চেন্নাই, 13 ফেব্রুয়ারি : অধরা থেকে গেল রোহিতের দ্বিশত রান । ব্যক্তিগত 161 রানে সাজঘরে ফিরতে হল ভারতের হিটম্যানকে । সাবলীল ভঙ্গিতে রোহিতের ব্যাটিংয়ে, আশায় বুক বাঁধছিল ভারতীয় সমর্থকরা । সেই আশায় বাধ সাধলেন জ্যাক লিচ । লিচের বলে মইন আলির হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন হিটম্যান । তার আগে তিনি 231 বলে যোগ করেন 161 রান । রোহিতের এই ইনিংস সাজানো 18 টি চার এবং 2 টি ছক্কা দিয়ে । দিনের শেষে ভারত 6 উইকেট হারিয়ে 300 রান তুলেছে । ক্রিজ়ে ঋষভ পন্থ 56 বলে 33 রান করে এবং অক্ষর প্যাটেল 7 বলে 5 রান করে অপরাজিত । পন্থের 56 বলে 33 রানের ইনিংস 5 টি চার এবং একটি ছয় দিয়ে সাজানো ।
রোহিতের পর সাজঘরে ফেরেন রোহিতের সঙ্গে ইনিংসের হাল ধরা অজিঙ্ক রাহানেও । ভারতীয় সহ অধিনায়ক 149 বলে করেন 67 রান । 9 টি চার দিয়ে সাজানো এই ইনিংস শেষ করেন মইন আলি । মইনের বলে বোল্ড হয়ে ফেরেন অজিঙ্ক ।
-
That's Stumps on Day 1 of the 2nd @Paytm #INDvENG Test! @ImRo45's 161 & @ajinkyarahane88's 67 guide #TeamIndia to 300/6. 💪💪@RishabhPant17 & debutant @akshar2026 will resume the play on Day 2.
— BCCI (@BCCI) February 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard 👉 https://t.co/Hr7Zk2kjNC pic.twitter.com/scONdNQl2W
">That's Stumps on Day 1 of the 2nd @Paytm #INDvENG Test! @ImRo45's 161 & @ajinkyarahane88's 67 guide #TeamIndia to 300/6. 💪💪@RishabhPant17 & debutant @akshar2026 will resume the play on Day 2.
— BCCI (@BCCI) February 13, 2021
Scorecard 👉 https://t.co/Hr7Zk2kjNC pic.twitter.com/scONdNQl2WThat's Stumps on Day 1 of the 2nd @Paytm #INDvENG Test! @ImRo45's 161 & @ajinkyarahane88's 67 guide #TeamIndia to 300/6. 💪💪@RishabhPant17 & debutant @akshar2026 will resume the play on Day 2.
— BCCI (@BCCI) February 13, 2021
Scorecard 👉 https://t.co/Hr7Zk2kjNC pic.twitter.com/scONdNQl2W
প্রসঙ্গত, ভারত আজ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামে । কোরোনা পরবর্তী এই প্রথম স্টেডিয়ামে দর্শকের উপস্থিতিতে খেলা । টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি । লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে আর একটিও ম্যাচ হারা চলবে না । এই অবস্থায় প্রথম ম্যাচে হারের পর দলে একাধিক পরিবর্তন করে দ্বিতীয় টেস্টে নামে ভারত । জসপ্রীত বুমরার পরিবর্তে দলে আসেন অজ়ি সফরে অভিষেকে নজর কাড়া মহম্মদ সিরাজ । এছাড়াও শাহবাজ নাদিম এবং ওয়াশিংটন সুন্দরেরে পরিবর্তে প্রথম একাদশে স্থান করে নিয়েছেন, অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং চায়নাম্যান কুলদীপ যাদব । দীর্ঘ দুবছরের অপেক্ষার পর জাতীয় দলে সাদা জার্সিতে প্রত্যাবর্তন ঘটল কুলদীপের ।
আরও পড়ুন : হিটম্যানের ড্রাইভে মজে কিং কোহলি
শুরুতেই ধাক্কা খায় ভারত । দলের খাতা খোলার আগেই আউট হন শুভমন গিল । এই তরুণ ব্যাটসম্যানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ইংরেজ পেসার ওলে স্টোন । এরপর প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে 85 রান যোগ করেন রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা । 8টি চার এবং 1টি ছয়ের সাহায্যে 47 বলে অর্ধশতরান পূ্র্ণ করেন রোহিত । এরপর জ্যাক লিচের বলে 21 রান করে প্যাভিলিয়নে ফেরেন পূজারা । কিং কোহলিও নিজের রানের খাতা খোলার আগেই মইন আলির বলে বোল্ড হন । এরপর রোহিত এবং রাহানে দলের দায়িত্ব নেন । চতুর্থ উইকেটে রোহিত এবং রাহানে যোগ করেন 162 রান ।
আরও পড়ুন : ছিটকে গিয়েছে স্টাম্প ! হতভম্ব কোহলি
লিচ হিটম্যানকে প্যাভিলিয়নে ফেরানোর পরই আবার ধাক্কা খায় ভারতীয় শিবির । দলের 248 রানে রোহিতের আউটের পর 249 রানের মাথায় সহ অধিনায়ককে ফেরান মইন । এরপর রবি অশ্বিনকে ব্যক্তিগত 13 রানের মাথায় প্যাভিলিয়নে ফেরান রুট । একটি চার, 19 বলে 13 রান করে ওলি পোপের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অশ্বিন ।