ETV Bharat / sports

কাঁধের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রেয়স - ipl

ওয়ান’ডে সিরিজ়ের পর এবার আইপিএল থেকেও ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার ৷ আজ বিসিসিআই’র তরফে এই খবর জানানো হয়েছে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান’ডে-তে ফিল্ডিং-র সময় বাঁ কাঁধে চোট পান তিনি ৷

shreyas-iyer-will-miss-ipl-2021-due-to-his-shoulder-injury
কাঁধের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রেয়স
author img

By

Published : Mar 25, 2021, 3:41 PM IST

পুণে, 25 মার্চ : আশঙ্কা ছিলই ৷ এবার সেটাই সত্যি হল ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজ়ের পর এবার আইপিএল থেকেও ছিটকে গেলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ মঙ্গলবার পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান’ডে-তে ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে চোট পান শ্রেয়স ৷ মাঠের মধ্যেই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি ৷ যার পর আর মাঠে ফিরতে পারেননি শ্রেয়স ৷ পরবর্তী সময়ে কাঁধের স্ক্যানের রিপোর্ট দেখে ভারতীয় দলের ফিজ়িও টিম জানিয়ে দেয়, শ্রেয়স সিরিজ়ের বাকি ম্যাচে খেলতে পারবেন না ৷

শ্রেয়স আইয়ার ইংল্যান্ডে বিরুদ্ধে সফরের বাকি ম্যাচে না খেলতে পারলেও আইপিএলে খেলতে পারবেন কি না সেই বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশা ছিলই ৷ আজ বিসিসিআই’র তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আইপিএল 2021-র পুরো টুর্নামেন্ট থেকেও ছিটকে গিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ৷ বিষয়টি সামনে আসতেই আক্ষেপ প্রকাশ করে টুইট করেন দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান পার্থ জিন্দাল ৷ যেখানে নিজের হতাশা প্রকাশ করে তিনি বলেন, শ্রেয়সের খবরটা শুনে তিনি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন ৷

  • Absolutely devastated and gutted for our skipper @ShreyasIyer15 - stay strong captain - hope for a very quick recovery. Have full faith that you will come back even stronger from this. India needs you in the T20 World Cup. @DelhiCapitals @BCCI

    — Parth Jindal (@ParthJindal11) March 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান পার্থ জিন্দাল টুইটারে লেখেন, ‘‘আমাদের অধিনায়ক শ্রেয়স আইয়ারের খবরটা শুনে সম্পূর্ণ বিধ্বস্ত এবং ভারাক্রান্ত হয়ে গেলাম ৷ শক্ত থাকুন অধিনায়ক ৷ দ্রুত সুস্থতা কামনা করি ৷ সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যে, আপনি এর পর আরও শক্তিশালী হয়ে ফিরবেন ৷ ভারতকে আপনার টি-20 বিশ্বকাপে প্রয়োজন ৷’’

  • I’ve been reading your messages and have been overwhelmed by all the outpouring of love and support. Thank you from the bottom of my heart to everyone. You know what they say, the greater the setback, the stronger the comeback. I shall be back soon ❤️🙏 pic.twitter.com/RjZTBAnTMX

    — Shreyas Iyer (@ShreyasIyer15) March 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কাঁধে হতে পারে অস্ত্রোপচার, আইপিএল-এ অনিশ্চিত শ্রেয়স

প্রসঙ্গত, শ্রেয়সের ছিটকে যাওয়া দিল্লি ক্যাপিটালসের কাছে বড় একটা ধাক্কা ৷ আইপিএলের গত দুই সিজ়নে শ্রেয়স যেভাবে দিল্লিকে নেতৃত্ব দিয়েছে, তা অবশ্য প্রসংশনীয় ৷ গত আইপিএলে অধিনায়কত্বের দ্বিতীয় বছরেই দিল্লি ক্য়াপিটালসকে ফাইনালে তুলেছিলেন শ্রেয়স আইয়ার ৷

পুণে, 25 মার্চ : আশঙ্কা ছিলই ৷ এবার সেটাই সত্যি হল ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজ়ের পর এবার আইপিএল থেকেও ছিটকে গেলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ মঙ্গলবার পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান’ডে-তে ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে চোট পান শ্রেয়স ৷ মাঠের মধ্যেই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি ৷ যার পর আর মাঠে ফিরতে পারেননি শ্রেয়স ৷ পরবর্তী সময়ে কাঁধের স্ক্যানের রিপোর্ট দেখে ভারতীয় দলের ফিজ়িও টিম জানিয়ে দেয়, শ্রেয়স সিরিজ়ের বাকি ম্যাচে খেলতে পারবেন না ৷

শ্রেয়স আইয়ার ইংল্যান্ডে বিরুদ্ধে সফরের বাকি ম্যাচে না খেলতে পারলেও আইপিএলে খেলতে পারবেন কি না সেই বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশা ছিলই ৷ আজ বিসিসিআই’র তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আইপিএল 2021-র পুরো টুর্নামেন্ট থেকেও ছিটকে গিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ৷ বিষয়টি সামনে আসতেই আক্ষেপ প্রকাশ করে টুইট করেন দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান পার্থ জিন্দাল ৷ যেখানে নিজের হতাশা প্রকাশ করে তিনি বলেন, শ্রেয়সের খবরটা শুনে তিনি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন ৷

  • Absolutely devastated and gutted for our skipper @ShreyasIyer15 - stay strong captain - hope for a very quick recovery. Have full faith that you will come back even stronger from this. India needs you in the T20 World Cup. @DelhiCapitals @BCCI

    — Parth Jindal (@ParthJindal11) March 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান পার্থ জিন্দাল টুইটারে লেখেন, ‘‘আমাদের অধিনায়ক শ্রেয়স আইয়ারের খবরটা শুনে সম্পূর্ণ বিধ্বস্ত এবং ভারাক্রান্ত হয়ে গেলাম ৷ শক্ত থাকুন অধিনায়ক ৷ দ্রুত সুস্থতা কামনা করি ৷ সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যে, আপনি এর পর আরও শক্তিশালী হয়ে ফিরবেন ৷ ভারতকে আপনার টি-20 বিশ্বকাপে প্রয়োজন ৷’’

  • I’ve been reading your messages and have been overwhelmed by all the outpouring of love and support. Thank you from the bottom of my heart to everyone. You know what they say, the greater the setback, the stronger the comeback. I shall be back soon ❤️🙏 pic.twitter.com/RjZTBAnTMX

    — Shreyas Iyer (@ShreyasIyer15) March 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কাঁধে হতে পারে অস্ত্রোপচার, আইপিএল-এ অনিশ্চিত শ্রেয়স

প্রসঙ্গত, শ্রেয়সের ছিটকে যাওয়া দিল্লি ক্যাপিটালসের কাছে বড় একটা ধাক্কা ৷ আইপিএলের গত দুই সিজ়নে শ্রেয়স যেভাবে দিল্লিকে নেতৃত্ব দিয়েছে, তা অবশ্য প্রসংশনীয় ৷ গত আইপিএলে অধিনায়কত্বের দ্বিতীয় বছরেই দিল্লি ক্য়াপিটালসকে ফাইনালে তুলেছিলেন শ্রেয়স আইয়ার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.