চেন্নাই, 8 ফেব্রুয়ারি : ভারতীয় উইকেট রক্ষক ঋষভ পন্থ ও ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস, দু’জনেই একই রকমের ৷ এমনই মতামত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনের ৷ দুই ক্রিকেটারই দরাজ প্রশংসা করেন তিনি ৷
ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভকে অসাধারণ বলে আখ্যা দেন নাসের ৷ নিজের প্রতি আত্মবিশ্বাসেই ঋষভ এমন খেলে বলে দাবি করেন তিনি ৷ এমনকী গাব্বা টেস্টে ঋষভের ব্যাটিংয়ের উদাহরণ তুলে আনেন তিনি ৷
একটি সংবাদ পত্রে নিজের কলামে হুসেন লেখেন, ‘‘ঋষভ অসাধারণ ৷ ও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে ৷ যদি ও নির্ভয়ে ব্যাটিং না করত, যদি ওর আত্মবিশ্বাসে খামতি থাকত, তাহলে ব্রিসবেনে ভারত ম্যাচে জয় তুলতে পারত না ৷ পন্থ আউট হওয়ার কথা চিন্তা করে না ৷ ও শুধু আক্রমণের কথা ভাবে ৷ এবং জানে ও কী অর্জন করতে পারে ৷’’
আরও পড়ুন :- ব্রিসবেনের আত্মবিশ্বাস নিয়ে চেন্নাইয়ে ইতিহাস গড়তে পারবে ভারত ?
নাসের হুসেন তাঁর বক্তব্যে আরও যোগ করেন, ‘‘ ওর আচরণ খানিকটা বেন স্টোকসের মতো ৷ গতকাল পন্থকে ওইভাবে খেলতে দেখা সত্যিই আকর্ষণীয় ৷’’ প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে, প্রথম ইনিংসে টি-20-র ধাঁচে খেলে ঋষভ ৷ যদিও শুরুর দিকেই চার উইকেট হারায় ভারত ৷ অন্যদিকে বেন স্টোকস প্রথম ইনিংসে খেলেন 118 বলে 82 রানের ইনিংস ৷ দুই ক্রিকেটারের খেলার ধরনও অনেকটাই একইরকম ৷ দু’জনেই ছক্কা হাঁকাতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন ৷