ETV Bharat / sports

আম্পায়ার কল শোলে সিনেমার ঠাকুরের মতো, সূর্যকুমারের আউট বিতর্কে ইরফান - সূর্যকুমার যাদবের বিতর্কিত আউট

টুইটারে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে একাধিক মিম ছড়িয়ে পড়ে ৷ অনেকেই প্রযুক্তি থাকলেও আম্পায়ারের উপর বেশি ভরসা করাকে দূষছেন ৷ এবার সেই দলে নাম লেখালেন ইরফান পাঠান ৷

Irfan Pathan on Suryakumar Yadav's controversial dismissal
Irfan Pathan on Suryakumar Yadav's controversial dismissal
author img

By

Published : Mar 19, 2021, 8:01 PM IST

আমেদাবাদ, 19 মার্চ : আমেদাবাদের চতুর্থ টি-20তে জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফিরেছে ভারত ৷ অর্থাৎ, সিরিজ়ের পঞ্চম তথা শেষ ম্যাচ হতে চলেছে নির্ধারিত ম্যাচ ৷ কিন্তু পুরো সিরিজ় জুড়েই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে ৷ তবে তা অন্য মাত্রা পায় চতুর্থ ম্যাচে সূর্যকুমার যাদবের বিতর্কিত আউট ৷ এবার ‘‘আম্পায়ার কল’’ নিয়ে ব্যঙ্গ করলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান ৷

টুইটারে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে একাধিক মিম ছড়িয়ে পড়ে ৷ অনেকেই প্রযুক্তি থাকলেও আম্পায়ারের উপর বেশি ভরসা করাকে দূষছেন ৷ এবার সেই দলে নাম লেখালেন ইরফান পাঠান ৷ টুইটে ব্যাঙ্গাত্মকভাবে তিনি লেখেন, ‘‘প্রযুক্তি থাকলেও সফ্ট সিগন্যালে আউট দেওয়া ‘শোলে’ সিনেমার ঠাকুরের উপর ভরসা করার মতো ৷’’

চতুর্থ টি-20 তে দুরন্ত ব্যাটিং করেন সূর্যকুমার যাদব ৷ তাঁর বিরুদ্ধে ইংল্যান্ড বোলারদের কোনও রকম আক্রমণ কাজে আসেনি ৷ যদিও তাঁর দুরন্ত ইনিংসের পরিসমাপ্তি ঘটে আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্তে ৷ লং অনে ডেভিড মালানের ক্যাচ নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন দেখা যায় ৷ যদিও আম্পায়ারের সফ্ট সিগন্যালের উপর ভিত্তি করে যাদবকে আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার ৷

আরও পড়ুন : ম্যাচের মাঝেই মাঠ ছাড়লেন বিরাট, কিন্তু কেন ?

তবে তার আগে ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রথম বলেই ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব ৷ তবে এর আগেই আইপিএলে যথেষ্ট ছাপ ফেলেছিলেন তিনি ৷ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একাধিক পজিশনে ব্যাটিং করেছেন ও সফল হয়েছেন ৷ মুম্বই দলের হয়েও তাঁর পারফরমেন্স ঈর্ষনীয় ৷ গত বছর অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলে যাদব সুযোগ না পাওয়ায়, তৈরি হয় বিতর্ক ৷ চলতি সিরিজ়ে দ্বিতীয় ম্যাচেই তাঁর অভিষেক হয় ৷ কিন্তু ব্যাট হাতে মাঠে নামা হয়নি ৷ তারপরের ম্যাচেই ডাগ আউটে বসতে হয় তাঁকে ৷

আমেদাবাদ, 19 মার্চ : আমেদাবাদের চতুর্থ টি-20তে জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফিরেছে ভারত ৷ অর্থাৎ, সিরিজ়ের পঞ্চম তথা শেষ ম্যাচ হতে চলেছে নির্ধারিত ম্যাচ ৷ কিন্তু পুরো সিরিজ় জুড়েই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে ৷ তবে তা অন্য মাত্রা পায় চতুর্থ ম্যাচে সূর্যকুমার যাদবের বিতর্কিত আউট ৷ এবার ‘‘আম্পায়ার কল’’ নিয়ে ব্যঙ্গ করলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান ৷

টুইটারে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে একাধিক মিম ছড়িয়ে পড়ে ৷ অনেকেই প্রযুক্তি থাকলেও আম্পায়ারের উপর বেশি ভরসা করাকে দূষছেন ৷ এবার সেই দলে নাম লেখালেন ইরফান পাঠান ৷ টুইটে ব্যাঙ্গাত্মকভাবে তিনি লেখেন, ‘‘প্রযুক্তি থাকলেও সফ্ট সিগন্যালে আউট দেওয়া ‘শোলে’ সিনেমার ঠাকুরের উপর ভরসা করার মতো ৷’’

চতুর্থ টি-20 তে দুরন্ত ব্যাটিং করেন সূর্যকুমার যাদব ৷ তাঁর বিরুদ্ধে ইংল্যান্ড বোলারদের কোনও রকম আক্রমণ কাজে আসেনি ৷ যদিও তাঁর দুরন্ত ইনিংসের পরিসমাপ্তি ঘটে আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্তে ৷ লং অনে ডেভিড মালানের ক্যাচ নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন দেখা যায় ৷ যদিও আম্পায়ারের সফ্ট সিগন্যালের উপর ভিত্তি করে যাদবকে আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার ৷

আরও পড়ুন : ম্যাচের মাঝেই মাঠ ছাড়লেন বিরাট, কিন্তু কেন ?

তবে তার আগে ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রথম বলেই ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব ৷ তবে এর আগেই আইপিএলে যথেষ্ট ছাপ ফেলেছিলেন তিনি ৷ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একাধিক পজিশনে ব্যাটিং করেছেন ও সফল হয়েছেন ৷ মুম্বই দলের হয়েও তাঁর পারফরমেন্স ঈর্ষনীয় ৷ গত বছর অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলে যাদব সুযোগ না পাওয়ায়, তৈরি হয় বিতর্ক ৷ চলতি সিরিজ়ে দ্বিতীয় ম্যাচেই তাঁর অভিষেক হয় ৷ কিন্তু ব্যাট হাতে মাঠে নামা হয়নি ৷ তারপরের ম্যাচেই ডাগ আউটে বসতে হয় তাঁকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.