ETV Bharat / sports

তাঁর কাছে অগ্রাধিকার টেস্ট ক্রিকেট, জানালেন ভুবনেশ্বর কুমার

জাতীয় দলের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে ফেরার পর, এবার ভুবনেশ্বর কুমারের লক্ষ্য জুলাই মাসে ইংল্যান্ডে শুরু হতে চলা টেস্ট সিরিজে ভারতীয় দলে ফেরা ৷ ইংল্যান্ডকে 2-1 এ ওয়ান’ডে সিরিজ হারানোর পর ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন ভুবনেশ্বর কুমার ৷

test-cricket-remains-my-priority-will-monitor-workload-management-in-ipl-says-bhuvneshwar-kumar
তাঁর কাছে অগ্রাধিকার টেস্ট ক্রিকেট, জানালেন ভুবনেশ্বর কুমার
author img

By

Published : Mar 29, 2021, 2:04 PM IST

পুণে, 29 মার্চ : জুলাই মাসে ইংল্যান্ডে টেস্ট সিরিজ এই মুহূর্তে প্রধান লক্ষ্য ভুবনেশ্বর কুমারের ৷ আর তাই আইপিএলে নিজের পরিশ্রমের উপর বিশেষ নজর দিতে চান তিনি ৷ রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজ জয়ের পর এমনটাই জানালেন চোট সারিয়ে ভারতীয় দলে ফেরা ভুবনেশ্বর কুমার ৷ ভারতীয় দলে সীমিত ওভারের ক্রিকেটে জায়গা করে নেওয়ার পর এবার তাঁর প্রধান লক্ষ্য টেস্ট দলে ফেরা ৷

প্রসঙ্গত, 2019 বিশ্বকাপের সময় থেকেই চোট সমস্যায় ভুগছিলেন ভুবনেশ্বর কুমার ৷ মাঝে আইপিএলে প্রত্যাবর্তন ঘটলেও, প্রথম কয়েকটি ম্যাচ খেলার পর, ফের চোট পেয়ে মাঠের বাইরে যেতে হয় ভুবিকে ৷ এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে আমেদাবাদে টি-20 সিরিজ দিয়ে ফের ক্রিকেট মাঠে ফিরেছেন তিনি ৷ টানা 8 ম্যাচে ধারাবাহিকভাবে ভাল বোলিংও করেছেন অভিজ্ঞ এই মিডিয়াম পেসার ৷ ওয়ান’ডে সিরিজে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তিনি ৷ মোট 6 উইকেট নিয়েছেন 3 ম্যাচের সিরিজে ৷ সীমিত ওভারের ক্রিকেটে সফলভাবে প্রত্যাবর্তনের পর এবার ভুবনেশ্বর কুমারের পরবর্তী লক্ষ্য টেস্ট দলে জায়গা করে নেওয়া ৷ তাই আগামী 9 এপ্রিল থেকে শুরু হতে চলা আইপিএলে নিজের বোলিং এবং শারীরিক পরিশ্রমের উপর বিশেষ নজর দিতে চান তিনি ৷

আরও পড়ুন : ভাগ্যের জোরে শেষ ম্যাচ জিতে ইংরেজ বাহিনীকে তিন সিরিজ়েই বিরাট ধাক্কা কোহলিদের

ভুবি বলেন, ‘‘লালবলের ক্রিকেট অবশ্যই আমার চিন্তায় রয়েছে ৷ আর সেই মতো লালবলের খেলার জন্য নিজেকে তৈরি রাখব ৷ তবে, টেস্টের জন্য কোন ধরণের দল তৈরি করবেন নির্বাচকরা সেটা সম্পূর্ণভাবে আলাদা একটা বিষয় ৷ আর তাই আইপিএলের সময় আমার প্রস্তুতিতেও টেস্ট ক্রিকেটকে মাথায় রাখব ৷ আর সেই মতো নিজেকে নিয়ন্ত্রণ করব ৷ সামনে প্রচুর টেস্ট ম্যাচ রয়েছে ৷ আর আমার কাছে টেস্ট ম্যাচের গুরুত্ব সবচেয়ে বেশি ৷’’ ভুবনেশ্বর কুমার স্পষ্ট করে দিয়েছেন, তিনি আসন্ন ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে ফিরতে চান ৷

পুণে, 29 মার্চ : জুলাই মাসে ইংল্যান্ডে টেস্ট সিরিজ এই মুহূর্তে প্রধান লক্ষ্য ভুবনেশ্বর কুমারের ৷ আর তাই আইপিএলে নিজের পরিশ্রমের উপর বিশেষ নজর দিতে চান তিনি ৷ রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজ জয়ের পর এমনটাই জানালেন চোট সারিয়ে ভারতীয় দলে ফেরা ভুবনেশ্বর কুমার ৷ ভারতীয় দলে সীমিত ওভারের ক্রিকেটে জায়গা করে নেওয়ার পর এবার তাঁর প্রধান লক্ষ্য টেস্ট দলে ফেরা ৷

প্রসঙ্গত, 2019 বিশ্বকাপের সময় থেকেই চোট সমস্যায় ভুগছিলেন ভুবনেশ্বর কুমার ৷ মাঝে আইপিএলে প্রত্যাবর্তন ঘটলেও, প্রথম কয়েকটি ম্যাচ খেলার পর, ফের চোট পেয়ে মাঠের বাইরে যেতে হয় ভুবিকে ৷ এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে আমেদাবাদে টি-20 সিরিজ দিয়ে ফের ক্রিকেট মাঠে ফিরেছেন তিনি ৷ টানা 8 ম্যাচে ধারাবাহিকভাবে ভাল বোলিংও করেছেন অভিজ্ঞ এই মিডিয়াম পেসার ৷ ওয়ান’ডে সিরিজে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তিনি ৷ মোট 6 উইকেট নিয়েছেন 3 ম্যাচের সিরিজে ৷ সীমিত ওভারের ক্রিকেটে সফলভাবে প্রত্যাবর্তনের পর এবার ভুবনেশ্বর কুমারের পরবর্তী লক্ষ্য টেস্ট দলে জায়গা করে নেওয়া ৷ তাই আগামী 9 এপ্রিল থেকে শুরু হতে চলা আইপিএলে নিজের বোলিং এবং শারীরিক পরিশ্রমের উপর বিশেষ নজর দিতে চান তিনি ৷

আরও পড়ুন : ভাগ্যের জোরে শেষ ম্যাচ জিতে ইংরেজ বাহিনীকে তিন সিরিজ়েই বিরাট ধাক্কা কোহলিদের

ভুবি বলেন, ‘‘লালবলের ক্রিকেট অবশ্যই আমার চিন্তায় রয়েছে ৷ আর সেই মতো লালবলের খেলার জন্য নিজেকে তৈরি রাখব ৷ তবে, টেস্টের জন্য কোন ধরণের দল তৈরি করবেন নির্বাচকরা সেটা সম্পূর্ণভাবে আলাদা একটা বিষয় ৷ আর তাই আইপিএলের সময় আমার প্রস্তুতিতেও টেস্ট ক্রিকেটকে মাথায় রাখব ৷ আর সেই মতো নিজেকে নিয়ন্ত্রণ করব ৷ সামনে প্রচুর টেস্ট ম্যাচ রয়েছে ৷ আর আমার কাছে টেস্ট ম্যাচের গুরুত্ব সবচেয়ে বেশি ৷’’ ভুবনেশ্বর কুমার স্পষ্ট করে দিয়েছেন, তিনি আসন্ন ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে ফিরতে চান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.