলে সুযোগ পেতে হলে পারফরমেন্সের থেকেও সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ফিটনেসের উপর ৷ ফিটনেস না থাকলে মাঠে তার প্রভাব যে পড়ে তা অতীতে একাধিকবার প্রমাণিত হয়েছে ৷ এমনকি ইয়ো ইয়ো টেস্টে পাশ করতে না পেরে মহম্মদ সামির মতো প্রথমসারির বোলারকেও দল থেকে বাদ পড়তে হয়েছিল অতীতে ৷

আরও পড়ুন : নারী দিবসে সুখবর বোর্ডের, 7 বছর পর সাদা জার্সিতে নামবে ঝুলন-মিতালিরা

এ নিয়ে বিসিসিআই-র ওই আধিকারিক জানিয়েছেন, ‘‘যদি একজন খেলোয়াড়কে এই ভারতীয় দলে জায়গা পেতে হলে নির্ধারিত ফিটনেসের মান বজায় রাখতে হবে ৷ শুধুমাত্র ভালো বোলিং পারফরমেন্সের উপর ভিত্তি করে জাতীয় দলে সুযোগ পাওয়া যাবে না ৷’’ জানা গিয়েছে, বরুণ চক্রবর্তীর বদলে ভারতীয় দলে রাহুল চাহারকে সুযোগ দেওয়া হয়েছে ৷ তিনি টেস্ট সিরিজ থেকেই ভারতীয় দলের সঙ্গে বায়ো-বাবল জ়োনে রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.