ETV Bharat / sports

ভারত-ইংল্য়ান্ডকে স্বাগত জানাতে তৈরি মনমোহিনী মোতেরা - ভারত-ইংল্য়ান্ডকে স্বাগত জানাতে তৈরি মনমোহিনী মোতেরা

আগে এই স্টেডিয়ামে 54 হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারত ৷ নবনির্মিত স্টেডিয়ামে 1 লাখ 10 হাজার দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারবে ৷ এটাই বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম ৷

মনমোহিনী মোতেরা
মনমোহিনী মোতেরা
author img

By

Published : Feb 23, 2021, 4:43 PM IST

আমেদাবাদ, 23 ফেব্রুয়ারি : আমেদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে শুরু হতে চলেছে ক্রিকেটের মহাযজ্ঞ ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ও 5টি ওয়ান ডে শুরু হতে চলেছে এই ক্রিকেট গ্রাউন্ডে ৷

এই সিরিজ়ের ম্যাচ দিয়েই আমেদাবাদে সাত বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট ৷ শেষ বার 2014 সালে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছিল মোতেরা ক্রিকেট স্টেডিয়াম ৷

সেবার অম্বাতি রায়ড়ুর অপরাজিত শতরানে ভর করে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারায় মেন ইন ব্লুজরা ৷ এর কয়েকদিন পর থেকেই নতুনভাবে মোতেরা স্টেডিয়ামকে সাজিয়ে তোলার কাজ শুরু করে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ আগে এই স্টেডিয়ামে 54 হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারত ৷ নবনির্মিত স্টেডিয়ামে 1 লাখ 10 হাজার দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারবে ৷ এটাই বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম ৷

তবে করোনা প্যানডেমিকের কারণে সম্পূর্ণ দর্শকপূর্ণ মোতেরা দেখা যাবে না ৷ প্রথম কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে 50 শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবে ৷

নতুনভাবে তৈরি হওয়ার আগে মোতেরা বেশ কয়েকটি ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থেকেছে ৷ 2011 বিশ্বকাপে এই ক্রিকেট গ্রাউন্ডেই কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারায় ভারত ৷ এছাড়া কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর এই স্টেডিয়ামেই 10 হাজার টেস্ট রানের মাইলফলক ছুঁয়েছিলেন ৷

আরও পড়ুন : সামনে ইংল্যান্ড, আগের দিন রাতের টেস্টে কী করেছিল ভারত

নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে লাল ও কালো মাটি দিয়ে তৈরি মোট 11 টি পিচ আছে ৷ এছাড়া আছে উন্নত ড্রেনেজ় সিস্টেম ৷

আমেদাবাদ, 23 ফেব্রুয়ারি : আমেদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে শুরু হতে চলেছে ক্রিকেটের মহাযজ্ঞ ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ও 5টি ওয়ান ডে শুরু হতে চলেছে এই ক্রিকেট গ্রাউন্ডে ৷

এই সিরিজ়ের ম্যাচ দিয়েই আমেদাবাদে সাত বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট ৷ শেষ বার 2014 সালে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছিল মোতেরা ক্রিকেট স্টেডিয়াম ৷

সেবার অম্বাতি রায়ড়ুর অপরাজিত শতরানে ভর করে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারায় মেন ইন ব্লুজরা ৷ এর কয়েকদিন পর থেকেই নতুনভাবে মোতেরা স্টেডিয়ামকে সাজিয়ে তোলার কাজ শুরু করে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ আগে এই স্টেডিয়ামে 54 হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারত ৷ নবনির্মিত স্টেডিয়ামে 1 লাখ 10 হাজার দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারবে ৷ এটাই বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম ৷

তবে করোনা প্যানডেমিকের কারণে সম্পূর্ণ দর্শকপূর্ণ মোতেরা দেখা যাবে না ৷ প্রথম কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে 50 শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবে ৷

নতুনভাবে তৈরি হওয়ার আগে মোতেরা বেশ কয়েকটি ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থেকেছে ৷ 2011 বিশ্বকাপে এই ক্রিকেট গ্রাউন্ডেই কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারায় ভারত ৷ এছাড়া কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর এই স্টেডিয়ামেই 10 হাজার টেস্ট রানের মাইলফলক ছুঁয়েছিলেন ৷

আরও পড়ুন : সামনে ইংল্যান্ড, আগের দিন রাতের টেস্টে কী করেছিল ভারত

নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে লাল ও কালো মাটি দিয়ে তৈরি মোট 11 টি পিচ আছে ৷ এছাড়া আছে উন্নত ড্রেনেজ় সিস্টেম ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.