আমেদাবাদ, 22 ফেব্রুয়ারি: একজন টেস্ট ব্যাটসম্যান হিসেবে আপনাকে সবরকম পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে জানতে হবে ৷ এমনটাই মনে করেন ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকস ৷ প্রসঙ্গত, ভারতে স্পিনিং উইকেট তৈরি করা নিয়ে হওয়া সমালোচনাকে উড়িয়ে দিয়ে এমনটাই জানালেন তিনি ৷
বুধবার থেকে আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরু হচ্ছে ৷ এটি পিঙ্ক বলে দিনরাতের টেস্ট ম্যাচ ৷ তার আগে এক সংবাদ মাধ্যমে তাঁর লেখা কলামে স্টোকস লেখেন, নতুন করে তৈরি হওয়া মোতেরা স্টেডিয়ামের পিচ কেমন আচরণ করবে তা বলা সম্ভব নয় ৷ তবে, তা যেমন আচরণই করুক, একজন উন্নতমানের খেলোয়াড় সেখানে মানিয়ে নিতে পারবেন বলেই মনে করেন তিনি ৷ ‘‘বিষয়টা এটাই যে, একজন টেস্ট ব্যাটসম্যান হিসেবে আপনাকে সবরকম পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে জানতে হবে ৷ একজন বিদেশি ব্যাটসম্যান হিসেবে ভারতের মাটিতে সাফল্য লাভ করা খুবই কঠিন ৷ ইংল্যান্ডের ক্ষেত্রেও বিষয়টা তাই ৷’’ ওই কলামে উল্লেখ করেন বেন স্টোকস ৷
আরও পড়ুন : জয় দিয়ে বিজয় হাজারে শুরু করল বাংলা
তবে, দল হিসেবে ইংল্যান্ড চ্যালেঞ্জ নেওয়া পছন্দ করে বলে জানিয়েছেন বেন ৷ প্রসঙ্গত, ভারতে টার্নিং উইকেট তৈরি করা নিয়ে প্রশ্ন তুলেছেন মাইকেল ভনের মতো প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটাররা ৷ তিনি প্রশ্ন করেন, এধরণের উইকেট কী টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ ? পাশাপাশি চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচে বেন স্টোকসের মাত্র 2 ওভার বল করা নিয়েও প্রশ্ন উঠেছিল ৷ যা নিয়ে তাঁর কলামে বেন জানান, এই পিচে সিম থাকলে তিনি অনেক বেশি ওভার বল করতেন ৷