ETV Bharat / sports

বল করতে এসে হরভজনকে নকল ! - ইংল্যান্ড

চেন্নাইয়ের পাটা পিচে দলের খেলোয়াড়দের মনকে চাঙ্গা করতে খানিক মজাই করলেন রোহিত শর্মা ৷ চা বিরতির আগে দু’ওভার বল করতে এসে হরভজন সিংকে মকল করে বোলিং করলেন রোহিত ৷ আর সেই ভিডিয়ো এখন সোশাল মিডিয়ায় আলোচনার বিষয় ৷

Rohit Sharma Mimics Harbhajan Singhs Action
বল করতে এসে হরভজনকে নকল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রোহিত শর্মার ভিডিও
author img

By

Published : Feb 6, 2021, 10:24 PM IST

চেন্নাই, 6 ফেব্রুয়ারি : হরভজন সিংয়ের বোলিং অ্যাকশনের নকল করে বল করলেন রোহিত শর্মা ৷ আর এই ভিডিয়ো এবার ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিতীয় দিনে চা বিরতির ঠিক আগে রোহিতকে দিয়ে দু’ওভার করান অধিনায়ক বিরাট কোহলি ৷ তখনই প্রাক্তন ভারতীয় অফ স্পিনার হরভজন সিং-র বোলিং অ্যাকশনের নকল করে একটি বল করতে দেখা যায় রোহিতকে ৷

প্রসঙ্গত, চেন্নাইয়ের পাটা উইকেটে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের আউট করতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে ভারতীয় বোলারদের ৷ সেই কারণে ব্যাটসম্যানদের মনোসংযোগ নষ্ট করতে রোহিতকে বোলিং করতে পাঠান কোহলি ৷ রোহিতের এই অ্যাকশন দেখে ভারতীয় অনুরাগীদের মুখে হাসি ফুটেছে ৷ সোশাল মিডিয়ায় রোহিতের হরভজনের নকল করা বোলিংয়ের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে ৷ প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরও এ নিয়ে টুইট করেছেন ৷

আরও পড়ুন : পরপর দু’বলে ইশান্তের দু’টি উইকেট মনোবল বাড়িয়েছে ভারতের, মত শাহবাজ নাদিমের

দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড 8 উইকেট হারিয়ে 555 রান করেছে ৷ তৃতীয় দিনের শুরুতেই তারা ইনিংস ঘোষণা করে না কি ভারতীয় বোলারদের আরও পরিশ্রম করতে হবে তা জানা যাবে আগামী কালই ৷

চেন্নাই, 6 ফেব্রুয়ারি : হরভজন সিংয়ের বোলিং অ্যাকশনের নকল করে বল করলেন রোহিত শর্মা ৷ আর এই ভিডিয়ো এবার ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিতীয় দিনে চা বিরতির ঠিক আগে রোহিতকে দিয়ে দু’ওভার করান অধিনায়ক বিরাট কোহলি ৷ তখনই প্রাক্তন ভারতীয় অফ স্পিনার হরভজন সিং-র বোলিং অ্যাকশনের নকল করে একটি বল করতে দেখা যায় রোহিতকে ৷

প্রসঙ্গত, চেন্নাইয়ের পাটা উইকেটে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের আউট করতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে ভারতীয় বোলারদের ৷ সেই কারণে ব্যাটসম্যানদের মনোসংযোগ নষ্ট করতে রোহিতকে বোলিং করতে পাঠান কোহলি ৷ রোহিতের এই অ্যাকশন দেখে ভারতীয় অনুরাগীদের মুখে হাসি ফুটেছে ৷ সোশাল মিডিয়ায় রোহিতের হরভজনের নকল করা বোলিংয়ের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে ৷ প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরও এ নিয়ে টুইট করেছেন ৷

আরও পড়ুন : পরপর দু’বলে ইশান্তের দু’টি উইকেট মনোবল বাড়িয়েছে ভারতের, মত শাহবাজ নাদিমের

দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড 8 উইকেট হারিয়ে 555 রান করেছে ৷ তৃতীয় দিনের শুরুতেই তারা ইনিংস ঘোষণা করে না কি ভারতীয় বোলারদের আরও পরিশ্রম করতে হবে তা জানা যাবে আগামী কালই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.