ETV Bharat / sports

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ পন্থ, মত ইয়ান বেলের - ভারতীয় দল

ঋষভ পন্থে মজে প্রাক্তন ইংল্যান্ড ব্যাটসম্যান ইয়ান বেল ৷ ঋষভকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলে মন্তব্য করলেন তিনি ৷ তাঁর মতে, ঋষভ একজন বিরল প্রতিভা ৷

rishabh-pant-is-the-future-of-indian-cricket-says-ian-bell
ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ ঋষভ পন্থ, মত ইয়ান বেলের
author img

By

Published : Mar 29, 2021, 7:14 PM IST

লন্ডন, 29 মার্চ : ঋষভ পন্থকে ছাড়া ভারতীয় দলকে ভাবাই যায় না ৷ এমনই মনে করেন প্রাক্তন ইংল্যান্ড ব্যাটসম্যান ইয়ান বেল ৷ তিনি মনে করেন, ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান এক বিরল প্রতিভা ৷ এভাবেই ঋষভের প্রশংসায় পঞ্চমুখ হলেন ইয়ান বেল ৷ প্রসঙ্গত, পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ান ডে‘তে ঋষভের আক্রমণাত্বক 78 রানের ইংনিসে ভর করে 329 রান তোলে ভারত ৷ যে ম্যাচ ভারতীয় দল 7 রানে জেতে ৷

অস্ট্রেলিয়ায় টেস্ট সফর থেকে স্বপ্নের উড়ানে সফর করেছেন ঋষভ পন্থ ৷ প্রথমে গাব্বায় একা দায়িত্ব নিয়ে টেস্ট সিরিজে ভারতকে চ্যাম্পিয়ন করা ৷ পরে দেশে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দুর্দান্ত শতরান এবং অর্ধ শতরানের ইনিংস ৷ এর পর সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে প্রত্যাবর্তন ৷ আর সেইসঙ্গে ব্যাটিং অর্ডারে 4 নম্বরে তাঁকে টিম ম্যানেজমেন্টের তুলে আনা এবং সেখানেও নিজেকে প্রমাণ করা ৷ গত বছর 26 ডিসেম্বর থেকে ক্রিকেটার ঋষভ পন্থের কেরিয়ার এই খাতেই বয়ে চলেছে ৷ আর সেই কারণেই এবার বিশ্ব ক্রিকেটের প্রাক্তন তারকাদের প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন দিল্লির এই তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ৷ আর সেই তালিকায় এবার যোগ হলেন প্রাক্তন ইংল্যান্ড ব্যাটসম্যান ইয়ান বেল৷

আরও পড়ুন : ভুবনেশ্বর কুমারকে সিরিজ় সেরা না বাছায় অবাক মাইকেল ভন

ইয়ান বেল বলেন, ‘‘আমি ঋষভ পন্থকে ছাড়া কোনওমতেই একটা ভারতীয় দলকে ভাবতে পারি না ৷ আর আমি এটা অনুভব করি যে, ও অন্যান্য বিশ্বেসেরা ক্রিকেটারদের মতোই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ ৷ আমরা তাঁকে একজন পরিণত ব্যাটসম্যান হিসেবে এই সিরিজ়ে খেলতে দেখলাম ৷ যা আগে খুব কমই দেখা গেছে ৷’’ বেল আরও জানান যে, ঋষভ পন্থ একজন বিরল প্রতিভা ৷ যে ভবিষ্যতে নিজের একের পর এক দুর্দান্ত ইনিংস ক্রিকেট বিশ্বকে উপহার দেবে ৷

লন্ডন, 29 মার্চ : ঋষভ পন্থকে ছাড়া ভারতীয় দলকে ভাবাই যায় না ৷ এমনই মনে করেন প্রাক্তন ইংল্যান্ড ব্যাটসম্যান ইয়ান বেল ৷ তিনি মনে করেন, ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান এক বিরল প্রতিভা ৷ এভাবেই ঋষভের প্রশংসায় পঞ্চমুখ হলেন ইয়ান বেল ৷ প্রসঙ্গত, পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ান ডে‘তে ঋষভের আক্রমণাত্বক 78 রানের ইংনিসে ভর করে 329 রান তোলে ভারত ৷ যে ম্যাচ ভারতীয় দল 7 রানে জেতে ৷

অস্ট্রেলিয়ায় টেস্ট সফর থেকে স্বপ্নের উড়ানে সফর করেছেন ঋষভ পন্থ ৷ প্রথমে গাব্বায় একা দায়িত্ব নিয়ে টেস্ট সিরিজে ভারতকে চ্যাম্পিয়ন করা ৷ পরে দেশে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দুর্দান্ত শতরান এবং অর্ধ শতরানের ইনিংস ৷ এর পর সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে প্রত্যাবর্তন ৷ আর সেইসঙ্গে ব্যাটিং অর্ডারে 4 নম্বরে তাঁকে টিম ম্যানেজমেন্টের তুলে আনা এবং সেখানেও নিজেকে প্রমাণ করা ৷ গত বছর 26 ডিসেম্বর থেকে ক্রিকেটার ঋষভ পন্থের কেরিয়ার এই খাতেই বয়ে চলেছে ৷ আর সেই কারণেই এবার বিশ্ব ক্রিকেটের প্রাক্তন তারকাদের প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন দিল্লির এই তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ৷ আর সেই তালিকায় এবার যোগ হলেন প্রাক্তন ইংল্যান্ড ব্যাটসম্যান ইয়ান বেল৷

আরও পড়ুন : ভুবনেশ্বর কুমারকে সিরিজ় সেরা না বাছায় অবাক মাইকেল ভন

ইয়ান বেল বলেন, ‘‘আমি ঋষভ পন্থকে ছাড়া কোনওমতেই একটা ভারতীয় দলকে ভাবতে পারি না ৷ আর আমি এটা অনুভব করি যে, ও অন্যান্য বিশ্বেসেরা ক্রিকেটারদের মতোই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ ৷ আমরা তাঁকে একজন পরিণত ব্যাটসম্যান হিসেবে এই সিরিজ়ে খেলতে দেখলাম ৷ যা আগে খুব কমই দেখা গেছে ৷’’ বেল আরও জানান যে, ঋষভ পন্থ একজন বিরল প্রতিভা ৷ যে ভবিষ্যতে নিজের একের পর এক দুর্দান্ত ইনিংস ক্রিকেট বিশ্বকে উপহার দেবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.